DIY -EvENTENT- এসো নিজে করি সপ্তাহ ☑️ একজন চেতনাময়ী নারী 👩🎓👩🎓 ১০% @shy-fox 🦊🦊
আসসালামু আলাইকুম বন্ধুগণ।
আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম আমাদের এসো নিজে করি সপ্তাহের একটি ছোট্ট প্রজেক্ট নিয়ে। আমাদের #amarbanglablog এর ফাউন্ডার সাহেব @rme দাদা প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে ওকে #diy এসো নিজে করি সপ্তাহ হিসেবে ঘোষণা করেন আর তারই ধারাবাহিকতা নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট কাজ নিয়ে উপস্থিত হয়েছি। যদিও আমি কোন প্রফেশনাল আর্টিস্ট কিংবা কোনো প্রফেশনাল শিল্পী নয় তারপরেও শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন চেতনাময়ী নারীর অসাধারণ চিত্রাংকন এবং প্রতিবাদী মনোভাব নিয়ে।
আসলে আমাদের দেশের উন্নয়নে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তা ছাড়াও দেশের স্বাধীনতা অর্জন করতে নারী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের অর্থনৈতিক উন্নতি ছাড়াও সকল প্রকার উন্নতি সাধন করতে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যায় তা আমরা সকলেই জানি।
তাছাড়াও আমাদের দেশে স্বাধীন করার সময় আমাদের চেতনাময়ী মায়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং দেশকে স্বাধীন করার জন্য পুরুষের সাথে নারীরাও কিন্তু একযোগে কাজ করেছে এবং আমাদের দেশে স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং নারী রয়েছে আমাদের প্রতিটি পর্যায়ে প্রতিটি কার্যক্রমে। এই দেশের অর্ধেক জনসংখ্যা কে বাদ দিয়ে কখনই দেশের উন্নতি করা সম্ভব নয়। সুতরাং দেশের উন্নতি ঘটাতে নারী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একজন স্বাধীনতা ময়ি এবং চেতনাময়ী নারীর দাড়ির অসাধারণ চিত্রাংকন নিয়ে যা নারীর চেতনায় এক গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করে। তো ষোল বন্ধুরা পর্যায়গুলো উপস্থাপন করা যাক তোমাদের সামনে।।।
প্রয়োজনীয় উপকরণ
![]() | ![]() |
---|---|
উপকরণ সমূহ | নিচে দেখুন |
আমি এই চেতনাময়ী নারীর চিত্রাঙ্কন টি তৈরি করার জন্য বেশ কয়েকটি উপকরণ ব্যবহার করেছিলাম। তারমধ্যে উল্ল্যেখযোগ্য উপকরণগুলো হলো।
খাতা
কলম
সাদা কালারের মার্কার পেন
নীল কালারের মার্কার পেন
কালো কালারের মার্কার পেন
এবং আমার অসাধারণ ক্রিয়েটিভ চিন্তাধারা।
নিচে পর্যায় গুলো সুন্দর ভাবে তুলে ধরা হলো:
👉👉 আমি সর্বপ্রথম একটি সাদা খাতা নিলাম। খাতা নেওয়ার পর আমি সেখানে সর্বপ্রথম কলম দিয়ে মুখমন্ডলের সামনের অংশ একে নিলাম। সামনের অংশ কলম দিয়ে হালকা করে একে নিলাম।।
👉👉 এবার আমি যতটুকু অংশ কলম দিয়ে একে নিলাম সেই অংশটুকু লাল কালার এর মার্কার ব্যবহার করলাম এবং লাল কালারের মার্কার ব্যবহার করার পর আমি সেই অংশটুকু রঙিন করে দিলাম।।
👉👉 এবারে আমি পেছনের চুল অংকন করার চেষ্টা করলাম এবং মাত্র দুইটা দাঁগ দিয়ে চুল তৈরি করার চেষ্টা করলাম।
👉👉 সম্পূর্ণ কাজ গুলো আমি লাল কালার মার্কার ব্যবহার করেছিলাম। কেননা যেহেতু চেতনাময়ী নারী সুতরাং এখানে লাল রং ব্যবহার করে এর রাগী একটা ভাব প্রকাশ করতে চেয়েছিলাম।।
👉👉 এবারে আমি নীল কালারের মার্কার ব্যবহার করে মুখমন্ডলের সম্পন্ন দৃশ্য একে দিলাম এবং সম্পূর্ণ দৃশ্য আঁকার পর এলোমেলো চুল এর চিত্র অংকন করলাম।।।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
![]() | পরের পর্যায়ে দেখার জন্য নিচে চোখ রাখুন |
👉👉 এখানে আমি সম্পূর্ণ চুল এবং মুখমন্ডলের দৃশ্য অংকন করলাম। আমি চেতনাময়ী নারীর বিভিন্ন ধরনের চুলের দৃশ্য অংকন করলাম এবং পুরো মুখমন্ডলের দৃশ্যটি সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম।।
👉👉 এবার আমি শুরু করব মুখমন্ডলের কাজ। সর্বপ্রথম আমি মুখমন্ডলের বিশেষ কাজ হিসেবে চক্ষু অংকন করলাম। সর্বপ্রথম আমি চোখের প্রধান লেন্স তৈরি করলাম।।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
👉👉 এবার আমি চোখ এবং মুখমন্ডল সম্পন্ন কাজ শেষ করলাম। এই কাজটি শেষ করার জন্য আমাকে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছিল। চোখ মুখমন্ডল এবং চুলের সম্পূর্ণ মডেল তৈরি করার পর আমার কাছে দৃশ্যটি আরো সুন্দর করার জন্য আমি নিচের কাজগুলো সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।।
👉👉 এবারে আমি আমার চেতনাময়ী মায়ের তৈরি করলাম হাত এবং হাতে সম্পূর্ণ অংশ। হাতের সম্পূর্ণ অংশ তৈরি করলাম খুব নিখুঁতভাবে যাতে চেতনাময়ী নারীকে বোঝা যায় যে সত্যিই একজন চেতনাময়ি।।
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
![]() | ![]() |
এবার আমি চেতনাময়ী নারীর নিজের শরীরের বডি তৈরি করার চেষ্টা করলাম। আমি বিভিন্ন কালারের রং ব্যবহার করলাম এবং তার শরীরের সুন্দর ডিজাইনের জামা তৈরি করলাম।
শরীরের জামা তৈরি করার জন্য আমি তিন রকমের কলমের কালি ব্যবহার করেছিলাম। লাল নীল এবং কালো কালারের কলমের কালি দ্বারা সুন্দর এই চেতনাময়ী নারীর সুন্দর একটি পোশাক তৈরি করেছিলাম।।
চেতনাময়ী নারীর চেতনা প্রকাশ করার জন্য আমি তার হাতে তার নিজের দেশের একটি সুন্দর পতাকা অংকন করলাম। এই পতাকার মাধ্যমে সে তার মূল চেতনাকে প্রকাশ করবে এটাই প্রকাশ করতে এসেছি আমি সুন্দর এই পতাকা দ্বারা।
অবশেষে কমিউনিটির নিয়ম অনুযায়ী আমি এই চেতনাময়ী নারীর চিত্রাংকনের ওপর আমার নিজস্ব সিগনেচার দ্বারা প্রকাশ করলাম এটা আমার অরিজিনাল এবং নিজস্ব চিত্রাংকন।।
উপস্থাপনায়।
![]() | ![]() |
---|---|
উপস্থাপনায় ছিলাম আমি | ![]() |
👉👉 সম্পূর্ণ চিত্রটির সাথে আমার নিজস্ব একটা সেলফি শেয়ার করলাম।
আর এভাবেই তৈরি হয়ে গেল আবার চেতনাময়ী নারীর অসাধারণ চিত্রাঙ্গন যা এটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা হয়েছিল।।।
প্রজেক্ট
#diy এসো নিজে করি। যেখানে আমরা আমাদের নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারি আমাদের প্রিয় কমিউনিটি @amarbanglablog এর মাধ্যমে।
আমার w3w লোকেশন কোড
https://w3w.co/bullion.rocked.devotion
স্পেশাল ধন্যবাদ জানাতে চাই
@photoman @amarbanglablog @shy-fox @abb-school @royalmacro @steemcurator01 @club5050
ছবিটির মাধ্যমে কঠিন অর্থ প্রকাশ করেছেন। স্বাভাবিক ভাবে ছবিটি হিজিবিজি হলেও একটি অপ্রত্যাশিত সত্যকে প্রকাশ করার চেষ্টা করেছেন। ধন্যবাদ।
ছবিটি দেখলেই অনেক ভাবনা আসে, যেন অন্য রকম একটা অর্থ প্রকাশ করা হয়েছে ছবিটির মাধ্যমে। খুব সুন্দর ছিলো ভাই সব মিলিয়ে। শুভ কামনা রইলো আপনার জন্য।
বাহ, ভাইয়া আপনি অতি চমৎকার ভাবে একজন চেতনাময় নারীর সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আপনার এই চিত্র অংকন এর প্রতিটি ধাপে বর্ণনাগুলো অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। সবচাইতে বেশী ভাল লাগলো আপনার চিত্র অঙ্কনের চেতনাময়ী নারীর হাতে পতাকার চিত্র অংকন টি। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।