রেসিপি - তেলাপিয়া মাছ ভুনা || লাজুক খ্যাঁকের জন্য ১০% এর জন্য

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?


আজ - ২৮ই ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল |


আমি মোহাম্মদ সুমন আছি বাংলাদেশের ভোলা জেলা থেকে। আমি নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।


ইহা আমার প্রথম রেসিপি পোস্ট! তেলাপিয়া মাছ ভুনা, আমাদের পুকুর থেকে তাজা মাছ ধরে তারপর সেগুলো আজকে রান্নার আয়োজন করা হয়েছে। তেলাপিয়া মাছ আমার এবং আমর স্ত্রীর অনেক পছন্দের। যাইহোক, আজকের এই রেসিপিতে পুরোপুরি ভাবে সে দ্বায়িত্ব পালন করেছেন।

IMG_20210827_120610.jpg

উপরকণঃ

  • তেলাপিয়া মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • রসুন
  • লবন
  • এবং তেল।

প্রস্তুত প্রণালীঃ


প্রথমে আমরা মাছগুলোকে ধুয়ে পরিস্কার করে নেব, তারপর সুন্দর করে এগুলোকে স্লাইস করবো। পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য মসলা আগে থেকে তৈরি করে নিবো। আপনাদের সুবিধার্থে আমাদের বিস্তারিত ফটোগ্রাফি নিচে শেয়ার করলাম।

IMG_20210827_115147.jpg
IMG_20210828_110556.jpg
IMG_20210827_110144.jpg

এরপর আমরা মাছগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে তারপর আমরা ভেজে নিবো। যেহেতু মাছ ভেজে রান্না করলে স্বাদ একটু বেশি পাওয়া যায়। কড়াইয়ে তেল দিয়ে আমরা অল্প অল্প করে ভেজে নিবো যাতে মাছগুলো পুড়ে না যায়।

IMG_20210827_105412.jpg

মাছগুলো আমরা ভেজে ভেজে আলাদা পাত্রে রেখেছি। যেহেতু সবগুলো ভাজা হয়ে গেলে তারপর ভুনা করবো। খেয়াল করবেন পরিমাণ মতো তেল দেয়া হয়েছে কি না এবং পুড়ে যেনো না যায়।

IMG_20210827_110103.jpg

আমাদের মাছ ভাজা শেষ! মাছ ভাজা শেষ হওয়ার পরে পরিষ্কার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিবো। এরপর কিছুক্ষণ ভালো করে নেড়ে পরিমাণ মতো পানি দিবো আমরা।

IMG_20210827_114200.jpg

কিছুক্ষণ নেড়ে ভালো করে সবকিছু মেশাতে হবে এবং তারপর পর পানি কিছুটা গরম হলে আমরা ভাজা মাছগুলো কড়াইয়ে দিবো (সেক্ষেত্রে পাঁচ মিনিট অপেক্ষা করে দিতে পারেন)।

IMG_20210827_114445.jpg

চুলারজ্বাল ঠিক মতো রাখতে হবে, আমরা যদিও মাটির চুলা রান্না করতেছি আজকে। সবকিছু পরিমাণ মতো দেয়া শেষ যেহেতু এখন অপেক্ষা করবো এবং মাঝে মাঝে নাড়া দিবো মাছগুলোকে যাতে ভালো করে সবকিছু মিশে যায়।

IMG_20210827_114457.jpg

চুলারজ্বাল জ্বলছে কিছুটা কম করে! যেহেতু আমরা মাছ ভুনা করতেছি তাই ঝোল কিছুটা শুকাতে হবে চুলার আগুনে, এতে করে স্বাদ ভালো পাওয়া যাবে।

IMG_20210827_120040.jpg

আমরা আর অল্প কিছুক্ষণ চুলায় রাখবো কড়াইটি। যারা রেসিপি তৈরি করবেন সেটা নির্ভর করবে আপনার উপর, যদি আপনি মনে করেন আরো কিছুক্ষণ রাখা প্রয়োজন তাহলে রাখতে পারেন। যাইহোক, আমরা আর বেশিক্ষণ চুলায় রাখবো না তাহলে একেবারে মাছের ঝোল গুলো শুকিয়ে যাবে।

IMG_20210827_120610.jpg

হয়ে গেলো আমাদের আজকের তেলাপিয়া মাছ ভুনা, সহজ এবং স্বাদের ক্ষেত্রে অতুলনীয় আমার কাছে। সহজ উপায় এবং অল্প সময়ের মাঝে তৈরী হয়ে গেলো আমার পছন্দের একটি বাঙালি রেসিপি চাইলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। একেকজন মানুষ একেকভাবে রান্না করে থাকেন, সবার চাহিদা এক নয়। হঠাৎ করে রেসিপি পোস্ট করবো তাই এই আয়োজন তেমন ভালো করে গুছিয়ে উপস্থাপন করতে পারিনি।

IMG_20210827_120607.jpg

ধন্যবাদ সবাইকে

20210828_154317.jpg

এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার চেষ্টা করলাম! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।

20210828_154317.jpg

Sort:  
 3 years ago 

তেলাপিয়া মাছের উপকারিতা ও পুষ্টিগুণ অনেক। আমাদের অতি পরিচিত একটি মাছ তেলাপিয়া। তেলাপিয়া মাছ দামে একটু সস্তা হওয়ায় এটি অনেকের কাছে প্রিয়। তাছাড়া তেলাপিয়া মাছের পুষ্টিগুণ রয়েছে। এটি খেতে হালকা স্বাদযুক্ত। তবে তেলাপিয়া মাছের কাটা কম থাকায় বিভিন্ন ভাবে এই মাছ খাওয়া হয়।

আপনার উপস্থাপনা চমৎকার ছিলো।শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ❤️ দামে কিছুটা কম হওয়াতে আমাদের প্রায় রেগুলার খাওয়া হয় এই মাছ।

 3 years ago 

ঠিক বলেছেন।

 3 years ago 

আপনার তেলাপিয়া মাছ ভুনা খুবই সুন্দর হয়েছে ।মাছের কালার দেখে বোঝা যাচ্ছে কতটা স্বাদ হয়েছে। রান্নার প্রণালী গুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে স্বাগতম বোন 🙂 মাছ ভুনা খেতে সুস্বাদু হয়েছে অনেক।

অনেক সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে তুলেছেন।দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে রেসিপিটা।অনেক ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে স্বাগতম ভাইজান, এভাবে পাশে থাকার জন্য ❤️ হ্যাঁ ভাই মাছ খেতে খুব সুস্বাদু ছিলো। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য 🙂

আপনার রেসিপি পোষ্টটি খুব সুন্দর হয়েছে। যদিও আমি তেলাপিয়া মাছ খাই না। কিন্তু আপনার রান্নার চেহারা অনেক সুন্দর হয়েছ।আশাকরি খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনা।

আপনাকে স্বাগতম ভাইজান, আপনার অনুপ্রেরণায় আনি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ ভাই তেলাপিয়া মাছ ভুনা খেতে সুস্বাদু হয়েছিল। আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই ❤️

 3 years ago 

দেখেই খেতে ইচ্ছে করছে । অনেক সুন্দর ভাবে আপনি রেসিপিটি উপস্থাপনা করেছেন । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।

 3 years ago 

তেলাপিয়া মাছ অনেকদিন খাইনা, একদিন খেতে হবে দেখি। তেলাপিয়া মাছের একটা অন্যরকম স্বাদ লাগে, আমার কাছে ভালোই লাগে এই মাছ। আপনার রেসিপি পোস্টটি সুন্দর ছিল।

আজই বাজার থেকে কিনে আনুন ভাই। তেলাপিয়া মাছের আমার কাছে বড়ই আলাদা লাগে ভাই। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ❤️❤️

 3 years ago 

আপনার রেসিপি পোস্টটি অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর হয়েছে আপনার ফটোগ্রফি গুলো আর দেখে মনে হচ্ছে আপনার রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে তাই আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকে স্বাগতম ভাইজান ❤️ হ্যাঁ রেসিপিটি খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছে। আশাকরি সাথেই থাকবেন 🙂

 3 years ago 

অনেকেই তেলাপিয়া মাছ পছন্দ করেন না, এটা আমি জানি কিন্তু আমি বেশ পছন্দ করি। বিশেষ করে তেলাপিয়া মাছ ফ্রাই বেশ স্বাদের লাগে আমার কাছে।

আপনার রান্নাটি বেশ সুন্দর ও পরিপূর্ণ লেগেছে আমার কাছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করার জন্য 🙂 জেনে ভালো লাগলো আপনার তথ্যগুলো।

অনেকেই তেলাপিয়া মাছ পছন্দ করেন না, এটা আমি জানি কিন্তু আমি বেশ পছন্দ করি।

আমিও অনেক পছন্দ করি। আমাদের পুকুরে অধিকাংশ মাছ তেলাপিয়া এবং মাছ ধরার পরে ফ্রাই করার সময়ই বেশিরভাগ সময়ে খেয়ে থাকি আমি।

 3 years ago 

তেলাপিয়া মাছের ভোনা।দারুণ স্বাদের রেসিপি।আমার কাছে অসাধারণ লাগে খেতে।খুব সুন্দর হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

আপনাকে স্বাগতম বোন 🙂 আশাকরি সাথেই থাকবেন!