সাতক্ষীরা লেক ভিউ পার্ক ভ্রমণ
হাই বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। ঠিক তেমনি ভ্রমণ কাহিনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সাতক্ষীরা লেক ভিউ পার্ক ভ্রমণের আরো একটি পরবর্তী।
Photography device: Infinix hot 11s
Lake View Satkhira
আমি যে সমস্ত পার্কগুলো ভ্রমন করতে গেছে, সে সমস্ত পার্কগুলো আমি লক্ষ্য করে দেখেছি অনেক সুন্দর সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়; দর্শনার্থীদের মনোরঞ্জন করার জন্য। ঠিক তেমনি সাতক্ষীরার লেক ভিউ পার্করা। এখানে বিকেল মুহূর্তটা মানুষের জন্য খুবই ভালো লাগার পরিণত হয়। আমি বেশ কয়েকবার সেখানে ভ্রমণ করতে গেছিলাম। আমি যেই কয়বার সাতক্ষীরার লেক ভিউ পার্ক ভ্রমণ করেছি, সেই কয়বার লক্ষ্য করে দেখেছি সেখানে মানুষের পরিপূর্ণতা। পার্কের এরিয়াটা তেমন বেশি একটা বড় নয়। তবে যতটুকই অচেনা কেন অনুমানিক ১৫-২০ বিঘার উপরে হবে। তবে সৌন্দর্যটা একটি পুকুরকে কেন্দ্র করে। তার চারিপাশে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে। জায়গায় জায়গায় কিছু পাখি বা পশুর সুন্দর স্থাপনা। দেখলে নজর কেড়ে নেয়।
Photography device: Infinix hot 11s
Lake View Satkhira
তুফান কনভেনশন সেন্টার টা কারা কেন কিসের জন্য ব্যবহার করে সেটা হয়তো বলতে পারবো না। তবে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বসার জায়গা নির্মাণ করেছেন। যেন বাইরে থেকে আগত মানুষেরা বসতে পারে কিছুটা সময় রেস্ট নিতে পারে, মসজিদ আছে সেখানে নামাজ পড়তে পারে। বড় রেস্টুরেন্ট ছাড়াও পাশে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। সাড়ে পাঁচটা নারিকেল গাছ দ্বারা সুন্দরভাবে সাজানো। এছাড়াও অনেক সুন্দর ভাবে আম গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। কিছু কিছু জায়গাতে ফুলের গাছগুলো লাগানোর জন্য নির্দিষ্ট এরিয়া করেছে। সন্ধ্যা হলে দর্শনার্থীরা ঝর্ণার চারিপাশে বসে ফটো ধারণ করতে পারে আবার গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারে পাশাপাশি ঝর্নাতে রয়েছে। কৃত্রিমভাবে তৈরি ঝরনা সব সময় যেন ভালোলাগা সৃষ্টি করে। আমি যে কয়বার সেখানে উপস্থিত হয়েছি সেই পারবার সন্ধ্যা সময়টাকে বেছে নিয়েছিলাম। পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা সময় টা যেন মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় এখানে।
Photography device: Infinix hot 11s
Lake View Satkhira
এখানে বাগানকে বাগান বিলাস জাতীয় বিভিন্ন রকমের গাছ দিয়ে সারিবদ্ধ করা হয়েছে। বর্তমান আমারা বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি পার্কে যেই গাছগুলোকে বেশি লক্ষ্য করে থাকি। প্রাচ্য আর্বার ভিটা নামে পরিচিত গাছগুলো খুব সুন্দর কাটিং করে চারিপাশে সাজিয়ে তোলা হয়েছে সেখানে। এছাড়াও দীর্ঘ এক সেতু রয়েছে পুকুরের মাঝখানের রেস্টুরেন্টে প্রবেশ করার জন্য। অসাধারণ একটি রেস্টুরেন্ট রয়েছে পুকুরের মধ্যে। যে রেস্টুরেন্টের নিচে এবং উপরে উভয় স্থানে বেশ বিভিন্ন রকমের চাইনিজ খাবার পাওয়া যায়। তিন বন্ধু কিছুটা সময়ের জন্য আমরা কফি খাওয়ার জন্য উপস্থিত ছিলাম।
Photography device: Infinix hot 11s
Lake View Satkhira
এরপর কিছুটা সময় আমরা কৃত্রিম ঝর্ণার পাশে উপস্থিত হয়ে বেশ সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম। এখানে অনেক সুন্দর ভাবে লিখা রয়েছে কেউ যেন ফুল না ছেড়ে। কৃত্রিম ঝর্ণার চারিপাশ অনেক সুন্দরভাবে বসার জায়গা করে দেওয়া হয়েছে। দুই তিনটা স্তরে বসার জায়গা। অনায়াসে দর্শনার্থীরা সেখানে বসে রেস্ট নিতে পারেন। তবে আরো একটা ভালো লাগার বিষয় রয়েছে এই পার্টটার মধ্যে। গেটে প্রবেশের মুহূর্তে আপনার কাছ থেকে এক পয়সাও নেয়া হবে না। যত যা খরচ হবে শুধু আপনার খাওয়ার জন্য। আপনি সেখানে না খাওয়া-দাওয়া করলেও কেউ আপনাকে কিছু বলবে না। একপ্রকার বিশ্রাম নেওয়ার সুন্দর পার্ক নির্মাণ করা হয়েছে এখানে। আর একটু সন্ধ্যা শুরু হলেই চারিপাশের মিউজিক বাতিগুলো জ্বলে উঠতে থাকে। এ সময়টা আরো যেন শয্যায়সজ্জিত হয়ে ওঠে। বেশ ভালো লাগে কিছুটা সময়ের জন্য সেখানে অবস্থান করতে। যদি কখনো সাতক্ষীরা শহরে উপস্থিত হন অবশ্যই এই পার্কটা ভ্রমণ করে যাবেন। অনেকটা ভালো লাগা খুঁজে পাবেন এই পার্কের মধ্যে।
Photography device: Infinix hot 11s
Lake View Satkhira
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পোস্ট বিবরণ
ব্লগার | sumon09 |
---|---|
ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | What3words |
ক্যামেরা | 50mp |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ। |
---|
সাতক্ষীরা লেক চত্বরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখছি। এই জায়গার ঝর্ণা থেকে শুরু করে বসবার জায়গাগুলি ভীষণ পরিপাটি। পড়ন্ত বিকেলে এরকম পার্কে যেতে সত্যিই খুব ভালো লাগে। আপনি বেশ কিছুটা সময় সুন্দর এই পার্কে অতিবাহিত করেছেন দেখে ভালো লাগছে।।
ধন্যবাদ দাদা।
হ্যাঁ দাদা অনেক সুন্দর লোকেশন
X-promotion
31-12-24
লেক ভিউ পার্ক টা আসলেই খুব সুন্দর। বিকেলের দিকে জায়গাগুলোতে গিয়ে সময় কাটাতে পারলে ভালোই লাগে। আপনারা দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। সেখানে খুব সুন্দর ফুলগাছ রয়েছে দেখছি। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
একদম ভালো লাগার স্থান
খুবই সুন্দর একটি স্থান ভ্রমণ করেছেন আপনি। আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি ভ্রমণের পর্ব দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে। এখানে আপনি এই ভ্রমণ করার মাধ্যমে অনেকগুলো সুন্দর পোস্ট শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইজান জায়গাটা খুব সুন্দর