Better Life With Steem || The Diary game || 8th May 2024

in Incredible Indialast month
20240508_131621_0000.jpg

নমস্কার বন্ধুরা!

বিগত দুদিন থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া এখন বেশ শীতল অবস্থায় রয়েছে। এজন্য সকালে ঘুম ভাঙ্গতে যেমন দেরি হচ্ছে, আর সেই সাথে ঘুম ভাঙ্গলেও আলসেমিতে উঠতে ইচ্ছা করছে না। বাঙালির কি একটা সমস্যা তাই না? গরম পড়লে ঘুমাতে সমস্যা হয় আর একটু শীত পরলে অলসতা বেড়ে যায়। কিছুতেই শান্তি নেই।

বিগত রাতেও বৃষ্টি হয়েছিলো তাই সকালে দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আমাদের বাড়ির পাশের একটা ছেলে (নয়ন) বগুড়া গিয়েছিলো বেড়াতে। আর সেখান থেকে খুলনা আসতে মাঝ রাত হয়ে যায়। এত রাতে গ্রামে যাওয়ার গাড়ি পাওয়া যাবে না এজন্য আমার বাসায় এসেছিলো।

সকাল হতেই বললো যে বাড়ি চলে যাবে। তখন ওকে নিয়ে হোটেলে গিয়ে ডাল পরাটা দিয়ে ব্রেকফাস্ট করলাম।

IMG_20240508_112908.jpg
IMG_20240508_113057.jpg

তারপর নয়ন বললো ওর কিছু জিনিস কিনতে হবে এজন্য ডাকবাংলা চলে গেলাম। আমি নিজেও জানি না যে ও কি কিনতে যাচ্ছে। আমাকে ওর সাথে নিয়ে যাচ্ছে এজন্য পিছন পিছন যাচ্ছি, দেখি কোন দোকানে নিয়ে যায়। তারপর জামা- কাপড়ের দোকানে গিয়ে নিজের জন্য প্যান্ট পছন্দ করছে কিন্তু কিছুতেই পছন্দ করতে পারছে না।

কিছু কিছু মানুষ আছে যারা কোনো জিনিস কিনতে গেলে কোনোভাবেই পছন্দ করতে পারে না। নয়নের কোনো কিছু পছন্দ হচ্ছিলো না আর সত্যি বলতে আমার বিরক্তিকর লাগছিলো। তারপর অনেক সময় পর একটা পছন্দ করলো এবং সেটা কিনলো।

তারপর একটা শার্টের দোকানে গিয়ে একটা শার্টও কিনলো এবং বিল মিটিয়ে দিলো।

LocationProductBd PriceSteem price
BangladeshJeans pant1100 TK24.87
BangladeshShirt80018.00
IMG_20240508_115938.jpg
IMG_20240508_120348.jpg

তারপর আমরা একটা প্রসার কুকার কিনতে যাই। দোকানে গিয়ে প্রয়োজন মতো সাইজ পছন্দ করলাম কিন্তু দোকানদার অনেক বেশি দাম চাচ্ছিলো। পরবর্তীতে দামাদামি করে একটা দাম ঠিক করলাম।

LocationProductBD priceSteem price
Bangladeshpressure cooker1350 TK30.50

তারপর দোকান থেকে বের হয়ে একটা হার্ডডিস্ক কেনার জন্য কম্পিউটারের দোকানে গিয়েছিলাম। ভীড় থাকার কারনে সেখানে গিয়ে কিছু সময় দেরি হয়েছিলো তারপর কাজ শেষ করলাম। সব কাজ শেষ করে দুজন চায়ের দোকানে গিয়ে চা খেলাম। তারপর নয়ন ওখান থেকে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর আমি রিকশায় উঠে বাসায় চলে আসলাম।

এদিকে রান্না করা হয়নি। বাসায় থাকলে এত সময় রান্নার কাজ শেষ হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নার কাজ করলাম এবং স্নান শেষ করলাম। তারপর দুপুরের খাবার খেলাম এবং কিছু সময় বই পড়ছিলাম।

IMG_20240508_051727.jpg

আজ বিকালে বৃষ্টি নেই এজন্য বাইরে হাঁটতে বের হয়েছিলাম। কিছু সময় ঘোরাঘুরির পর বাসায় আসার সময় দোকান থেকে এক প্যাকেট আগরবাতি কিনে আনলাম পূজার কাজে ব্যবহারের জন্য। তারপর বাসায় চলে আসলাম।

LocationProductBD PriceSteem Price
BangladeshAgarbathi60 TK1.35

বাসায় এসে পড়তে বসলাম। এর মাঝে ঢাকা থেকে আমার দিদি ( পিসির মেয়ে) ফোন করলো। তখন দিদি আর ভাগনের সাথে অনেকক্ষণ যাবত কথা বললাম। ভাগনে তো অনেক ছোট। কিছুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো সেটা তো আপনাদের জানিয়েছিলাম। সে আমাকে গান গেয়ে শুনাচ্ছে, এত পরিমানে দুষ্টু হইছে যে তাকে সামলাতে গিয়ে দিদি হিমশিম খেয়ে যাচ্ছে।

IMG_20240508_031500.jpg

কথা বলা শেষ হলে রাতের খাবার খেলাম এবং কিছুসময় পরই ঝড় শুরু হয়ে গেলো এবং সাথে বিদ্যুৎ চমকানো তো রয়েছেই। বাইরের সবকিছু যেন না আলোকিত হয়ে যাচ্ছিলো। আমার বলতে লজ্জা নেই যে এত বড় হয়েও বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় করে।

সমাপ্ত

Sort:  
 last month 

বিগত দুদিন থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া এখন বেশ শীতল অবস্থায় রয়েছে। এজন্য সকালে ঘুম ভাঙ্গতে যেমন দেরি হচ্ছে, আর সেই সাথে ঘুম ভাঙ্গলেও আলসেমিতে উঠতে ইচ্ছা করছে না।

আজকে আমার কিউরেশান এর দিন, তৎসত্ত্বেও কমিউনিটির দুরবস্থা দেখে মন্তব্য করতে চলে এলাম।

যদিও আপনাদের লেখা কম বেশি পড়ে থাকি কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আর অনেক লেখায় এত ভুল আর মান নিম্ন থাকে যে মন্তব্য করতে মন চায় না।

আপনার পুরো লেখার শুরুতে কয়েকটি কথার মাঝে অলসতা কথাটি দেখে অংশটি নিলাম।
আপনাদের অলসতা এমনিতেই আপনারা সব ক্ষেত্রেই প্রমাণ করে দিচ্ছেন।

তাহলে আমি ধরে নিতেই পারি, এই অভ্যাস আপনার সহজাত!
দৈনন্দিন জীবনের কাজের যতটা গুরুত্ব আছে ঠিক কাজের জায়গার গুরুত্ব ততখানি, আমি অন্ততপক্ষে সেটাই বিশ্বাস করি।
যেটা বোধহয় আপনারাও আমার কাজ দেখে বুঝেছেন, দুঃখ একটাই সবাই দেখলো কিন্তু শিখল না কেউ!

যাক, আমিও দোকানে গেলে অনেক দেখেই তবে জিনিষ কিনে থাকি, কারণ উপার্জনের পিছনের কষ্টটা এড়াতে পারি না।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ উপদেশমূলক মন্তব্য করার জন্য। সত্যি বলতে এই সপ্তাহের পারফরম্যান্সের পর মনে হচ্ছে, আপনার কথার সঠিক উওর দেওয়ার কোনো যোগ্যতাটুকুও আমার মধ্যে নেই। আপনার প্রতিটা কথা মনে ধারন করে কাজ করবো। 🙏

Loading...
 last month 

অলসতা আসলে শয়তানের ভাই, যে ব্যক্তি অলসতা করে দিন দিন তার মধ্যে অলসতা একেবারেই বৃদ্ধি পায়। যেমনটা আমরা বাঙ্গালীদের মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করলেই কিন্তু সব কাজ সম্পন্ন করতে পারি। কিন্তু অলসতার কারণে অনেক কাজ করতে গিয়ে বাধা-বিপত্তির মধ্যে পড়তে হয়।

বর্তমান সময়ের প্রত্যেকটা জায়গায় ঝড়-বৃষ্টি মোটামুটি রয়েছে। একদমই ঠিক বলেছেন, অতিরিক্ত গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঠিকমতো না ঘুমানোর কারণে একটু ঠান্ডা পেয়ে মানুষ একটু ঘুমানোর চেষ্টা করছে। আপনার মত করে আমিও যখনই বিদ্যুৎ চমকায় অনেক বেশি ভয় পেয়ে যায়। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

অলসতা আমাদের সাফল্যের পথে সব থেকে বড় বাঁধা হয়ে দাড়ায়। বৃষ্টির পর থেকে পরিবেশটা একটু শীতল অবস্থায় পৌঁছেছে । বিদ্যুৎ চমকালে হয়তো অধিকাংশ মানুষই ভয় পায়। ধন্যবাদ আপনাকে।

 last month 

কয়েকদিন থেকে আবহাওয়া শীতল আর আবহাওয়া শীতল থাকলে ঘুম থেকে একটু দেরী করেই উঠতে মন চাইবে ৷

যাই হোক আপনি সকাল বেলা দেরী করে উঠেই চলে গেলেন মার্কেটে সেখানে জামা কাপর কিনলেন তারপর দেখলাম প্রেসার কুকার কিনলেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 last month 

হ্যাঁ মার্কেটে একটু কাজ ছিল। আমার বাসায় যে বন্ধু এসেছিল তার কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলাম । সব কিছু কেনা শেষ করেই বাসায় চলে এসেছিলাম। ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার পোস্ট দেখে বুঝলাম আপনি আজকে অনেক কিছুই কেনাকাটা করেছেন। সমস্ত দোকানেই একটু দামাদামি না করলে হয় না। তার উপর আমরা বাঙালি।

 last month 

এটা কিন্তু ভালোই বলেছেন বাঙ্গালি দামাদামি করতে ওস্তাদ। হ্যা আজ একটু কেনাকাটা ছিলো তাই বন্ধুকে সাথে নিয়ে সেরে ফেললাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

 last month 

বাংলাদেশে বজ্রপাতে প্রতিবছর বিশ্বের সব দেশের তুলনায় বেশি মানুষ মারা যায় তাই আমাদের অবশ্যই উচিত বজ্রপাতের সময় নিরপেক্ষ স্থানে থাকা। আসলে মৃত্যুর কথা তো বলা যায় না কখন কিভাবে কোথায় কার মৃত্যু হবে তবুও নিজেদের সতর্ক থাকাই উত্তম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনের কার্যক্রম পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন ‌।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66167.07
ETH 3529.37
USDT 1.00
SBD 3.14