Diy (এসো নিজে করি)।। 🎴🎴 রঙিন কাগজ দিয়ে গ্রিটিং কার্ড তৈরি 🎴🎴।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]
আসসালামু আলাইকুম বন্ধুরা
বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
রঙিন কাগজ দিয়ে আজকে আমি একটি গ্রিটিং কার্ড তৈরি করছি। কাউকে কোন বিশেষ দিন উপলক্ষে এমন একটি কার্ড নিজ হাতে তৈরি করে সারপ্রাইজ দেয়া যেতে পারে। এটি তৈরির পদ্ধতি নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি ।
0১ | রঙিন কাগজ |
---|---|
0২ | কেচি |
0৩ | গাম আঠা |
|
---|
🎴 ১ম ধাপঃ 🎴
প্রথমে চারকোনা সাইজের একটি কালার পেপার কেটে নিব এবং এটিকে মাঝখান থেকে সমানভাবে ভাজ করে দিব ।
🎴 ২য় ধাপঃ 🎴
এরপর একসাইড থেকে ছোট করে একটি অংশ কেটে নিব ।
🎴 ৩য় ধাপঃ 🎴
এরপরে এই কাটা অংশটুকুকে ভিতরের দিকে ঢুকিয়ে দিব ।
🎴 ৪র্থ ধাপঃ 🎴
এবার ছোট করে দুটি কালার পেপার কেটে নিব ।
🎴 ৫ম ধাপঃ 🎴
ছোট পেপার কাট দুটিকে ভেতরের কাটা অংশের উপরে গাম আঠা দিয়ে বসিয়ে দিব ।
🎴 ৬ষ্ঠ ধাপঃ 🎴
এখন হার্ট এর সেপের মতন করে কয়েকটি কালার পেপার কেটে নিব এবং এগুলোকে একটির উপর আরেকটি বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব ।
🎴 ৭ম ধাপঃ 🎴
এরপরে এই হার্টের সেপ এবং কয়েকটি ছোট ছোট গুগোল কালার পেপার কাট গাম আঠার সাহায্যে কার্ড এর ভেতরের অংশে বসিয়ে দিব ।
🎴 সর্বশেষ ধাপঃ 🎴
এবার আরেকটি কালার পেপার কার্ডের উপরে বসাবো এবং একটি হার্ট এর সেপ কেটে গাম আঠার সাহায্যে বসিয়ে দিব ।
ফাইনাল প্রেজেন্টেশন
এতক্ষণ সময় নিয়ে আমার সাথে থাকবার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের রঙিন কাগজ দিয়ে তৈরি গ্রিটিং কার্ডটি আপনাদের কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Camera | iPhone 6S |
---|
শুধ আইডিয়াটি না ভাই ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে, সবচেয়ে বড় কথা হলো কালার মেচিংটা একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে পুরো বিষয়টি এবং উপস্থাপনাটি ভালো লেগেছে। যদিও মানুষ এখন এগুলোর প্রতি খুব একটা আগ্রহ দেখায় না কিন্তু সত্যি বলছি স্কুল জীবনে অধিকাংশ সময় আমরা নিজেরা কিছু তৈরী করে উপহার দিতাম। ধন্যবাদ
ঠিকই বলেছেন ভাইয়া, এখন আর কেউ কার্ড নিজে হাতে তৈরি করে কাউকে উপহার দেয় না। নেট থেকে একটা ছবি ডাউনলোড করে উইশ করে দেয় । ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ।
ভাইয়া অসাধারণ ভাবে আপনি কার্ডটি বানালেন। এভাবে নিজের হাতে কার্ড বানিয়ে কাওকে দিলে সে খুবই খুশি হবে। খুব সহজেই শিখে নিলাম। ভাইয়া৷ ধাপগুলি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া ।
বাহ অসাধারণ ছিল ভাই দারুন একটি আইডিয়া। প্রত্যেকটি ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আর দেখতে বেশ দারুন লাগছে এবং কাগজের কালার কম্বিনেশন জোশ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গ্রিটিং কার্ড তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
এত সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি গ্রিটিং কার্ড তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করেও যে এমন সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনার পোস্টটি দেখলেই বোঝা যাচ্ছে। এটি তৈরি করার সময় আপনি খুবই সুন্দর ডিজাইন করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কার্ড টি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া ।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গ্রিটিং কার্ড তৈরি তৈরি করেছেন। আপনি অত্যান্ত দক্ষতা সহকারে চমৎকারভাবে গ্রিটিং কার্ড তৈরির সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আজকের আপনার কাজ দেখে। রঙিন কাগজ দিয়ে গ্রিটিং কার্ড তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসম্ভব সুন্দর করে এটি বানিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
এত সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা নিবেন ।
ভাই আপনার আইডিয়াটা খুবই ভালো ছিল এত সুন্দর একটি কার্ড তৈরি করে ফেললেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে রঙ্গিন কাগজ দিয়ে এই কাজগুলো করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ধৈর্য্য নিয়ে করতে হয় আপনি তারই একটি প্রমাণ আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍।