ফাল্গুনের পাতা ঝরা গাছের ফটোগ্রাফি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি । ফাল্গুন মাসের সবচেয়ে সুন্দর জিনিস হল পাতা ঝরা গাছ। সব গাছের পাতা ঝরা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
বছরের বারোটা মাসের মধ্যে সবচেয়ে সুন্দর মায়ের জন্য ফাল্গুন মাস। আমার কাছে তো ফাল্গুন মাসটা অনেক বেশি ভালো লাগে। গাছে গাছে ডাল থাকে কিন্তু সব পাতা ঝরে যায়। আবার যখন নতুন পাতা গজায় তখন দেখতে খুবই ভালো লাগে। আমার কাছে মেহগুনি গাছের পাতা ঝরা দেখতে অনেক ভালো লাগে। ছোটবেলায় পাতা ঝরে যেত আর মেহেগুনি গাছে অনেক ফল থাকে সেগুলা অনেক তিতো হয়। ওই ফলগুলি নিয়ে খেলা করতাম। গাছে গাছে যখন নতুন পাতা গজায় তখন অসম্ভব সুন্দর লাগে গাছগুলোকে।
এখানে প্রথম যেই ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন সেই ফুলের নামটা আমার ঠিক জানা নেই। কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। গাছে কোন পাতা নেই কিন্তু ফুলগুলো সাদা রঙের হয় অনেক সুন্দর লাগছে। দুই নাম্বার ফুলের নাম হচ্ছে পলাশ ফুল। ফাল্গুন মাসের গাছে গাছে শিমুল পলাশ ফুলগুলো আমাকে মুগ্ধ করে। পলাশ ফুল আমার কাছে খুবই ভালো লাগে। একদম লাল কালার দেখতে অসম্ভব সুন্দর লাগে। শুনেছি পলাশ ফুল দিয়ে নাকি আবির তৈরি হয়। পলাশ ফুলের গাছেও কোন পাতা ছিল না কিন্তু ফুলগুলো একদম ফুটেছিল। পলাশ ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
সেদিন একটু জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম তখন এই সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে পারছিলাম। যেমন সুন্দর বাতাস বয়ছিল আর গাছ থেকে শুকনো পাতা পরছিল। সেই সাথে পলাশ ফুল গাছের নিচে অনেক ফুল ছড়িয়ে ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক রকম গাছ এগুলা আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যায় সব গাছের নামই জানা নাই। আসলে এমন গাছপালা না থাকলে ভালো লাগেনা। এমন সুন্দর গাছপালা হওয়ার কারণে জাহাঙ্গীরনগর ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। সেই সাথে জাহাঙ্গীরননগরের মধ্যে অনেক সুন্দর সুন্দর পুকুর আছে। আর আমি এই ফটোগ্রাফি গুলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়ে করি।
Camera: Realme note50-13mp
location
বিশেষ বিশেষ তথ্য
| ফটোগ্রাফি | রেনডম |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50-13mp |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।








আজকের টাস্ক সম্পূর্ণ