ফটোগ্রাফি পোস্ট || 📸ছয়টি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ10 months ago


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু ফুফটোগ্রাফি নিয়ে।

IMG_20250301_172339.jpg

📸 ১ নং ফটোগ্রাফি 📸


এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। সাদা ফুলের মধ্যে আলাদা রকম সৌন্দর্য লুকিয়ে থাকে। আমার কাছে সাদা কালার যে কোন ফুল খুবই ভালো লাগে। ফুল মানে সুন্দর সেটা যে ফুল হোক না কেন। ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। সেই সাথে ফুলের ফটোগ্রাফি দেখতেও আমার কাছে খুবই ভালো লাগে।

IMG_20250301_172215.jpg


📸 ২ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল আমাদের সকলেরই অনেক পরিচিত একটি ফুল। গোলাপ ফুল পছন্দ করে না এমন লোক পাওয়া কঠিন। আমার কাছে তো গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে সব রকম ফুলি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে গোলাপ ও আমার কাছে খুবই ভালো লাগে।

IMG_20250301_170406.jpg


📸 ৩ নং ফটোগ্রাফি 📸

এটা একটা চন্দ্রমল্লিকা ফুল শুধু কালার ভিন্ন। এখন ফুল বেশ প্রজাতির দেখা যায়। গাছের জাত ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেখা যায় একটি ফুলের অনেকগুলা কালার থাকে। ঠিক তেমনি করে চন্দ্রমল্লিকা ফুলেরও বেশ কয়েকটি কালার দেখা হয়েছে। এটা হচ্ছে হালকা গোলাপি কালার চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটি ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে।

IMG_20250301_172128.jpg


📸 ৪ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে কমলার ফুল। যদিও আমি কনফিউশন এর মধ্যে আছি এই ফুলটা আসলে কমলার ফুল কিনা। তবে কমলার ফুল দেখতে এমনই হয়। আগে আমাদের এলাকায় তেমন একটা কমলার গাছ ছিল না। তবে এখন দেখা যায় প্রতি বাড়ি বাড়িতেই কমলার গাছ লাগিয়ে রাখছে। বাসায় কমলার গাছ থাকলে দেখতে খুবই চমৎকার লাগে।

IMG_20250301_172855.jpg


📸 ৫ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুল আগে দেখি নাই কখনো। পিটুনিয়া ফুলটি দেখতে খুবই চমৎকার লাগছে। আসলে শীতকালে শেষের দিকে অর্থাৎ বসন্তকালে অনেক সুন্দর সুন্দর ফুলের দেখা পাওয়া যায়। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। পিটুনি ও ফুলটি দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। এ ধরনের গোলাপী কালারের মধ্যে সাদা কালারের মিশ্রণে ফুল থাকলে তো দেখতে খুবই ভালো লাগে।

IMG_20250301_172339.jpg


📸 ৬ নং ফটোগ্রাফি 📸

এটা হচ্ছে প্যানসি ফুল।প্যানসি ফুলটা আমার কাছে নতুন লাগছে আগে হয়তো দেখেছি কিন্তু নাম জানতাম না। এই ফুলের নামটাই আমার কাছে ইউনিট লাগছে। তবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। যে কোন ফুল দেখতে আমার কাছে ভালো লাগে। ফুলের মাঝে যেন লুকিয়ে থাকে মায়া ভালোবাসার সবকিছু। ফুল একটি পবিত্র জিনিস।

IMG_20250301_172113.jpg


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 10 months ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 10 months ago 

চন্দ্রমল্লিকা ফুল আবারও অনেক পছন্দের। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পিটুনিয়া ফুল এবং কমলার ফুলের ফটোগ্রাফিটি এছাড়া বাঁকি সব ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

প্যানসি ফুলগুলো সামনাসামনি কখনো দেখা হয়নি। এগুলো দেখতে বেশ দারুন লাগে। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলোও দারুন। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমার মোবাইলে ধারণ করা ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 10 months ago 

আজকের টাস্ক সম্পূর্ণ

Screenshot_20250313-230527~2.png

Screenshot_20250313-230313~2.png

 10 months ago 

অনেক ভালো লেগেছে আমার কাছে চমৎকারভাবে ফটোগ্রাফি উপস্থাপন করতে দেখে। আপনার এত সুন্দর ফটোগ্রাফি উপস্থাপনাটা বেশ দারুন ছিল। ভিন্ন ধরনের ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো।

 10 months ago 

বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আজকের ফটোগ্রাফিতে ফুলে সৌন্দর্যগুলো একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছেন। ফটোগ্রাফিতে সবগুলো ফুলের সৌন্দর্য দারুন লেগেছে। ৬ নাম্বার ফটোগ্রাফিতে থাকা ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম, আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফির দিকে। সবগুলো ফুলের সৌন্দর্য ছিল এক কথায় চমৎকার। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা দেখেই তো ভালো লাগলো। ছয় নাম্বার ফুলের ফটোগ্রাফি টা দেখতে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।

 10 months ago 

সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু আপনি। আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি।বিশেষ করে আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। তাছাড়া ডায়ান্হাস ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 10 months ago 

ফটোগ্রাফি গুলা ভালো লেগেছে তাই অনেক ভালো লাগলো আপু।

 10 months ago 

আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ফুল সৌন্দর্যের প্রতিক। ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 10 months ago 

জি আপু ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ আপু।