যত্ন ছাড়া কি কখনো রত্ন মিলে??

in আমার বাংলা ব্লগ11 days ago

beauty-2190682_1280.jpg

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং ব্লগ লেখার জন্য উপস্থিত হয়েছি। আজকের ব্লগের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে যত্ন ছাড়া কি রত্ন মিলে?চমৎকার এই বিষয়বস্তু সম্পর্কিত ব্লগ লিখতে পেরে আমি আনন্দিত। আমি আশাবাদী আপনার উপভোগ করবেন এবং সকলেই আমন্ত্রিত।

hair-5473204_1280.jpg

কথায় আছে, যত্ন করিলে রত্ন মিলে । অর্থাৎ, আমরা যদি যেকোনো বিষয়ে সর্বোচ্চ ভালো টুকু পেতে চাই তাহলে আমাদের সেখানে যত্ন করতে হয়।। হোক সেটা ভালোবাসা কিংবা গাছপালা।

আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে ঠিক তাকে যেমন যত্ন করতে হয় তেমনি ভালো কিছু পেতে হলে আমাদের যত্ন করতে হবে এটাই বাস্তব। কারণ যত্ন ছাড়া কখনো আমরা কোন কিছু আশা করতে পারি না কিংবা ভালো কিছু পেতে পারি না।

একটি গাছ লাগানোর পর শুধু রেখে দিলেই সেখান থেকে ভালো ফল লাভ করা সম্ভব হয় না। একটি গাছ লাগানোর পর প্রতিদিন গাছের যত্ন নিতে হয়। সকাল বিকেল পানি দিতে হয়, মাঝে মাঝে সেখানে স্যার প্রয়োগ করতে হয় এবং কীটনাশক দ্বারা পোকামাকড় মারতে হয়। যদি গাছপালার আশেপাশে আগাছা জন্ম নেয় তাহলে আগাছা পরিষ্কার করে দিতে হয় এবং এভাবেই আমরা সেই গাছের পরিচর্যা করতে সক্ষম।

যখন গাছে ভালো পরিচর্যা হয় এবং ২০ থেকে সারা উৎপন্ন হয়। সারা থেকে আমরা গাছ পেতে পারি এবং ভালো গাছ থেকে আমরা ভালো ফল লাভ করতে পারি। অর্থাৎ একটি গাছের ক্ষেত্রে যেমন আমরা যত্ন করিলে সেখান থেকে ভালো ফল পেতে পারি ঠিক তেমনি আমাদের জীবনে ভালো কিছু পেতে হলে অবশ্যই সেখানে যত্ন করাটা অত্যন্ত জরুরী।

robin-7885574_1280.webp

একটি প্রবাদ বাক্য আছে।, যত্ন ছাড়া কখনো রত্ন মিলে না। আপনি এই বাক্যটা কে কিভাবে নেবেন আমি জানিনা !!

আমি আমার নিজের জীবন থেকে আপনাদেরকে বলতে পারি। এই বাক্যটির সাথে আমি পুরোপুরি একমত এবং বাক্যটি যথার্থই সকলের জন্যই কার্যকরী একটি বাক্য। কারণ এই বাক্যটি আমি নিজে প্রমাণ।

বেশ কিছুদিন পূর্বে আমি আমার নতুন সংসার জীবন শুরু করি। সংসার জীবনে পদার্পণ করার পর বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল। তবে আমি প্রথম পর্যায়ে অনেক কঠোর হয়েছি এবং সমস্যা আরো বৃদ্ধি পেয়েছিল

তবে যখন আমি আমার সমস্যাগুলো ভালোবেসে দূর করার চিন্তা করেছিলাম এবং সেভাবে কাজ করেছিলাম তখন বিষয়টি আমার কাছে জাদুর মত কাজ করেছিল। অর্থাৎ সমস্যা দেখা দেওয়ার পর আমি সেই সমস্যা সমাধানে ভালোবেসে সেই সমস্যাগুলোর মোকাবেলা করেছিলাম এবং আমি ধীরে ধীরে সেই সমস্যাগুলো থেকে নিরসন হতে পেরেছি।

আর এখান থেকে আমি বিষয়টি উপলব্ধি করতে পেরেছি পৃথিবীতে ভালো কিছু পেতে হলে অবশ্যই যত্নের প্রয়োজন হয়। যত্ন ছাড়া কখনো রত্ন মেলানো সম্ভব হয় না। অর্থাৎ , ভালবাসলে একটু যত্ন করতে হয়। আর সেই যত্ন করলে যত্ন থেকে ডবল কিছু রত্ন পাওয়া যায় এবং এটাই ভালোবাসার মূলনীতি।

সুতরাং আমরা আমাদের জীবনে সকলেই রত্ন খুজে থাকি। আর সেই রত্নের যদি প্রকৃত সন্ধান পেতে চাই তাহলে আমাদের অবশ্যই উচিত যত্ন করা। আপনি যত বেশি যত্নশীল হবেন তত বেশি সুন্দর এবং সাবলীল রত্ন আপনার জন্য অপেক্ষা করবে। আমি আশাবাদী আজকের এই ব্লগের মাধ্যমে প্রতিটি ভালোবাসার জিনিসের প্রতি আমাদের যত্ন আরো বেশি বেড়ে যাবে। আমাদের যত্ন যত বেশি বাড়বে রত্ন আমাদের কাছে তত দ্রুত চলে আসবে।

সকলেই সকলের প্রিয় বিষয়বস্তু অর্থাৎ এ জিনিসের প্রতি যত্নশীল হয়ে যান। দেখবেন রত্ন এমনিতেই আপনার কাছে ধরা দিবে।

আজকের এই ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দ। আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। মূল্যবান সময় দিয়ে আজকের এ ব্লগ উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ
99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png
কমিউনিটির সাথে থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক। আল্লাহাফেজ।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 11 days ago 

আজকে টাক্স ৪ টি ২৯/১২/২০২৪


Screenshot_20241229_093119_Chrome.jpgScreenshot_20241229_093031_Chrome.jpgScreenshot_20241229_092940_X.jpgScreenshot_20241229_092708_SuperWalk.jpg

1000002812.jpg

We look for quality posts and comments.
Curated by @alejos7ven