রাতের শহর এবং আমি। গুরুত্বপূর্ণ তথ্য
আসসালামু আলাইকুম।
আশাকরি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি।
আপনারা অনেক অনেক সুস্থ এবং সুন্দর থাকুন সেই প্রত্যাশা করি সব সময়।
আগামী দিনগুলো সুখে এবং শান্তিতে কাটুক সেই কামনা সবার জন্য প্রতিনিয়ত ইনশাল্লাহ।
আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাষ্ট্রের কিছু অসাধারণ ফটোগ্রাফি নিয়ে। আমাদের বাংলাদেশে একটি ঘনবসতিপূর্ণ এবং মধ্যম আয়ের দেশ।
এই দেশে অধিক জনসংখ্যা এবং অধিক যানজটের কারণে প্রচুর পরিমাণে সমস্যা পরিলক্ষিত হয় প্রতিনিয়ত।
তবে যদিও ছোট দেশ এবং অপ্রতুল জনসংখ্যা তার পরেও আমাদের দেশের রাস্তাঘাট এবং বাসস্থান এর কিছু উন্নতি সাধন হওয়ার ক্ষেত্রে ঢাকা শহরের প্রতি একটু চাপ বেশি করে থাকে।।
গ্রামের যথাযথ কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে গ্রামের মানুষ গুলো প্রতিনিয়ত শহরমুখী ।
সুতরাং শহরগুলোতে প্রচুর পরিমাণে দান কর এবং অনেক মানুষের আনাগোনা হবার কারণে প্রতিনিয়ত ব্লক হয়ে থাকে।
শহর গুলো প্রতিনিয়ত আর ভাত খামু হারাচ্ছে এবং প্রতিনিয়ত সেখান থেকে নোংরা পরিবেশ সৃষ্টি করছে। যেগুলো সত্যি আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং অসামঞ্জস্য বিষয়।
শহরগুলোকে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে আমাদের অবশ্যই কিছু জরুরী কাজ করে থাকে। আর সে সকল কাজ গুলোকে আমাদের অবশ্যই যথাযথ ভাবে সম্পন্ন করতে পারলে আমরা প্রকৃত সুখী এবং প্রকৃত পরিবেশ নিয়ে সমাজে বসবাস করতে সক্ষম।।
এ সকল সমস্যাগুলো নিদর্শনে আমাদের অবশ্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এ সকল দায়িত্ব গুলো পালন করতে হলে আমাদের পৃথিবী বিনিয়োগ করতে হবে।
কখনোই শহরের রাস্তাঘাট নোংরা করা যাবে না কিংবা ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না।
অবশ্যই আমাদের ব্যবহৃত ময়লাগুলো যথাযথ স্থানে ফেলতে হবে।
পরিবেশ দূষণ হয় এমন কোন কাজ করা যাবে না।
পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন তা করতে আমাদের অবশ্যই একযোগে কাজ করতে হবে।
আমাদের অবশ্যই উচিত হবে একজন সচেতন নাগরিক হিসেবে পৃথিবীতে বেঁচে থাকা।।
স্পেশাল ধন্যবাদ জানাতে চাই
@rme @blacks #beautyofcreativity
post community
#boc
সুন্দর করুন আপনার মনকে। বদলে দিন পুরো পৃথিবীটাকে।
প্রিয় রেগার্ডস
আমি বাঙালি। মোঃ আকাশ আলী। আমি একজন গার্মেন্টস কর্মচারী। পাশাপাশি স্টিমিট এ কাজ করতে খুব ভালোবাসি। আমার বাংলা ব্লগ এবং বিউটি ক্রিয়েটিভিটি প্রিয় কমিউনিটি। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমার জন্য যতটুকু নির্ধারণ করে দেখেছেন আমি ঠিক ততটুকু পাব সময়ের ব্যবধানে।। পিতা মাতার দোয়া এবং সকলের ভালোবাসায় এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই।।
ঠিক বলেছেন ভাই, আমাদের প্রতিটি সমস্যার কারন কিন্ত আমরা আর এর সমধান কিন্ত আমাদের একটু সচেতনতা। রাস্তায় নোংরা ময়লা আবর্জনা এসব অনেকাংশে কমে যাবে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই। আপনার দারুন সচেতনতামূলক পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
জি ভাই। আমাদের অবশ্যই উচিত রাস্তা গুলো কে উন্নত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সকলে এক যোগে কাজ করা। কেবল সকলে মিলেমিশে একযোগে কাজ করার মাধ্যমেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
একক কোনো ব্যক্তির মাধ্যমে এ সকল কাজগুলো করা কখনও সম্ভব নয়। সুতরাং সকলে মিলেমিশে কাজ করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম।
ধন্যবাদ
apakah anda menjual mainan anak-anak ? hahaha sory kalau salah
Write English or Bengali. I have got enough knowledge about Hindi.
hahaha okok
Its ok and again your welcome to our community