Perk N Smirk
location: Perk N Smirk
item:Whole Chicken Platter
চায়ের দেশে কফির দৌরাত্ব অনেক দূর, তবে অনেকগুলো ভালো ভালো কফিশপ গড়ে উঠেছে শহরের আনাচে কানাচে। অনেকগুলো দেশের কোনো উদ্যোক্তার আবার কিছু আছে বহুজাতিক। তবে আমার মতে দেশি উদ্যোক্তাদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব, এমনই একটি উদ্যোগ হচ্ছে উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউয়ের BLACK DROP, বেশ খোলামেলা ছিমছাম গোছের কফিশপ। আড্ডাবাজির জন্য ভালো, আছে স্মোকিং জোন, মিটিং রুম, সুপ্রশস্থ ডাইনিং এরিয়া।
কফির স্বাদ নিয়ে কিছু বলবো না এটা যার যার স্বাদের উপর নির্ভর করে, আমি ডার্ক কফি পছন্দ করি অবশ্যই চিনি ছাড়া। কফি আমার বেশ ভালো লেগেছে, অফিসের কাছে হওয়ায় হরহামেশাই যাওয়া হয়। ভালো লাগার মত জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন আর আলোবাতাসে পরিপূর্ন।
খরচ আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, যদিও এটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার মত একটা ব্যাপার। কফির সর্বনিম্ন মূল্য ১৬০ টাকা থেকে শুরু করে ৬৫০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। অনেকগুলো অপশন আছে নানা পদের নানা নাম সব মনে নেই। গিয়ে ঘুরে আসতে পারেন ভালোলাগবে।
- A whole B.B.Q Chicken
- Special Fried Rice
- Mixed Vegetable
- Grilled Potato
- Two Ice Cream
- Two Beverage
Taste:8/10
Environment:8/10
price:499+ vat
মন্তব্য:অফার চলতাছে!! অফারের খাবার ভালো হই খুব ই কম|কিন্তু ওদের প্লাটার টা অফার হলেও ভালো ছিল স্পেশালি ওদের B.B.Q চিকেন টা ,জুসি ছিল এবং স্বাদ ভালো লাগছে| দুই জন এর জন্য পারফেক্ট


You got a 1.46% upvote from @buildawhale courtesy of @tanvirrahman!
If you believe this post is spam or abuse, please report it to our Discord #abuse channel.
If you want to support our Curation Digest or our Spam & Abuse prevention efforts, please vote @themarkymark as witness.