|| কবিতা : কাঠের পা ||
প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।
আজ একটি কবিতা লিখলাম। কবিতাটির নাম 'কাঠের পা'। আমরা জীবনে বেঁচে থাকার প্রয়োজনে কত কিছুই না করে বেড়ায়! ঘুরে বেড়ায়। কিন্তু মনের মধ্যে অনেক সময় শক্তি থাকে না, কোন জোর থাকে না!
মানুষ হাজার ভিড়ের মাঝে চলে ঠিকই কিন্তু সব পা-য়ে কি সমান জোর থাকে? কোন কোন পা হাঁটতে হয় চলতে হয় বলেই হাঁটে। হাজার ভিড়ের মাঝে হয়তো কিছু মানুষ আছে যারা ভেতরে শুয়ে আছে। দাঁড়াতে পারছে না।
জীবনে হাজার রকম কষ্ট, ব্যথা নিয়ে মানুষ চলতে থাকে। হাসতে থাকে। কিছুই জানতে পারি না আমরা বাইরে থেকে। অথচ ভালোভাবে যদি তল্লাশি করা যায় সেই হাসির ভেতরে বহু কান্নার গল্প লুকিয়ে আছে দেখা যাবে। ভেতরে কেউ ভালো নেই। সুস্থ নেই। কিন্তু আমরা তা দেখতে পাই না।
ঈশ্বর মন বলে যে জিনিসটি তৈরি করেছে তা সত্যি বড় আশ্চর্যের। যদি তাহা দেখা যেত বাইরে থেকে তবে এই পৃথিবীর রূপ অন্যরকম হয়ে যেত। একটা মানুষ কি আসলেই একটাই মানুষ? তা আমার মনে হয় না। এক মানুষের ভেতরে আরেক মানুষ থাকে। তাকে দেখতে পায় না ঠিকই, সে হয়তো অদৃশ্য! কিন্তু তার প্রভাব বাইরের চোখ হাত-পা ওয়ালা মানুষটির থেকেও অনেক বেশি জোরালো। সেই অদৃশ্য মানুষের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। তার প্রভাবেই বাইরের জগতটা তৈরি হয়। তার প্রভাবেই বাইরের মানুষটা চলাফেরা করে।
আকাশ কালো মেঘ,
গাছ-পালা, বাড়ি-ঘর উড়ে যাবে এমন
হাওয়া। পৃথিবী অন্ধকার হয়ে এসেছিল।
শেষ বারের মত দেখলাম।
যতদূর অব্দি দেখা গেল দেখলাম।
সেদিন ফিরে এসেছিলাম এক-ঘর
অন্ধকার নিয়ে।
সেদিন আর আলো চাইনি। ওই দেখার পর
আর কিছু দেখার থাকে না পৃথিবীতে।
তাই এক-ঘর অন্ধকার হাতে করে নিয়ে এসেছিলাম।
আঁধারের নিমজ্জন কখনো কখনো
ভালো রাখে মানুষকে।
সবার জন্যে বাঁচতে হয়, হাঁটতে হয়...
সব পদক্ষেপেই কি প্রাণ থাকে?
কোনো কোনো মানুষ এমনি হাঁটে রোজ
কাঠের মত পা ফেলে।
কাঠের মত পা নিয়ে।
মাটির হৃদয়ে কান পাতলে শোনা যায়
কোন পা এমনি হাঁটে...
কেবল হাঁটতে হয়, চলতে হয় বলে!
রোজ জীবনের লড়াই গুলো কোমল হোক ধীরে।
আজ এই অব্দি রইল। আগামীকাল আবার নতুন কিছু কথা নতুন একটি লেখা নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন ধন্যবাদ।
সত্যি মানুষের উপর দেখে বোঝা যায় না। একটা মানুষ কেমন আছে, কিভাবে আছে। অনেকে আছে হৃদয়ে ক্ষতবিক্ষত জ্বালা তারপরেও বলে ভালো আছি। কাঠের পাক কবিতাটি চমৎকার হয়েছে ভাই আপনার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।
একদম ভিতরে ভিতরে আমরা সবাই দুঃখী।কেবল মানুষকে দেখানোর জন্য মুখে হাসি রাখি।আর একদম ঠিক বলেছেন দাদা সব পদক্ষেপে প্রাণ থাকে না। 🖤🤘
কবিতা পড়ে তার ওপর মন্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার তৈরি করা কাঠের কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এই কবিতাটিতে আপনি একজন মানুষের জীবন কিছু অংশ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন।
আপনার জন্য শুভকামনা রইল