DIY || এসো নিজে করি।। চারটি অংশে খন্ডিত ম্যান্ডেলা অংকন।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]
আসসালামু আলাইকুম বন্ধুরা
বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
**আজকে আমি একটি ম্যান্ডেলা আর্ট করছি । এই ম্যান্ডেলার ডিজাইন টি চারটি অংশে খন্ডিত থিম এর উপর তৈরি করেছি । আশা করছি সবার কাছে আজকের পেন্সিল স্কেচ টি ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে আজকের ড্রইং টি। **
01 | পেন্সিল |
---|---|
02 | রাবার |
03 | স্কেল |
04 | কটন বার্ড |
|
---|
১ম ধাপঃ
প্রথমে এক্স এর মতন করে দুই দিকে দুটি রেখা টেনে নিব ।
২য় ধাপঃ
এরপর কম্পাসের সাহায্যে দুটি রেখার মাঝখানে কয়েকটি অর্ধবৃত্ত অঙ্কন করব ।
৩য় ধাপঃ
এরপর প্রথম দুটি অর্ধ বৃত্তের ভিতরে কিছু ম্যান্ডেলার ডিজাইন করব ।
৪র্থ ধাপঃ
এ কিভাবে ধাপে ধাপে প্রতিটি লেয়ারের মধ্যে কিছু ডিজাইন তৈরি করব ।
৫ম ধাপঃ
তারপর সর্বশেষ লেয়ারটির উপরে কিছু ফুলের মতন ডিজাইন অঙ্কন করব ।
৬ষ্ঠ ধাপঃ
তারপর ফুল গুলোর উপরে কিছু বর্ডারলাইন অঙ্কন করে দিব ।
সর্বশেষ ধাপঃ
একইভাবে অপর দুটি রেখার মাঝখানেও কয়েকটি অর্ধবৃত্ত অঙ্কন করব এবং ধাপে ধাপে প্রতিটি লেয়ারের মাঝখানে ডিজাইনগুলো অংকন করে নিব ।
চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।
চূড়ান্ত চিত্র
আপনাদের কাছে আজকে ম্যান্ডেলা আর্ট টি কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
অনেক সুন্দর হয়েছে ভাইয়া।বিশেষ করে আপনার উপস্থাপনা পদ্ধতিটি অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যর জন্য।
অসাধারণ একটি ম্যান্ডেলার আর্ট করেছেন ভাই। আপনার আকা ম্যান্ডেলার আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। কারন এই কাজগুলো অনেক নিখুঁত করে আর্ট করতে হয়।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যর জন্য।
আপনার ম্যান্ডেলা চিত্র অংকন টি সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার ম্যান্ডেলা চিত্র অংকন টি আমার কাছে খুব ভালো লাগেছে। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু ।
চারটি অংশে খন্ডিত ম্যান্ডেলা অংকনটি অনেক ভালো লাগছে দেখতে এই ধরনে আর্ট গুলো করতে একটু সময়ের প্রয়োজন হয় আপনি খুব সুন্দর করে নিখুঁত ভাবে তৈরি করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
আপনার করা মানডেলার টি সত্যি দারুন ছিল। চারটি ভাগে খণ্ডিত মান্ডালা টি দেখতে বেশ দারুন লাগছে এবং প্রতিটি ধাপ আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যর করার জন্য।
চারটি অংশে খণ্ডিত ম্যান্ডেলা আর্টটি দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এই কাজগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। সেটা আপনার আছে। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যর জন্য ।
আপনার ম্যান্ডেলা অংকন দেখেই বোঝা যাচ্ছে খুবই দক্ষতার সাথে এটি করতে হয় ।আমি তেমন একটা পারি না ।তবে আপনার পোস্ট দেখে অনেক কিছু শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা নিবেন।
আপনার তৈরি করা ম্যান্ডেলা টি দেখতে সত্যিই চমৎকার লাগছে। আমার কাছে এই ম্যান্ডেলা টি অনেক ইউনিক লেগেছে কেননা এমন ম্যান্ডেলা সাধারণত দেখা যায় না। আপনার সত্যিই সৃজনশীল চিন্তাভাবনা রয়েছে যেটি আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ আপনাকে ভাই এমন সুন্দর একটি ম্যান্ডেলা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ওয়াও আপনি খুব সুন্দর একটা ম্যান্ডেলা অঙ্কন করেছেন। ম্যান্ডেলা তৈরি করতে অনেক সময় লাগে। সময়ের কারণে আমি ম্যান্ডেলা অঙ্কন করতে সাহস করি না। এত অসাধারন একটি ম্যান্ডেলা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল।
অনেক সুন্দর করে একটি ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে ম্যান্ডেলা অঙ্কন আমরা সবাই জানি ধৈর্যের বিষয়। আমি মাঝে মাঝে করি তাই আমার জানা আছে।আপনাকে অনেক ধন্যবাদ,এবং ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করব।
ধন্যবাদ ভাইয়া ।