Diary game - 17 December

in Steem Bangladesh3 years ago

December 17, 2021
Friday

ডাইরি গেম



আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।



সকাল

সকালটা শুরু হয় পাখির কিচিরমিচির মিষ্টি শব্দ শুনে। সকালে বেশ ঠান্ডা থাকে তাই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে দেরী হয়ে যায়। বাগানে যেয়ে সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। সুন্দর একটা কমলি ফুল দেখি। কমলি ফুলের রং সম্পূর্ণ সাদা হয়।


IMG_20211217_215913.jpg


কমলি ফুল
https://w3w.co/almsgiving.reciprocal.skewed


এবার বাসায় এসে সকালের নাস্তা খাই। আব্বু গতোরাতে ওয়াজ মাহফিলে গিয়েছিল। শীতের সময় সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় এবং মাহফিল শেষে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। আব্বু মাহফিল এর খিচুড়ি এনেছিল, সেগুলো সকালে খেয়েছি। এরপর বাসার ছাদে যেয়ে কাঠ শুকাতে দিয়েছি। কয়েকদিন আগে আমাদের বড় একটা আকাশমণি গাছ কেটেছে। সেগুলো মেশিনে ভাঙ্ঘিয়ে এখন শুকাতে দিয়েছি। সাধারণত শুকনো কাঠ দিয়েই ফার্নিচার বানায়।



দুপুর

আজকে শুক্রবার। অন‍্যান‍্য দিনের তুলনায় শুক্রবার মুসলমানদের জন্য আলাদা। মুলত জুম্মার নামাজের জন্যই শুক্রবার ভিন্ন এবং আমাদের দেশে এইদিন সরকারি ছুটির দিন। দুপুরে আমার কাপড় পরিস্কার করি এবং গোসল করে মসজিদে যাই নামাজ পড়তে। 1.40 এ মসজিদ থেকে বাসায় আসি। এরপর দুপুরের খাওয়া-দাওয়া করি। আম্মু মুরগির মাংস এবং শুটকি মাছ রান্না করেছিল এবং তার সাথে ডালও ছিল। শুটকি মাছ আমার খুব প্রিয় খাবার। এরপর রুমে এসে কিছুক্ষণ ইউটিউবে ট্রাভেলিং ব্লগ দেখি।

IMG_20211217_221513.jpg

ট্রাভেলিং ব্লগের ভিডিও দেখা আমার এক প্রকার নেশা। আসলে বিভিন্ন দেশ এবং জায়গা সম্পর্কে জানা যায়।



বিকেল ও রাত

বিকেলে ঘুম থেকে ওঠে আবার ছাদে যাই। যে কাঠগুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো ডেকে রাখি। এখন বিকেল থেকেই শিশির পরে এবং রাতে সম্পূর্ণ সময়। কাঠ ডেকে না রাখলে শিশিরে ভিজে নষ্ট হয়ে যাবে। এরপর বাজারে যাই। শীতের সময় বাজারে তুলনামূলক বেশি সবজি পাওয়া যায়। আমি কিছু মাছ এবং সবজি কিনি।


IMG_20211217_220142.jpg


মাছের বাজার
https://w3w.co/streaky.declassify.firmest


সন্ধ্যায় বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। চানাচুর এবং মুরি খেয়েছি। এটা আমার অনেক প্রিয় খাবার। রাতে কিছুক্ষণ টিভিতে নিউজ দেখি। ৯ টার সময় রাতের খাবার খাই। এরপর ভাতিজার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে। এই ছিল আমার আজকের সারাদিনের ডায়রি।



ধণ্যবাদ সবাইকে


Sort:  
 3 years ago 

আপনার দিনটি অনেক সুন্দর ভাবে কেটেছে ভাইয়া। শুভকামনা রইল সামনের দিনগুলো আরো সুন্দর ভাবে উপভোগ করুন।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য