আমার ছোট ভাইয়ের জন্মদিনে 100 স্টিম উপহার, 10% beneficiary to @shy-fox
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু ভিন্নধর্মী আয়োজন। শুভ জন্মদিনের এই শুভ দিনটাতে উপহার পেতে কার না ভালো লাগে? আর সে উপহারটি যদি হয় প্রিয়জনের কাছ থেকে, তাহলে তো আর কথাই নেই । আজ আমার আদরের ছোট ভাই @labib2000, (Tron Fan Club এর মডারেটর)এর শুভ জন্মদিন, ওর জন্যই এ আয়োজন। আর এই আয়োজনের মাধ্যমে সবাইকে একটি মেসেজ দিতে চাই, আমরা আমাদের অতি প্রিয়জন, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সবাইকে বিশেষ কোন দিনে বিশেষ কোন উপহার বেশি না হলেও সামান্য কিছু উপহার দিয়ে তাদের সাথে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে পারি। ছোট-বড়, বুড়ো সবাই যখন কোন উপহার পায় তখন আনন্দে তাদের মুখটি উজ্জ্বল হয়ে ওঠে। উপহার সে যেমনই হোক না কেন তারপরও মনটা ভরে ওঠে। আমরা কিন্তু এখানে অনেকেই রয়েছি যারা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব নিয়ে একত্রে কাজ করছি, এখান থেকে চাইলেও আমরা আমাদের প্রিয়জনকে কিছু স্টিম গিফট করতে পারি।
আজ 26 শে মার্চ, স্বাধীনতা দিবস। এই দিনটিতে আমার ছোট ভাই লাবিব এর জন্ম হয়। এই দিনটাতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমার ভাইয়ের দীর্ঘ সুন্দর জীবন কামনা করছি ।আমরা চার বোন আর ও আমাদের সবার একমাত্র ছোট ভাই ।সত্যি এই দিনটিতে তুমি যখন এ ধরায় এসেছিলে সেদিনটিতে যে কি খুশী হয়েছিলাম আমরা সকলে তা বলে বোঝাতে পারবনা ।সেই দিনটিকে স্মরণ করি আমরা সর্বক্ষণ ।সেই আনন্দময় দিনটির কথা মনে করে আজকের এই শুভক্ষণে তোমায় জানাই "শুভ জন্মদিন" । তোমার পথচলা সবে শুরু,দোয়া করি তুমি এক জন সত্যিকারের সৎ, পরিশ্রমী ভালো একজন মানুষ হিসেবে আজীবন আল্লাহর আনুগত্যে থেকে সুন্দর সুখী সমৃদ্ধ একটি জীবন কাটাও। তোমার শুভ জন্মদিনে বড় আপু হিসেবে আমার একটি ক্ষুদ্র উপহার তোমার জন্য ১০০ স্টিম। আর সর্বক্ষণ তোমার দিকে যেন আল্লাহর কৃপাদৃষ্টি থাকে, এই দোয়াই করি। এটাই হলো আজকের দিনে তোমার জীবনের সেরা উপহার ।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
শুভ জন্মদিন লাবিব (লর্ড ভলডেমর্ট) @labib2000 :)
এই শুভদিনে তোমায় মন থেকে আশীর্বাদ করছি যেন আগামী দিনগুলোতে তোমার পথচলা মসৃন এবং সাফল্যে ভরপুর হয় ।
অসংখ্য অসংখ্য ধব্যবাদ আপনাকে দাদা। আপনাদের দোয়াই যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। জানি এভাবেই পাশে থাকবেন।⭐⭐⭐⭐⭐
শুভ জন্মদিন লাবিব ভাই।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। @labib2000
রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই থাকে একটা সুদিনের আশায়, তোমার বোন থাকে তোমার জন্মদিনের আশায়। শুভ জন্মদিন।
অনেক অনেক ধন্যবাদ ভাই সময় নিয়ে শুভেচ্ছা বার্তা দেয়ার জন্য। দোয়া করবেন এবং আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
শুভ জন্মদিন ব্রাদার 😍🥰
শুভ হোক আপনার আগামীর পথ চলা। সুন্দর স্বাচ্ছন্দ্যময় হোক জীবনের প্রতিটি মুহূর্ত। শাড়ি বিশেষ দিনে বড় বোনের কাছ থেকে এরকম একটি উপহার সত্যিই দারুণ ব্যাপার, মানতে হবে আপনি ভাগ্যবান ব্যক্তি 🖤🤟
প্রথমেই @labib2000, ভাই কে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালো থাকুক।যাই হোক আসলেই উপহার পেতে কে না পছন্দ করে।উপহার পেলে আমরা খুব খুশি হয়ে যাই।যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে আপু শুভেচ্ছা দেবার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
শুভ জন্মদিন@labib2000। আসলে এ দিনটি আমাদের জন্য কতটুকু খুশির ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ভালো মানুষ হও। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক।
@Tangera আপু সামনে কিন্তু আমাদেরও জন্মদিন আসছে😜😜।
ধন্যবাদ দেব না💎। আর আপনি কাকে মেনশন করেছেন আরেকবার চেক করেন ভালমত😅
নিজের জন্মদিন অথচ নিজেরই তেমন খেয়াল ছিল না। তবুও সময় মত এরকম একটা সারপ্রাইজিং ভাবে উইস করা দেখে সত্যি অবাক হলাম। অনেক ধন্যবাদ আপু এভাবে সারপ্রাইজ দেবার জন্য।❤❤
শুভ জন্মদিন লাবিব ভাই।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। @labib2000
হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ
হ্যাপি বার্থডে ডিয়ার লাবিব ভাই
হ্যাপি বার্থডে টু ইউ
অনেক অনেক শুভেচ্ছা জানাই তার তানজীরা আপু কেও।
শুভ জন্মদিন লাবিব ভাই।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। @labib2000
আপনার আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটে। এই কামনাই করি। সুস্থ এবং ভালো থাকবেন সব সময়।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই শুভেচ্ছা বার্তা দেবার জন্য। দোয়া করবেন।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের প্রিয় ছোট্ট ভাইটি।এই ২৬শে মার্চ আমাদের অনেক আনন্দের একটি দিন। দোয়া করি আমাদের ভাইটি যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং আল্লাহর অশেষ রহমত যেন সবসময় তার উপর বজায় থাকে। সব সময় ভালো থেকো সব রকম প্রয়োজনে আমরা আছি তোমার পাশে অনেক অনেক ভালোবাসা রইলো।
🥰🥰
লাবিব ভাইয়াকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপু আপনার আজকের জন্মদিনের উপহার দেওয়াটা বিষয়টি ভালো লাগলো। অনেক সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে আপু শুভেচ্ছা জানানোর জন্য।