গ্লিটার আর্ট পেপারের পাখির বাসা তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম গ্লিটার আর্ট পেপারের তৈরি একটি পাখির বাসা নিয়ে। এই পাখির বাসাটা অনেকটা বাবুই পাখির বাসার মত দেখতে। গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। এজন্যই সময় পেলে এগুলো নিয়ে কিছু না কিছু বানাতে বসে যাই।গ্লিটার আর্ট পেপারের নিচে যে আঠা থাকে এই আঠার কারণে বিভিন্ন জিনিস বানিয়ে তেমন আরাম পাওয়া যেত না। তৌহিদা আপুর একটি পোস্টে দেখতে পেলাম যে এই পেপার এর নিচে পাউডার দিলে আঠা চলে যায়। তার কথা মতো আমিও পাউডার দিয়ে দেখলাম। আসলেই খুব ভালো একটি বুদ্ধি দিয়েছেন আপু। পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই আঠাগুলো চলে যায়।এই আঠাগুলো এত বাজে থাকে যে এগুলো দিয়ে লাগালে দুই এক মিনিট পরেই আবার খুলে যায়। এগুলো থাকলে আবার গ্লু গানের আঠা লাগতে চায় না। যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের পাখির বাসা তৈরি। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- গ্লিটার আর্ট পেপার
- গ্লু গান
- কাঁচি
- পেন্সিল
- কাঁচি
- গ্লু গান
প্রথমে একটি লম্বা গ্লিটার আর্ট পেপার নিয়ে নিচের দিকে এভাবে গোল করে এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
![]() | ![]() | ![]() |
|---|
উপরের গোল করে কাটা অংশের মাপে সাদা গ্লিটার পেপার এর উল্টো সাইডে এঁকে নিয়েছি। তারপর চিকন করে বাড়তি করে একটু কেটে নিয়েছি। তারপর সবুজ গ্লিটার আর্ট পেপারের কাটা অংশের উপরে লাগিয়ে দিয়েছি।
![]() | ![]() | ![]() |
|---|
এখন গ্লিটার আর্ট পেপারটিকে এভাবে গোল করে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন এই গ্লিটার আর্ট পেপারটিকে সবুজ আরেকটি গ্লিটার আর্ট পেপার এর উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর নিচের অংশ গোল করে কেটে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এখন সাদা একটি গ্লিটার আর্ট পেপার চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। তারপর আগে থেকে বানিয়ে রাখা গোল অংশের চারপাশে লাগিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
সাদা একটি গ্লিটার আর্ট পেপারের উল্টো সাইডে অর্ধবৃত্ত এঁকে নিয়েছি তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
![]() | ![]() |
|---|
চিকন করে সাদা একটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়ে অর্ধ বৃত্তের উপরে লাগিয়ে অর্ধ বৃত্তটিকে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
![]() | ![]() | ![]() |
|---|
এই সাদা অংশটি আগের সবুজ অংশের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
সবুজ গ্লিটার আর্ট পেপার চিকন লম্বা করে কেটে নিয়ে সাদা অংশের চারপাশে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি।
![]() | ![]() |
|---|
সবুজ গ্লিটার আর্ট পেপারে এর ছোট্ট একটি ফুল কেটে নিয়েছি।
ফুলটি পাখির বাসার উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের পাখির বাসাটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|

























আপু আপনি অনেক সুন্দর ভাবে গ্লিটার পেপার দিয়ে পাখির বাসা তৈরি করেছেন। আমি মনে করি পাখি পোষা একটি শখ। জানিনা আপনি পাখি পালন করেন কি না। কিন্তু আমার টিয়া পাখি ছিল। যাইহোক এত সুন্দর ভাবে পাখির বাসা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনার মত আমাদেরও একটি টিয়া পাখি ছিল। অনেকদিন থাকতে থাকতে বেশ ভালই পোষ মেনে গিয়েছিল। কিন্তু খাঁচা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে উড়ে চলে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
তৌহিদা আপু ভালো পরামর্শ দিয়েছেন। তাই তো আপনি গ্লিটার পেপার দিয় সুন্দর সুন্দর আর্ট তৈরি করতে পারছেন।গ্লিটার পেপার দিয়ে তৈরি করা পাখির বাসাটি দেখতে অনেক সুন্দর হয়েছে।
ঠিক বলেছেন আপু তৌহিদা আপুর পরামর্শ কাজে লেগেছে। তা না হলে এই আঠা থাকলে কোন জিনিস বানাতে খুব অসুবিধা হয়। ধন্যবাদ আপু আমার পাখির বাসাটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে খুবই চমৎকার একটি পাখির বাসা বানিয়েছেন আপু। গ্লিটার আর্ট পেপার দিয়ে এত সুন্দর করে পাখির বাসা বানানো যায় তা আপনার পোস্টের মাধ্যমেই দেখতে পেলাম। তৌহিদা আপুর পোস্ট দেখে, তার বুদ্ধি কাজে লাগিয়ে আপনার বেশ ভালই উপকার হয়েছে দেখছি। গ্লিটার পেপার এর নিচে পাউডার দিলে আঠা চলে যায় আর এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আপনি খুবই সুন্দর একটি পাখির বাসা তৈরি করেছেন।আর সেই পাখির বাসাটি তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু তৌহিদা আপুর বুদ্ধি আমার বেশ ভালো কাজে লেগেছে । পাউডার দেয়ার কারণে আঠা একদমই চলে যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গ্লিটার আর্ট পেপারের পাখির বাসা তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই প্রশংসনীয় কাজ করেছেন। এমন কাজ গুলো অনেক ধৈর্য্য সহকারে করতে হয়। পাখির বাসা দেখে মনে হচ্ছে যেনো বাবুই পাখির বাসা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন ভাইয়া এই কাজগুলো অনেক ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করতে হয়। তার ফলেই অনেক বেশি নিখুঁত হয়। ধন্যবাদ আপনার সুন্দর জন্য।
অনেক সুন্দর হয়েছে।পাখিরা যদি ভাড়া বাসায় থাকত তবে এমন কিছু বাসা বানিয়ে ভাড়া দিতাম।আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিল।ধাপ গুলো সহজভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু এমন সুন্দর পাখির বাসা বানানোর প্রক্রিয়া শেয়ার করার জন্য।
পাখিরা ভাড়া নিলে তো ভালো হতো । এই খাঁচা বানিয়ে ভাড়া দিয়ে দিয়ে আমি বড়লোক হয়ে যেতাম । ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
@tipu curate 2
Upvoted 👌 (Mana: 0/5) Get profit votes with @tipU :)
ঠিক বলেছেন ভাইয়া গ্লিটার আর্ট পেপার দেখতে অনেক সুন্দর। এই জন্য এই পেপার দিয়ে যা বানানো যায় তাই ভালো লাগে দেখতে। আমার পাখির বাসা তৈরি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
আপনি গ্লিটার আর্ট পেপার ব্যবহার করে খুবই সুন্দর একটি পাখির বাসা তৈরি করেছেন। তৌহিদা আপুর পোস্ট দেখে তার বুদ্ধি কে কাজে লাগিয়ে আপনার বেশ ভালোই উপকার হয়েছে। এরকম কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার এই পাখির বাসাটি। এক কথায় অসাধারণ।
ঠিক বলেছেন ভাইয়া এরকম কাজগুলো করতে অনেক বেশি সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি গ্লিটার আর্ট পেপারের পাখির বাসা তৈরি চমৎকার হয়েছে। দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। আমিও চেষ্টা করব সামনে বানানোর জন্য।তৌহিদা আপু ভালো পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অবশ্যই আপু বাসায় চেষ্টা করে দেখবেন খুব একটা কঠিন না। সহজে বানাতে পারবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।