আমার বাংলা ব্লগ - ১ঃ মহাস্থানগড় ভ্রমণের প্রথম অভিজ্ঞতা। ❤️

সবাইকে স্বাগতম আমার ব্লগ পোস্টে!!! 😊
আশা করি সবাই ভালো আছেন। ☺

IMG_20211227_153509.jpg

এটা আমার প্রথম ঘুরতে যাওয়া মহাস্থানগড়ে। আমি ও আমার বন্ধু প্রদীপ হঠাৎ ঠিক করলাম বগুড়া যাব।
আসলে আমার বন্ধু তার অন্য এক বন্ধু এর সাথে দেখা করার জন্য গেছিল তারপর আমাকে বললো সাথে যেতে আমিও ভাবলাম একটু ঘুরে আসা যাক। মাঝে মধ্যে হুট করে কোথাও ঘুরতে যাওয়া একবারে খারাপ না। 😁

আমরা রাতে বগুড়া পৌছে একটা হোটেলে উঠলাম। তারপর পরের দিন প্রদীপ এর বন্ধু এর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লান মহাস্থানগড় এর উদ্দেশ্যে। 😎

পৌছানড় পর সামনেই দেখলাম মহাস্থানগড় এর ইতিহাস লিখা একটা বোর্ড।

IMG_20211227_153639.jpg

আমি ও প্রদীপ আমার বন্ধু।
IMG_20220321_101921.jpg

আমি ভেতরে গিয়ে একটা সেল্ফি তুল্লাম
IMG_20211220_104041.jpg

প্রদীপ কে দিয়ে কয়েকটি ছবি তুলালাম ফেসবুক এ দেওয়ার জন্য।😜
IMG_20211220_102653.jpg

IMG_20211220_102650.jpg

IMG_20211220_102717.jpg

সর্বশেষে বলতে চাই আসলে মহাস্থানগড় একটা প্রত্নতাত্ত্বিক স্থান। আমরা সকলেই জানি প্রত্নতাত্ত্বিক স্থান গুলো জা ইন্টারনেটে দেখে থাকি ততটুকুই থাকে তার থেকে বরং কম ই থাকে।😄

কিন্তু গিয়ে দেখাটা আলাদা রকমের একটা অভিজ্ঞতা। সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হলো।তারপর দিন আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম।

আজকের মতো এখানেই আজকের ব্লগ সমাপ্ত করছি।😊

আমার প্রফাইল এ ধোকার জন্য এবং পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। 😇
আশা করি আমাদের আবার দেখা হবে এর পরের ব্লগে, ততক্ষণের জন্যে বিদায়।🖐🏻
সাবধানে থাকুন, সুস্থ থাকুন ও খুশি থাকুন।😷😊

Hope you like it.☺
If you have any suggestion for me feel free to comment down below.👇🏻
Thanks for your time.✌🏻

DQmRKgYYp1TzWmvqtnfbMSLZQSgUXinUxqyHyd39HZ8j7gx.gif

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট টি সঠিক হয়নি।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)

আরও কিছু জানতে জয়েন করুন আমাদের
Discord এ 👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW

ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য @ayrinbd।😊

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করতে হলে প্রথমে আপনাকে পরিচিত মূলক পোস্ট করতে হবে। বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটির যেসকল নিয়ম-শৃঙ্খলা রয়েছে সেগুলো মেনে কাজ করার চেষ্টা করতে হবে। আশা করি সবকিছুই জানতে এবং বুঝতে পারবেন।

ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য @ripon40।😊
এর পর পরিচিতিমূলক পোস্ট করব প্রথমে। 👍🏻