ব্যাচেলর পয়েন্ট সিজন - ৪ (লাস্ট এপিসোডের রিভিউ)
🌼আসসালামুআলাইকুম/আদাব🌼
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
ব্যাচেলর পয়েন্ট নাটক যারা দেখেন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই । তারা ভালো করেই জানে ব্যাচেলর পয়েন্ট আসলেই কেমন। আর ব্যাচেলর পয়েন্ট নাটক সম্পর্কে যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলব ব্যাচেলর পয়েন্ট নাটক যে কারো মন ভালো করার জন্য যথেষ্ট। এই নাটকে রয়েছে আবেগ,ইমোশন , বিনোদন, সবকিছুই । তরুণ প্রজন্মদের কাছে খুবই জনপ্রিয় একটি নাটক। আমার কাছে বাংলাদেশের মধ্যে সবথেকে প্রিয় নাটক হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। আজকে ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ (লাস্ট-এপিসোড) রিভিউ করতে যাচ্ছি।
পরিচালক | কাজল আরেফিন অমি |
---|---|
লেখক | কাজল আরেফিন অমিও তৌহিদ তালুকদার |
প্রযোজক | মাসুদুল হাসান ও তৌহিদ তালুকদার |
মিশু সাব্বির | জিয়াউল হক পলাশ |
---|---|
তৌসিফ মাহবুব | শামীম হাসান সরকার |
চাষী আলম | মারজুক রাসেল |
সাবিলা নূর | নাদিয়া আফরিন মিম |
তানজিন তিশা | সঞ্জনা সরকার রিয়া |
সিফাত শাহরিন | ফারিয়া শাহরিন |
সুমন পাটোয়ারী | মুসাফির সৈয়দ বাচ্চু |
মুকিত জাকারিয়া | শরাফ আহমেদ জীবন |
মোঃ সাইদুর রহমান পাভেল | শিমুল শর্মা |
সঞ্জনা সরকার রিয়া | সহ আরো অনেকে |
ব্যাচেলর পয়েন্ট সবগুলো সিজন আমি খুব ভালোভাবে দেখেছি। গতকাল পঁচিশে ডিসেম্বর ব্যাচেলার পয়েন্ট সিজন - ৪ এর শেষ এপিসোড, এপিসোড নম্বর ১১৬ রিলিজ হয়। কিন্তু আমি আজকে লাস্ট এপিসোডটা দেখেলাম । ব্যাচেলর পয়েন্ট সিজন -৪ এর লাস্ট এপিসোডটা আমার কাছে কেমন লেগেছে তার একটা রিভিউ আপনাদের সামনে আজকে তুলে ধরবো ।
স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে
লাস্ট এপিসোড এর শুরুতেই অভিনেতাদের নাম এবং পরিচালকের নাম দেখানোর পর শুভ এবং অন্তরার ঝগড়ার মাধ্যমে এপিসোডটি শুরু হলো। অন্তরা হচ্ছে শুভর একপ্রকার গার্লফ্রেন্ড নোয়াখালীতে থাকে। অন্তরা ফোন করে শুভকে প্যারা দিতে থাকে বিয়ের জন্য। তারপর কাবিলা এসে শুভর পাশে বসে তাদের ভাড়াবাড়ি দখলের ব্যাপার নিয়ে আলোচনা করে। এই এপিসোডে সবাই এক প্রকার হতাশা এবং টেনশনের মধ্যে রয়েছে। তাদের রুমমেট বোরহান ভাই তাদের ভারাবাড়িটি অন্যায়ভাবে দখল করে নিয়েছে। ব্যাচেলারা যে ভাড়াবাড়িতে থাকতো সে বাড়িটি আবার তাদের বন্ধু নাবিলাদের।
স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
বোরহান ভাই চালাকি করে নাবিলার বাবার ব্যাংক অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা পাঠিয়ে অন্যায় ভাবে আইনের সহযোগিতায় নাবিলাদের বাড়িটি দখল করে নেয়। ব্যাচেলারা সবাই নাবিলাদের বাড়িতেই ভাড়া থাকতো। তখন কোর্ট থেকে বাড়িটি খালি করার নির্দেশ আসে। তাদের এই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে এই বাড়ি ছেড়ে সবাইকে চলে যেতে হ হচ্ছে তাই তারা সবাই ইমোশনাল হয়ে পড়ে।
স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
তারপর বোরহান ভাই ভিলেন স্টাইলে বাড়িতে প্রবেশ করে । তারপর সে তার আসল পরিচয় দেয়। তারপর ক্রিমিনালের মত ঠান্ডা মাথায় অনেক কথা বলে। কিন্তু এদিকে কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই , নাবিলা সকলেই বোরহান ভাইয়ের উপর ক্ষিপ্ত কারণ সে অন্যায় ভাবে তাদের বাড়িটি দখল করে নিয়েছে। তারপর সবাই ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
তারপর শুভ, কাবিলা, পাশা ভাই এবং হাবু ভাই পিক আপ ভ্যানে করে তাদের আসবাবপত্র নিয়ে নতুন ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাস্তার মাঝখানে তারা একে অন্যকে গালাগালি করে। কাবিলা হাবু ভাইকে ব্লেম দিতে থাকে কারণ হাবু ভাইয়ের কারণে বোরহান ভাই ফ্ল্যাটে উঠেছিল।
স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
তাড়াতাড়ি এক বন্ধুর বাসায় উঠার জন্য পিকআপ ভ্যান ব্রেক করে রাস্তার মধ্যে গল্প করছিল আর জিনিসপত্রগুলো উপরে ওঠা ছিল তখন শুভ ভিডিওতে দেখে বাচ্চু ভাই ২৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আটক হয়েছে। তারা আবার অনেক হতাশ হয়ে যায় কারণ শুভ এবং হাবু ভাই বাচ্চু ভাইকে ৫ লাখ টাকা দিয়েছিল ব্যবসা করার জন্য তাদের টাকা পুরোটাই লস। তখন হাবু ভাই অনেক কান্নাকাটি শুরু করে দেয় ।
স্ক্রিনশট ইউটিউব থেকে নেওয়া হয়েছে।
তারপর বোরহান দখল করা বাড়ির সামনে বসে আরাম করছে এবং তার সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলছে। তারপর হঠাৎ ফোনে কথা বলার সময় শিমুল হঠাৎ করে বোরহান ভাইয়ের পিছনে এসে বোরহান ভাইয়ের পশ্চাৎদেশে খুর দিয়ে একটা পোজ মেরে দেয়। তারপর শিমুল দৌড়ে পালিয়ে যায়। বোরহান ভাইয়ের পশ্চাৎদেশ থেকে রক্তক্ষরণ হতে থাকে। তার সিকিউরিটি গার্ড শিমুলকে গুলি করে কিন্তু কোন গুলি লাগে না শিমুল পালিয়ে যায়। এখান থেকেই ব্যাচেলার পয়েন্ট সিজন-৪ শেষ হয়ে যায়। তবে নাটকের ভাবভঙ্গি দেখে মনে হলো সিজন ফাইভ আবার আসবে।
ব্যাচেলর পয়েন্ট নাটক নিয়ে আমার কিছু কথা |
---|
অনেকদিন থেকে আমি ব্যাচেলর পয়েন্ট নাটক দেখি। অনেক ভালো লাগে আমার। কারণ এই নাটকের প্রত্যেকটা চরিত্র সাংঘাতিক রকমের ভালো অভিনয় করে। তরুণ প্রজন্মের কাছে নাটকটি সবথেকে বেশি জনপ্রিয়। নাটকটি আমার ইমোশনের সাথে মিশে গেছে। লাস্ট এপিসোডটা আমি অনেক ভালোভাবে উপভোগ করেছি।আশা করি সিজন ৫ আবার আসবে আবার মজা হবে ইনশাআল্লাহ।
আপনাদের সুবিধার্থে নাটকের লিংক নিচে দিয়ে দিচ্ছি।
[Bachelor point season-4 episode 116]
🌹ধন্যবাদ সবাইকে
চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন
FacebookInstagramTwitter
ভাই লাস্ট এপিসোডটা কি ছিল!!এতো পেইন একসাথে,ভাই রে ভাই।পুরো অংশটা প্যাথেটিক হলেও লাস্ট মোমেন্টে বোরহানের পেছনে পোঁচ দেয়ার সিনটা অনেক হাসিয়েছে🤣🤣।
আশা করি সিজন ৫ আসবে তাড়াতাড়িই। ভালো ছিল রিভিউ।
আপনার কমেন্ট দেখে বুঝতে পারলাম আপনি ব্যাচেলর পয়েন্ট নাটকের একজন বড় ধরনের ফ্যান। আমাদের জেনারেশনের প্রায় সবাই ব্যাচেলর পয়েন্ট দেখে বলে আমি মনে করি। সিজন ফাইভ এর জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। ইনশাআল্লাহ পরবর্তী রিভিউ গুলা অনেক ভালো করে দেওয়ার চেষ্টা করব।এত সুন্দর করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ফারহান তানভীর ভাই।🥀
ব্যাচেলর পয়েন্ট নাটকের কিছু পর্ব আমি দেখেছি খুব ভাল লেগেছিল। কিন্তু সময় এবং অবস্থানের জন্য সব দেখতে পারিনি। আপনার ব্যাচেলর পয়েন্ট নাটকের শেষ পর্বের রিভিউ পড়ে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। খুব সুন্দরভাবে রিভিউ দিয়েছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনি ব্যাচেলর পয়েন্ট নাটক দেখেন শুনে খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো রিভিউ দিলে আরো অনেক ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব।