সময়ের সদ্ব্যবহার

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক

জীবনে টাকা দিয়ে আমরা সবকিছু পেতে পারি। কিন্তু টাকা দিয়ে আমরা কখনো সময়কে ফিরে পেতে পারি না। এই পৃথিবীতে সব থেকে মূল্যবান হলো সময়। আর যারা সময়ের সঠিক সময়ে মূল্য দেয় তারা জীবনে জয়ী হতে পারে। তাইতো সময়ের সদ্ব্যবহার সকলকে করতে হবে। এই পৃথিবীতে যারা সময়কে নষ্ট করে না এবং সময়মতো কাজ করে তারা কখনো পিছিয়ে থাকে না। জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা সবসময় এগিয়ে থেকে সামনের দিকে। আর এই সময়টার মূল্য দেওয়ার জন্য অনেক ধনী লোক আরো বেশি ধনী হয় এবং অনেক গরিব লোক ধনীতে পরিণত হয়।

আসলে জীবনে সবাইকেই সময়ের মূল্য সঠিক সময় দিতে হবে। কারণ টাকা দিয়ে এই পৃথিবীতে ধন-সম্পত্তি, বাড়িঘর এবং যেকোনো মহামূল্যবান ধাতু আমরা ক্রয় করতে পারব। পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কেনা সম্ভব হলেও কখনো সময়কে পৃথিবীর সকল টাকা দিয়ে চেনা যায় না। আপনি সময়ের সাথে এগিয়ে যাবেন সময় আপনাকে তার নিজের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় হাত বাড়াবে। কিন্তু আপনি সময় মতো কোনো কাজ করবেন না তাহলে সময় কিন্তু আপনার জন্য কখনোই অপেক্ষা করে থাকবে না।



এই পৃথিবীতে সবাই সময় মত কাজ করলে যে কোন কঠিন কাজ সহজ হয়। আসলে কোন একটি কাজ আমরা যদি পরবর্তীতে করার জন্য ফেলে রাখি তাহলে সেই কাজটি শুধুমাত্র পড়েই থাকে। সেই কাজটি আর কখনো সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। যদি কোন সহজ কাজকে আমরা পরবর্তীতে করার জন্য ফেলে রাখি তাহলে সেই সহজ কাজটি আরো অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ সময়ের তাকে আরো অনেক বেশি কঠিন করে তোলে। তাইতো সবকিছু বাদ রেখে আমাদের সময় মত সকল ধরনের কাজ করতে হবে এবং সময়ের অপচয় যাতে না করি সেদিকে আমাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে।


সময়ের সদ্ব্যবহার


সময়ের কাজ সময়ে করলে,

কোন কাজ থমকে থাকে না।

সময় মতো কাজ না করলে,

সেই কাজ আর হবে না।


মন দিয়ে কোন কাজ করলে,

সেই কাজে ভুল আর হয় না।

মনের মত কাজ হলে পরে,

জীবনে কখনো দুঃখ থাকে না।


জীবনে উন্নতি করতে হলে,

কাজের ভয় পেলে চলবে না।

সময় বুঝে কাজ করতে হবে,

অসময়ে কাজ করা চলবে না।


সময়ের মূল্য দিয়েছে যারা,

তারা পৃথিবীতে সুখী হয়।

সময়ের অপচয় করার ফলে,

দুঃখ ছাড়া কিছুই থাকেনা।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67688.54
ETH 3821.02
USDT 1.00
SBD 3.55