"পিতলের তৈরি কিছু ক্ষুদ্র শিল্পকার্য এর ফটোগ্রাফী"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। এখন একটু সুস্থ আছি আপনাদের আশীর্বাদে। আজ আমি আপনাদের সাথে পিতলের তৈরি কিছু শিল্প কার্যের ফটোগ্রাফী শেয়ার শেয়ার করবো। প্রায় অনেকদিন হলো আমি অসুস্থতার জন্য বাইরে যেতে পারি না। অনেকদিন পর আমি সন্ধ্যায় একটি ফার্নিচারের শোরুমে গিয়েছিলাম। সেখানে একটি বাচ্চাদের খাট ও একটি সোফা সেট দেখতে গিয়েছিলাম।আমার যাওয়ার কোনো প্রিফারেশন ছিল না। হটাৎ করেই সিদ্ধান্ত হলো। আপনারা হয়তো জানেন আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে। আর বিশেষ করে নিজের পছন্দ মতো ঘর সাজাতে খুব পছন্দ করি। তাই কাল সন্ধ্যায় আমরা তিন জনে গিয়েছিলাম আর ভাসুরের মেয়ে। আর কিছুদিন পর আমার জন্মদিন। তাই ভাবলাম এর এঘরটাকে একটু নতুন করে সাজাই। তাই আমার প্রিয়জনকে বলতেই সে রাজি হয়ে গেল। আমি শোরুমে গিয়ে দেখি পিতল দিয়ে বিভিন্ন কারুকার্য। কাজ গুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই তাড়াতাড়ি কিছু ছবি তুলে নিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি এই শিল্পকার্য গুলো আপনাদের ভালো লাগবে।
পিতল দিয়ে তৈরি সিংহের মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময়: ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ, কোলকাতা।
পিতলের তৈরি বুদ্ধমূর্তি।
ফটোগ্রাফী তোলার সময় : ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ, কলকাতা
পিতলের তৈরি একটি কাপল মূর্তি।
ফটোগ্রাফী তোলার সময়: ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
পিতলের তৈরি আদিবাসীর মূর্তি
ফটোগ্রাফী তোলার সময়: ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
পিতলের তৈরি হাতি।
ফটোগ্রাফী তোলার সময়: ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
পিতলের তৈরি ময়ূর।
ফটোগ্রাফি তোলার সময়: ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
পিতলের তৈরি আফ্রিকান মেয়ের মূর্তি।
ফটোগ্রাফি তোলার সময়: ৬ জানুয়ারী ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
পিতলের তৈরি হাতির মাথা বাঁধানো।
ফটোগ্রাফী তোলার সময়: ৬ জানুয়ারি ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
পিতলের তৈরি কিছু ফুলের ঝাড়।
ফটোগ্রাফী তোলার সময়: ৬ জানুয়ারি ২০২২
স্থান: পশ্চিমবঙ্গ ,কলকাতা
বৌদি ,কোথাও হঠাৎ করে প্ল্যান ছাড়া যাওয়ার মজাই ভিন্ন রকমের।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফিগুলি খুবই দক্ষভাবে নিপুনতার সহিত ক্যামেরাবন্দি করা।যা কোনো ফটোগ্রাফি বিষয়ে অভিজ্ঞ মানুষই করতে পারেন।প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।আপনারা দারুণ সময় কাটিয়েছেন,ধন্যবাদ বৌদি।শুভকামনা রইলো।
আপনাকেও ধন্যবাদ দিদি।
বৌদি আপনার ফটোগ্রাফি ছিলো অসাধারণ। আর পিতলের তৈরি শিল্পকাজগুলো দেখে মন ভরে গেছে। আর বৌদি আপনি কিছুটা সুস্থ্য আছেন জেনে অনেক ভালো লাগছে। আশা রাখি আপনি খুবই দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ্য হয়ে যাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️
সত্যি শোরুমের পিতলের তৈরি কারুকার্য গুলো অসাধারণ । আপনার তোলা চমৎকার ফটোগ্রাফি গুলো পিতলের কারুকার্য গুলোকে আরো সৌন্দর্যমন্ডিত করে তুলেছে । খুবই নীট অ্যান্ড ক্লিন খুব চমৎকার লাগলো ছবিগুলো । বিশেষ করে বুদ্ধমূর্তিটি 😍👌 অসাধারণ ।
বৌদি আপনার পছন্দের তারিফ করতে হচ্ছে, জাস্ট অসাধারণ । আমার কাছে ভালো লেগেছে ব্যপারটি । আসলে এই সব মূর্তি গুলো অনেক সুন্দর ও এগুলো অনেক দামি , দেখেই বোঝা যাচ্ছে ।
দিদি আপনার ফটোগ্রাফির পোস্টের মাধ্যমে অনেক অদেখা চিত্র দেখার সুযোগ পেলাম। খুব সুন্দর করে নিজের পস্টি সাজিয়েছেন ফটোগুলো অনেক দারুন হয়েছে।
বৌদি পিতলের মূতি গুলো অনেক ভালো লেগেছে। এই অব্দি যতগুলা পর্ব দেখেছি,তার মধ্যে এগুলা আমার কাছে বেস্ট ছিল।ফুলের ঝাড় এবং ময়ূর এর শিল্পকার্য বেশি ভালো লাগলো।ধন্যবাদ।
দিদি আপনার সুস্থতার কথা জানতে পেরে আমার খুবই ভালো লাগলো। আমি আপনার সার্বিক সুস্থতা কামনা করি। আর আপনার পছন্দের কোনো তুলনা নেই। আপনার পোষ্টের প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে দিদি। পিতলের প্রতিটি মুর্তি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার কাছে সবচাইতে বেশী ভাল লাগল পিতলের তৈরি সিংহের মূর্তি, পিতলের তৈরি বুদ্ধমূর্তি, পিতলের তৈরি কাপল মূর্তি এবং পিতলের তৈরি ফুলের ঝাড় এর মূর্তি গুলো। অসুস্থ থাকার পরেও এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য দিদি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
অনেক সুন্দর কিছু নিদর্শন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।যা হয়তো আগে কখনো দেখা হয় নাই।বিশেষ করে পিতলের ময়ুর।এক কথায় অসাধারণ।আপনাকে ধন্যবাদ বৌদি আমাদের মাঝে এইসব পুরাতন নিদর্শনগুলো শেয়ার করার জন্য।
বৌদি আজকের প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। পিতলের তৈজসপত্র কিংবা যে কোন জিনিস দেখতে খুবই দারুন লাগে। আর আজকের ফটোগ্রাফির প্রতিটি বস্তু পিতলের হওয়ায় তা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।