Betterlife : The Diary Game | 30 October 2022, Sunday | Road Safety Workshop

in Steem For Bangladesh2 years ago


আসসালামু আলাইকুম সবাইকে!
আমি @sumon247 আছি 🇧🇩 #Bangladesh থেকে

কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে খুব ভালো আছি।


ডায়েরি গেম

IMG_20221030_075902.jpg

খুব সকালে ঘুম থেকে উঠে অফিসের কিছু পেন্ডিং কাজ ল্যাপটপ চালু করে সম্পন্ন করলাম যেহেতু আজকে অফিসে যাবো না, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আয়োজিত অনুষ্ঠানে যাবো। দাঁত ব্রাশ এবং গোসল করে ফেললাম। ফর্মাল স্টাইলে আমি প্রস্তুতি গ্রহণ করলাম সেখানে যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে পরলাম।

IMG_20221030_082358.jpg

আমার এরিয়া থেকে বাসে উঠে বনানী নামলাম এবং তারপর ঢাকা-চাকা বাসে উঠে গুলশান ২ নেমেছি। উদ্দেশ্য সিক্স সিজন হোটেল, আমি এর আগেও সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম। আমি এবং আমার সহকর্মী সময় মতো সেখানে প্রবেশ করলাম এন্ট্রি করে।

IMG_20221030_095112.jpg

সকাল ৯.৩০ মিনিটে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। সারাদিনের একটি সেশন এখানে। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলেট স্ন্যাকসের আয়োজন থাকবে এখানে আমাদের জন্য।

রোড সেফটি ওয়ার্কশপ

IMG_20221030_100554.jpg

আমাদের আজকের এজেন্ডা প্রথমেই উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো যেহেতু আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং তারা সর্বোপরি সবাইকে হেল্প করবেন এখানে প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব কোম্পানি পলিসি, সেফটি এবং অন্যান্য ব্যাপারগুলো তুলে ধরতে।

এজেন্ডাঃ

  • Expectation Sharing
  • National Accident Statistics
  • Sharing Best Practices
  • Group Activity
  • Outcome Sharing and Closing Statement

আমাদের যেহেতু দৈনন্দিন জীবনে বাহিরে বের হতে হয় এবং রাস্তায় যে কোন ধরনের বিপদ, দুর্ঘটনা এড়াতে এখানে আমাদের সচেতনতা, করনীয় এবং সেফটি সম্পর্কে আজকে ওয়ার্কশপ।

IMG_20221030_100816.jpg

প্রথমে Bora Glupinar এর সুন্দর স্পিচ দিয়ে আরম্ভ করলেন। এরপর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ তাদের উদ্যোগ এবং বিস্তারিত তুলে ধরেছেন। আমি চেষ্টা করছি আমার আজকের এই ডায়েরি পোস্টের মাধ্যমে কিছুটা আপনাদের বোঝানোর।

IMG_20221030_101015.jpg

রাস্তায় বের হলে আমাদের সচেতনতা গুলো কি কি এবং যারা মূলত ড্রাইভিং করেন বা ড্রাইভিং পেশায় আছেন তাদের ক্ষেত্রে সচেতনতা কি, সে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে একটি স্লাইডে।

IMG_20221030_102153.jpg

বাংলাদেশের গত বেশ কয়েক বছরের অ্যাক্সিডেন্টের সামারি আকারে উপস্থাপন করা হয়েছে।

IMG_20221030_103410.jpg

IMG_20221030_105453.jpg

আজকের এই ওয়ার্কশপে ৯টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছিলেন। নিচে প্রতিষ্ঠানগুলোর নাম আমি উল্লেখ করলামঃ

IMG_20221030_132018.jpg

IMG_20221030_153526.jpg

একটানা কিছুক্ষণ সেশন চলার পর সকালের নাস্তার বিরতি দেয়া হয়েছে। সিক্স সিজন হোটেলের খাবারের মেন্যু গুলো বেশ চমৎকার থাকে যেহেতু আমার পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে। যাইহোক, সকালের নাস্তার আয়োজনে ছিলোঃ ফলের জুস, স্যান্ডউইচ, সমুচা, রোল, কুকিজ, চা এবং কফি।

IMG_20221030_160740.jpg

প্রতিটি প্রতিষ্ঠান কর্মচারীরা যেহেতু বাহিরে যাতায়াত করেন! সেক্ষেত্রে কর্মচারীদের এখানে ফ্যাসিলিটি তাদের সেফটি এবং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ছিল আজকের মূল বিষয়। এছাড়াও, আমরা কিভাবে উদ্যোগ নিয়ে অন্যান্য মানুষকে সচেতন করতে পারি সেই ব্যাপার গুলো সম্পর্ক তুলে ধরা হয়েছে।

IMG_20221030_140720.jpg

এক ঘন্টার জন্য দুপুরের লাঞ্চ ব্রেক ছিল এবং বাফেট সিস্টেমে খাবারের আয়োজন ছিল সেখানে। সবাই ইচ্ছেমতো খাবার খেয়েছেন আমি আমার প্লেটের ছবিটা ফটোগ্রাফিতে শেয়ার করলাম। সুস্বাদু ডেজার্ট ছিলো! দুপুরের খাবার শেষ করে প্রতিষ্ঠানভিত্তিক স্পিচ শেষ হওয়ার পর আমরা গ্রুপ স্টাডি এবং অন্যান্য এজেন্ডাগুলো নিয়ে অগ্রসর হলাম।

IMG_20221030_142557.jpg

IMG_20221030_142704.jpg

এই সেশনের মাধ্যমে অনেক কিছু রোড সেফটি সম্পর্কে জানতে পারলাম এবং আমি মনে করি পোস্ট আকারে সবকিছু হয়তো বোঝানো সম্ভব নয় আপনারা চাইলে ইউটিউব কিংবা ইন্টারনেট থেকে জেনে নিতে পারেন।

IMG_20221030_154003.jpg

IMG_20221030_172154.jpg

বিকেলের স্ন্যাকস গুলো আমি ফটোগ্রাফিতে মেনশন করেছি যা দেখলে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হবে। আলহামদুলিল্লাহ, সারাদিন অনেক খাবার-দাবার খাওয়া হয়েছে প্রোগ্রামটি আসার পর থেকে।

IMG_20221030_170126.jpg

IMG_20221030_170129.jpg

Mr. Bora Glupinar এবং Mr. Charles Kyalo এর ক্লোজিং স্টেটমেন্ট গুলো ছিলো অনুপ্রেরণা মূলক। ক্লোজিং স্টেটমেন্ট এবং আকর্ষণীয় সৌজন্যমূলক উপহারের মাধ্যমে সেশনটি সন্ধ্যায় শেষ হলো।

IMG_20221030_174726.jpg

IMG_20221030_175441.jpg

আমরা হয়তো হিস্ট্রি দেখলে জানবো অনেক এক্সিডেন্ট প্রতিনিয়ত আমাদের চারপাশের ঘটছে যা আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তবে আমরা চাইলে একটু সচেতন হলে এটা দূর করতে পারি। সেখান থেকে ফেরার সময় সৌজন্যমূলক উপহার ছিলোঃ কাঁচের পানির বোতল, নোট প্যাড, কলম, গুরুত্বপূর্ণ কিছু বই, গাছের চারা এবং সার।

অনেক ধন্যবাদ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশকে এই সুন্দর একটি আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।

IMG_20221030_082325.jpg

রাতে বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়েছি। সারাদিন ট্রেনিং সেশনে ক্লান্ত ছিলাম। আমার প্রিয়তমা স্ত্রীর সাথে সারাদিন কথা বলতে পারিনি কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলে তারপর আমি ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করলাম।


20210828_154317.jpg

এই ছিলো আমার আজকের আয়োজন! নিজের মতো করে লিখার চেষ্টা করলাম! জানিনা কতটা ভালো করে লিখতে পেরেছি? তবে যদি কোন প্রকার ভুলত্রুটি আমার পোস্টে পেয়ে থাকেন দয়া করে মন্তব্য করবেন।

20210828_154317.jpg

আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI7.3 ( 0.00 % self, 69 upvotes, 36 accounts, last 7d )
Transfer to Vesting43.094 STEEM
Cash Out
0
ResultClub75
 2 years ago 

You are always welcome brother 🙂❤️