একটি অপ্রতিভা সম্পন্ন আর্ট

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম


IMG_20240312_170349_545.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। অনেকদিন পর বসে পড়লাম একটি আর্ট করার আশায়। কারন আর্ট বিষয়ে আমার তেমন কোন দক্ষতা নাই। এইজন্য দেরি হল অনেক। তবুও নিজের প্রতিভার সম্প্রসারণ হল এর মধ্য দিয়ে।


ফটোগ্রাফি সমূহ:


আর্ট করতে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি, তা নিম্নরূপ:
  • একটি সাদা কাগজ
  • একটি স্কেল
  • একটি রোল

IMG_20240312_160606_519.jpg

প্রথমে সাদা পেজে উপর নিচে দুইটা দাগ দিয়ে নিলাম। একটা সুন্দর মাপের মধ্যে অঙ্কন করার জন্য।

IMG_20240312_160820_700.jpg

এবার একটু চতুর্ভুজ অঙ্কন করলাম, ঘরের চাল দেওয়ার জন্য। তাই বাঁকা করেছি।

IMG_20240312_161036_427.jpg

এবার একটা কুঁড়ে ঘরে আকৃতি অংকন করলাম।

IMG_20240312_161408_214.jpg

কুড়ে ঘরের জানালা দরজা অংকন করলাম। এটা কিছুটা ঘরে আকৃতি আসলো।

IMG_20240312_161523_501.jpg

এবার ঘরের এক কর্নারে সূর্য উদয় হয়েছে এমন একটা দৃশ্য চিত্র অঙ্কন করলাম। আপনারা যে যেমনটা ভেবে নিতে পারেন। তবে সূর্যটা একটি ছোট্ট কৌটার মাধ্যমে অংকন করলাম। এরপর তো চারিপাশে রুল দিয়ে হালকা কালির প্রয়োগ করে দিলাম।

IMG_20240312_161712_097.jpg

এবার ঘরের নিচের গ্রাউন্ড সুন্দর করে কালো কালার করে দিলাম। যেহেতু অপ্রতিভা সম্পন্ন একটি আর্ট আপনাদের দেখাতে চলেছি তাই যেমনটা মনে আসছে তেমনভাবেই সৌন্দর্য করার প্রচেষ্টা
IMG_20240312_162350_881.jpgIMG_20240312_163044_984.jpg

এবার দৃশ্যের আরো সৌন্দর্য বৃদ্ধি করতে ঘরের পাশে দুইটা নারিকেল গাছ অংক করার চেষ্টা। শুধু কাজ নয় গাছের ফল থাকবে এভাবেই সাজানোর চেষ্টা করছিলাম যেন সৌন্দর্য বৃদ্ধি পায়।

IMG_20240312_163408_654.jpg

IMG_20240312_163745_722.jpg

এবার দুইটা গাছের পূর্ণরূপ দিয়ে ঘরের পাশের সৌন্দর্য বৃদ্ধি পাবে কিসে সেই দিকে লক্ষ্য রাখলাম।

IMG_20240312_164330_802.jpg

IMG_20240312_164334_248.jpg

দৃশ্যপট আরো সুন্দর করতে সামনে পিছনে গাছের ব্যবস্থা করে দিলাম। আর ঘরের কাছে যেতে একটি রাস্তা। রাস্তায় রয়েছে বেশ কিছু গাছ। ঘরের ডান পাশে রয়েছে একটি নথি, আর নদীতে বয়ে চলা নৌকা। এভাবে নিজের সাধ্যমত পূর্ণতা দেয়ার চেষ্টা করলাম। আর অবশেষে আর্ট এর নিচে নিজের সিগনেচার করে দিলাম।

IMG_20240312_165222_776.jpg

IMG_20240312_170306_314.jpg

IMG_20240312_170406_893.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 months ago 

বাহ্ ভাইয়া আপনি তো দেখছি বেশ দারুন একটি প্রকৃতির দৃশ্যের আর্ট করলেন। প্রকৃতির দৃশ্য দেখতে কেনা ভালোবাসে। আপনার আটটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটি একটি অপ্রতিভা আর্ট । দেখে মনে হচ্ছে কোন দক্ষ আর্টিস্ট এত সুন্দর করে একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছে।আপনার এত দক্ষতার সাথে খুবই চমৎকার করে হুবহু একটি গ্রামের প্রকৃতির আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনাদের ভালো লেগেছে জেনে আমি অনেক আনন্দিত।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলেই ভাই ঘরের পাশে দুইটা নারিকেল গাছ অংকন করাতে এর সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি পেন্সিল দিয়ে সুন্দর একটি আর্ট করেছেন এই ধরনের আর্ট ছোটবেলায় অনেক করতাম তবে এখন আর করা হয় না যাই হোক ধন্যবাদ আপনাকে ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

এইজন্য ফলসহ গাছ অঙ্কন করেছি।

Posted using SteemPro Mobile

 3 months ago 

গ্রামীণ সুন্দর দৃশ্যগুলো এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আসলে এই চিত্রগুলো দেখতে অনেক ভালো লাগে। কালার করলে আরো সুন্দর লাগবে।

 3 months ago 

এ মুহূর্তে আমার কাছে কালার ছিল না ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি তো মোটামুটি ভালোই আর্ট করতে পারেন তবে আর্ট করার বিষয়ে আমি আরো অনভিজ্ঞ। হ্যাঁ একটু অভিজ্ঞ হতে পারলে সে ক্ষেত্রে সময় কম লাগে। চমৎকার একটি আর্ট করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনার এই আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অনেক টাইম লেগেছে ভাইজান। তবে চেষ্টা করব এখন থেকে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

খুব চমৎকার একটি দৃশ্য আর্ট করেছেন।আপনার আর্ট করা দৃশ্য দেখে মুগ্ধ হলাম।এমন প্রাকিতিক দৃশ্য দেখলে মনটা আনন্দে ভরে উঠে।খুব সুন্দর একটি প্রাকিতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আর্ট করার প্রতি যেন উৎসাহ পেলাম।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার আর্ট বিষয়ে কোনো দক্ষতা না থাকার পরে অনেক সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে নিয়ে এসেছেন।এই ধরনের পেন্সিল আর্ট গুলো দেখতে অনেক সুন্দর হয় । ঘরের পেছনে সূর্য এবং ঘরের পাশের নারিকেল গাছ অংকন করায় চিত্রটি আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট নিয়ে আসার জন্য।

 3 months ago 

খুবই খুশি হলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

শুধুমাত্র পেনসিল ব্যবহার করে কোন দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা চারটিখানি ব্যাপার নয় ভাই। আর প্রতিভা-অপ্রতিভার বিষয় নয়! কাজটি হচ্ছে আগ্রহের এবং ইচ্ছাশক্তির। আপনি যে দৃশ্যটি অংকন করেছেন পেন্সিল দিয়ে আমার কাছে তা খুবই ভালো লেগেছে। আশা করছি ভবিষ্যতে আপনার করা আরো আর্ট দেখতে পাবো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

অনেক অনেক খুশি হলাম আমি তো ভেবেছিলাম হাসাহাসির পাত্র হয়ে যাব এবার।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। পেন্সিলের আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই আর্ট সম্বন্ধে আপনার ধারণা না থাকার পরও আপনি খুব চমৎকার আর্ট করলেন। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়।অপ্রতিভা সম্পন্ন আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার অপ্রতিভা সম্পন্ন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

আমি তো ভেবেছিলাম আপনারা হাসবেন এমন আর্ট দেখে

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাহ আপনি তো বেশ চমৎকার একটি আর্ট করেছেন। আইডিয়া ছাড়া আপনি এত সুন্দর আর্ট করলেন সত্যি দেখে অনেক ভালো লাগলো। আর পেন্সিল দিয়ে সম্পূর্ণ আর্ট করা খুব কষ্টকর। তবে আপনি ধৈর্য ধরে এই আর্ট করলেন। তবে আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

অনেকক্ষণ সময় লেগেছে আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি যে আর্ট করার জন্য এত সুন্দর করে চেষ্টা করেছেন এবং এতটা সময় দিয়ে চেষ্টা করেছেন সেটা দেখে খুবই ভালো লাগলো। আসলে চেষ্টা করার মাধ্যমে সব কিছু হয়। খুবই সুন্দর করে আপনি একটি দৃশ্য আর্ট করেছেন পেন্সিল দিয়ে। আশা করছি প্রতিনিয়ত এভাবেই চেষ্টা করার মাধ্যমে আমাদের মাঝে নতুন নতুন কাজ শেয়ার করে যাবেন ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এখন থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপু। আর্ট করার মধ্যে অন্যরকম আনন্দ আছে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67688.54
ETH 3821.02
USDT 1.00
SBD 3.55