Steem-Bangladesh Contest : Diary Game by @tanvir612 (Diary-06)

in Steem Bangladesh3 years ago

" আসসালামু আলাইকুম "


  • শুরু করছি মহান আল্লাহ্‌র নামে ,
    আশা করি আল্লাহ্‌র রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত The Dairy Game কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে একটি ডায়েরি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

আজ সোমবার , ১৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, শরৎ-কাল।
২ রা' সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ।

📖 " আমার ডায়েরি-০৬"📖


⌚ সকাল বেলা:


IMG_20210906_111501.jpg

লোকেশন ( সকালের লাল জারা)

" “সব সময়ে ব্যস্ত থাকাই শেষ কথা নয়। পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে”

– হেনরি ডেভিড থোরেও। "

রোজকার মতই ৭ঃ৪৮ এ ঘুম ভাঙা ,অতঃপর দাত ব্রাশ ,গোসল দিয়ে সকালের নাস্তা ।নাস্তা বলতে আমি ভাত খাই সকালে অন্য কিছু খেলে আবার শান্তি হয় না আমার।রেডি হয়ে বাসার সামনে দারিয়ে, খানিকবাদেই অটো রিকশা করে অফিসে প্রবেশ ,অফিসের রাস্তার পাশের চোখ পড়ল এই লাল ফুলটার দিকে।অফিসে ঢুকে ডেস্কে বসে পড়লাম।গত রাতে ঘুম কম হয়েছিল তাই ঘুম ঘুব লাগছিল খুব এর মধ্যে চা দিয়ে গেল চা খেতে খেতে ইউটিউবে গান শুনছিলাম খানিকক্ষণ।

WhatsApp Image 2021-09-08 at 10.37.00 AM.jpeg

লোকেশন ( লাল চা )

চা খেয়ে ঘুম ভাব টা চলে গেল । হাতের কাজে মনো নিবেশ করলাম।


⌚দুপুর বেলা:


লোকেশন (হেলিকপ্টার )

অফিস থেকে বের হয়ে বাসা যাচ্ছি এমন সময় একটা হেলিকপ্টার অনেক নিচ দিয়ে উড়ে গেল। বাসায় এসে দুপুরের খাবার সেড়ে নিলাম।বাসায় থেকে অফিসে আসলাম ।স্যার আমাকে ডেকে পাঠাল ,স্যারের রুমে ঢুকতেই বলল ভালুকা যেতে হবে এখনই স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি ভিজিট করতে।তখন সময় দুপুর ২ঃ৩০। এই সময়ে গাজিপুর থেকে ভালুকা গিয়ে আবার ফিরে আসাটা সহজ না যেতে ইচ্ছে করছিল না তবুও যেতে হচ্ছে। অফিসের গাড়ি চলে এসেছে ।ব্যাস ডায়েরি ও লেজার মেজারমেন্ট মেশিন নিয়ে উঠে পড়লাম গাড়িতে।


⌚বিকেল বেলা :


রওনা দিয়েছি ভালুকার উদ্দেশ্যে, মির্জাপুর থেকে গুগল ম্যাপ দেখে একটা শর্টকাত রাস্তা নিলাম ।কিছু দূর যেতেই মুগ্ধ হয়ে গেলাম রাস্তার ২ ধারের সারি সারি গাছ দেখে অনেক টা সিলেটের রাস্তার ফিল পাচ্ছিলাম।

WhatsApp Image 2021-09-08 at 10.59.57 AM.jpeg

লোকেশন ( চলন্ত গাড়ি থেকে রাস্তার ছবি )

এখন বেশ ভাল লাগছে। হেডফোনে হালকা করে গান ছেড়ে দিলাম আর প্রাকৃতিক মনোরোম দৃশ্য উপভোগ করতে থাকলাম। অবশেষে চলে আসলাম গন্তব্যে বিকাল ৫ঃ০২ বাজে।

IMG_20210908_110955.jpg

লোকেশন ( ফ্যাক্টরি ভিজিটে এসে )


⌚সন্ধ্যে বেলা:


প্রথমে ফ্যাক্টরি টা একটু ঘুরে দেখলাম। ও অফিসের রিকোয়ারমেন্ট অনুযায়ি তথ্য ও কিছু ছবি সংগ্রহ করলাম।

WhatsApp Image 2021-09-08 at 11.16.47 AM.jpeg

WhatsApp Image 2021-09-08 at 11.16.47 AM (1).jpeg

লোকেশন (ফ্যাক্টরি ভিজিট ও ছবি সংগ্রহ )

ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এর সাথে কথা বললাম । এরপর অফিসে ফোন দিয়ে সব কর্মকান্ডের কথা বললাম এবং চলে আসার অনুমতি পেলাম।


⌚ রাত:


আজকের মত কাজ শেষ। ফিরতে হবে এখন ঘরিতে সময় তখন ৭ঃ২০ মিনিট । আল্লাহর নাম নিয়ে বের হলাম ফ্যাক্টরি থেকে গাড়ির গ্যাস প্রায় শেষ এদিকে ক্ষুধাও লেগে গেছে। কিছুদুর গিয়ে একটা পাম্প এ গ্যাস নিলাম পাশেই দেখি স্ট্রীট ফুড এর দোকান গিয়ে দেখি পায়া নলি ও হালিম বিক্রি করছে ব্যাস ড্রাইভার আর আমি বসে পরলাম ।

WhatsApp Image 2021-09-08 at 11.34.14 AM.jpeg

লোকেশন ( স্ট্রীট ফুড খাওয়া )

গাড়ি ও পেট ২টাই তাজা হয়ে গেছে ।আবার গাড়িতে ঊঠে রউনা দিলাম। রাত ৯ঃ৩০ এ অফিসে চলে আসলাম।
১০ঃ১২ মিনিটে বাসায় পৌছে গেলাম।খুব ক্লান্ত লাগছিল গোসল সেরে খাবার খেয়ে নিলাম।এরপর ঘুমানোর জন্যে বিছানায় চলে গেলাম।


তো বন্ধুরা এই ছিল আমার সেদিনের ডায়েরি আশা করছি আপনাদের ভাল লেগেছে।আজকে এ পর্যন্তই ভাল থাকবেন সবাই ।

"আল্লাহ হাফেজ"

Sort:  
 3 years ago 

সুন্দর একটি দিন কাটিয়েছেন।

 3 years ago 

thankyou brother