পদ্ম ফুলsteemCreated with Sketch.

in Steem Bangladesh2 years ago

বাড়ির পুকুরে পদ্ম ফুলের চাষ। বিল থেকে একটা পদ্ম ফুলের শিকড় এনে বাড়ির পুকুরে সখ করে দিয়ে সিলাম যে দেখবো পদ্ম ফুল হয় নাকী ।আমি জানতামনা যে পুকুরেও পদ্ম ফুল হয়। আমি দুই তিন বছর আগে বাড়ির পুকুরে একটা পদ্ম ফুলের শিকড় এনে দেই আর দুই তিন বছর পরে যে আমার বাড়ির পুকুরে এতো সুন্দর পদ্ম ফুল ফুটবে আমি কল্পনাও করতে পারিনাই। এখন আমার বাড়ির পুরা পুকুর জুড়ে এতো পদ্ম ফুল ফুটেছে যে কেউ দেখলে অবাক হয়ে যাবে। এই পদ্ম ফুলের পানির নিচে একটা ফল হয় সেটা খেতেও অনেক সুস্বাধু। এখন আমার পুকুরে পদ্ম ফুলের ফল খেতে অনেক বাচ্চারা আসে।

পদ্ম ফুলের গভীর পানিতে হয়৷ এই ফুল আগে খালে দেখা যেত৷ এখন মানুষ নিজের পুকুরেও এই ফুলের চাষ করে৷ পদ্ম ফুল লাল বর্ণের হয়৷ এই ফুল গুলো অনেক সুন্দর দেখতে হয়৷ ফুল গুলোর পাতা অনেক বড় হয়৷ শাপলা আর পদ্ম ফুল প্রায় একই রকম৷ খালি দুইটার বর্ণ আলাদা হয়। এই ফুলে গন্ধ থাকে না৷ গন্ধহীন একটি ফুল।

1000000601.jpg

1000000602.jpg