নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব -১৯ তম]❤️

in আমার বাংলা ব্লগ9 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ১৪ ডিসেম্বর ২০২৪ ইংঃ রোজ শনিবার। ।

বাংলায় ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১৯ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি।আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20241214_183731.jpg

IMG_20241214_183612.jpg

IMG_20241214_183649.jpg

IMG_20241214_183712.jpg

নাটকের প্রথমে দেখা যায় রিমার ছোট আম্মা মাস্টারের সাথে রাতের বেলা দেখা করতে আসে কারণ রিমার বিষয়ে খোঁজ নিওয়ার জন্য। সেখানে সেই মুহূর্তে রিমার ছোট আব্বা এসে হাজির হয় এবং রিমার ছোট আম্মাকে অনেক বকাঝকা করে এবং তাকে ওখান থেকে পাঠিয়ে দেই। তার ছোট আব্বা মাস্টারকে বলে জ্বর যখন এসেছে বাড়ি চলে যেতে পারো না এখানে আছো কি জন্য। তখন রিমার ছোট আম্মা বলে মাস্টার তো আমার ছেলের মতই তাই তার জন্য খাবার এনেছি আমি। এ কথা বলে রিমার ছোট আম্মা মাস্টারকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুরুজ তার বড় ভাবি ও কাজের মেয়ে মিনা গেছে রিমার শশুর বাড়ির সামনে। এমাকে কিডন্যাপ করবে এজন্য।

IMG_20241214_183816.jpg

IMG_20241214_183752.jpg

IMG_20241214_183835.jpg

এরপর দেখা যায় নায়ক রিকশা নিয়ে বের হচ্ছে কাজে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে সেখানে নায়িকা এসে বলে তুমি সাবধানে থেকো না হলে আমার বাড়ির লোক তোমার যখন তখন যেকোনো ক্ষতি করে ফেলতে পারে। তুমি কোনো চিন্তা করোনা আমার কিছু করতে পারবেনা তোমার বাড়ির মানুষ। এই কথা বলা শেষ হয়ে গেলে নায়ক চলে যায় তার কাজের উদ্দেশ্যে। এরপরে ওই পথ দিয়ে মোড়ল বাড়ির কাজের মেয়ে মিনা আসছিলো।ঠিক তখনই নায়কের ভাইয়ের সাথে দেখা হয়ে যায় মিনার। তখন নায়কের চাচাতো ভাই মিনাকে প্রশ্ন করে আপনি এখানে কি করছেন। তখন বলে রিমা আপার সাথে দেখা করতে এসেছি। তখন তার সাথে আর কিছু কথা হয় এবং মিনা কাকে বলে বিকেলবেলা পুকুর ঘাটে দেখা করার জন্য। কথা শুনে সে খুশিতে আত্মহারা হয়ে সেখান থেকে চলে যায় তার গন্তব্য স্থানে। এরপর সে বিকাল টাইমে পুকুর পাড়ে যেয়ে অপেক্ষা করে মিনারের জন্য। তখনই রিমার ছোট আম্মা তাকে দেখে ফেলে এবং তাকে বলে তোমাকে অনেক চেনা চেনা লাগছে। তখন সে বলে আপনি রিমা ভাবি এর ছোট আম্মামা না। তখন রিমার ছোট আম্মা বলে হ্যাঁ তুমি আমার রিমাকে চেনো। তখন সে বলে হ্যাঁ আমি রিমা ভাবিকে চিনি আমার সোহাগ ভাইয়ের বউ। তখন তার ছোট আম্মা বলে রিমার বড় বিপদ।তুমি বাসায় যেয়ে আমার রিমাকে বাঁচাও।তখন রিমার ছোট আম্মা তাকে সব বিস্তারিত বলে সে সব কথা শুনে বলে আপনাদের বাড়ির কাজের মেয়েটা দেখলাম সোহাগ ভাইয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। এই কথা শুনে এসে ওখান থেকে খুব দ্রুত সোহাগদের বাসায় পৌছানোর চেষ্টা করে।

IMG_20241214_183918.jpg

এরপর নায়কের সাথে তার চাচাতো ভাইয়ের দেখা হয় এবং তার চাচাতো ভাই তখন বলে রিমা ভাবি এর অনেক বিপদ। তখন নায়ক বলে তোকে কে বললো তখন বলল রিমা ভাবির ছোট আম্মা আমাকে বলেছে। এ কথা শুনে তাকে রিকশা করে নিয়ে তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

IMG_20241214_183855.jpg

IMG_20241214_184012.jpg

IMG_20241214_184219.jpg

এরপর দেখা যায় নায়িকা সকালবেলা বাড়ির আশেপাশে একটু হাটাহাটি করছিল ঠিক সেই মুহূর্তে এই মিনার সাথে তার দেখা হয়। তখন মিনা বলে আপা তোমার সাথে দেখা করতে এসেছি। এরপর মিনা বলে আমি একা আসেনি বড় ভাবি ও এসেছে দেখা করতে। তখন রিমা প্রশ্ন করে বড় ভাবি কোথায় তখন মিনা বলে রাস্তায় দাঁড়িয়ে আছে তোমার জন্য। এরপর রিমা রাস্তার ওখানে যাই মিনার সাথে এবং সেখানে গিয়ে তার বড় ভাবি ও সুরুজের সাথে দেখা হয়। এরপর রিমাকে জোর করে তারা ইজিবাইকে তুলে নেই। রিমা যেতে চাই না তবে তাকে ধরে পাকলে গাড়িতে উঠানো হয়। এদিকে মোড়ল বাড়ির বড় ছেলে তার বউকে খুজতেছে সেই মুহূর্তে রিমার ছোট আম্মা বলে বড় বৌমা মোড়লের আদেশে সুরুজের সাথে বের হয়েছে রিমার বাড়ির উদ্দেশ্যে।এ কথা শুনে সুলতানা বলে কি জন্য গিয়েছে ছোট আম্মা তখন তার ছোট আম্মা বলে আসলেই জিজ্ঞাসা করিস। এরপর রিমার মা বলে তুই জানলে বল কি জন্য গেছে। একথা শুনে রিমার ছোট আম্মা বলে এ কথা শুনলে তোমাদের আবার মুখ থাকবে তো। তার চেয়ে ভালো হয় তারা বাড়িতে আসলে তখন তাদেরকে জিজ্ঞাসা করো।

IMG_20241214_184306.jpg

এরপর দেখা যায় তারা তিনজন মিলে রিমাকে একটি ঘরের মধ্যে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বাঁধছে। তখন রিমা প্রশ্ন করে তোমরা এমন কেন করলে। তখন সুরুজ বলে তোকে কিডন্যাপ করেছি এবার ওদের নামে মামলা দিব। দেখি আবার ওদেরকে বাঁচাতে পারে।

IMG_20241214_184246.jpg

IMG_20241214_184330.jpg
এরপর দেখা যায় নায়ক ও তার চাচাতো ভাই তাদের বাড়ি পৌছে গেছে এরপর নায়ক এসে তার বাবা-মা ও বোনকে ডাক দেই। তারা ঘর থেকে বের হয়ে আসলে নায়ক তাদের জিজ্ঞাসা করে রিমা কই। তখন নায়কের মা বলে বৌমাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে নায়ক তো অনেক ভেঙে পড়ে এবং তার বাবাকে বলে রিমাকে মোড়ল বাড়ির লোক কিডন্যাপ করেছে। এরপর নায়ক বলে আমার রিমার কিছু হলে আমি ওদের কাউকে ছাড়বো না। এরপর নায়ক বের হয়ে যায় বাসা থেকে। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করব।


পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব- ১৯ তম
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ১৮ মিনিট ৪৪ সেকেন্ড
মুক্তির সময়২০ আগস্ট ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক

নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQWy6QB6pYcncyk5LjN2n19WyNPw4sze2kJ2B49iSnqXajWufaKo4AL9ufYfrV37YfXkYaT42nS.png

Sort:  
 9 days ago 

Screenshot_2024-12-14-12-44-03-893_com.twitter.android.jpg

Screenshot_2024-12-14-12-45-42-172_com.android.chrome.jpg

Screenshot_2024-12-14-12-44-50-185_com.android.chrome.jpg

 9 days ago 

ধনী গরিবের লড়াই নাটক টা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বেশ কয়েকটা পর্ব এই নাটকের দেখেছি। অনেক সুন্দর নাটক। আমি মনে করি এই নাটকের মধ্যে বেশ শিক্ষনীয় দিক রয়েছে এবং রয়েছে ভালো লাগার বিষয়।

 9 days ago 

জ্বী আপু নাটকটি অনেক সামাজিক এবং শিক্ষনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 9 days ago 

নাটক রিভিউ করতে আমার খুব ভালো লাগে। তবে নাটকটা যদি হয় ভালোলাগার মতো এবং আনন্দদায়ক। তবে আমি মনে করি এ নাটকটাও বেশ যথেষ্ট সুন্দর এবং ভালোলাগার। বেশ অনেক সুন্দর ভাবে নাটকটা রিভিউ করেছেন যা পড়ার মধ্য দিয়ে নাটকের বেশ অনেক কিছু জানার সুযোগ পেলাম।

 9 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। নাটকটি অনেক সামাজিক এবং শিক্ষানীয়। সময় করে নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

 8 days ago 

নাটকটি যে আপনার কাছে ভালো লেগেছে তা তো বোঝাই যাচ্ছে। তা না হলে এতগুলো পর্ব দেখে শেষ করেছেন কিভাবে। পর্ব নাটক আমার খুব একটা দেখা হয় না। যাই হোক একটি পর্ব পড়ে তো বেশ ভালোই মনে হল নাটকটি। সময় পেলে দেখতে হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 8 days ago 

জ্বি আপু নাটকটি অনেক সুন্দর এবং শিক্ষনীয়। সময় পেলে নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

 8 days ago 

আপনি আজকে অনেক সুন্দর করে ধনী গরিবের লড়াই নাটকের ১৯ তম পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। রিমাকে দেখছি তার পরিবারের লোকজন তুলে নিয়ে চলে গিয়েছে। এরপরে কি হবে এগুলো দেখার জন্য অধীর অপেক্ষায় থাকলাম। আশা করি আপনি পরবর্তী পর্বগুলোর রিভিউ আমাদের মাঝে খুব শীঘ্রই শেয়ার করবেন।

 8 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।

 8 days ago 

অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের ধনী গরিবের লড়াই নাটকটার রিভিউ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। ধনী গরিবের লড়াই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।

 8 days ago 

ধনী গরিবের লড়াই নাটকটি খুবই সুন্দর। অনেক সামাজিক এবং শিক্ষানীয় একটি নাটক।সময় করে নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

 7 days ago 

ধনী গবিবের লড়াই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ঈগল টিমের সব গুলা নায়টকই বেস্ট। তুমি অনেক সুন্দর করে নায়কটি রিভিউ করেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ এর সুন্দর করে নাটক রিভিউ করার জন্য।

 7 days ago 

তোমার মূল্যবান মতামত শেয়ার করে আমার পাশে থেকে উৎসাহিত দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 7 days ago 

আপু আপনি ধনী গরীবের লড়াই নাটকের আজ ১৯ তম পর্ব শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার এই রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এই ধরনের নাটক থেকে অনেক কিছু শেখার থাকে। অনেক দিন হয়েছে সময়ের অভাবে নাটক দেখা হয় না। তবে আপনাদের রিভিউ গুলো সবসময়ই পড়া হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 7 days ago 

আপু সময় করে নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে। নাটকটি অনেক সামাজিক এবং শিক্ষনীয়। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে আমি প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি।