লেভেল ৩ হতে আমার অর্জন - By @tashik121

today 02 November,2022
আজ ১৭ই কার্তিক,১৪২৯ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম/আদাব🌼


🌹

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে জানাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 😌

IMG_20221102_163205.jpg

আজকে আমি #abb-level03 এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার শ্রদ্ধেয় প্রফেসরগণ লেভেল ৩ এর ক্লাসে মার্কডাউন, কনটেন্ট এবং কিউরেশন নিয়ে আমাদের ২৩ তম ব্যাচের সাথে বিস্তারিত আলোচনা করে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। আমি উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে প্রফেসরদের কাছে থেকে স্পষ্ট ধারণা লাভ করেছি। এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমার প্রফেসরদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। প্রফেসররা অনেক সুন্দর ভাবে আমাদের ভাইবা পরীক্ষা নিয়েছিলো। আমাদের ব্যাচের আমিসহ চারজন আমরা ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হই।✌️

🗣️ প্রশ্ন উত্তর পর্ব 🗣️


১. মার্কডাউন কি?

উত্তর : আমাদের পোষ্টের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং লেখাকে দৃষ্টি নন্দন করতে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করতে হয়, যাদেরকে আমরা মার্কডাউন বলে থাকি। মার্কডাউন হলো আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যট।

২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে, নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড/ইটালিক করতে চাইলে, আমাদের মার্কডাউন ব্যবহার করতে হবে। প্রয়োজনে লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে, লেখার মাঝে ফটোযুক্ত করতে চাইলে এবং প্রয়োজন মতো ফটোকে ডানে কিংবা বামে নিতে চাইলে, মার্কডাউন সবচেয়ে কার্যকর পদ্ধতি। আমরা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সবাই পছন্দ করি তাই সুন্দর এবং আকর্ষণীয় পোস্ট করে কিউরেটরদের কাছ থেকে পর্যাপ্ত রিওয়ার্ড অর্জন করার জন্য মার্কডাউন কোডের ব্যাপক গুরুত্ব রয়েছে।

৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর: মার্কডাউন কোডের আগে চারটা স্পেস দিলেই মার্কডাউন কোডটি দৃশ্যমান হবে।
যেমন :

আমি বাংলাদেশের নাগরিক।

<center>আমি বাংলাদেশের নাগরিক।</center>

৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

UserPostsSteem Power
User110500
User2209000

উত্তর:উপরের টেবিল তৈরি করতে যে সকল মার্কডাউন কোডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হল।
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ সোর্স উল্লেখ করতে চাইলে প্রথমে থার্ড ব্রাকেটের মধ্যে [সোর্স] লিখতে হবে এবং তারপর ফার্স্ট ব্রাকেটের মধ্যে (লিংক) বসাতে হবে। ফলাফল নিচে দেওয়া হল -

Facebook

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:

Tashik

Tashik

Tashik

Tashik
Tashik

বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোডগুলো নিচে দেওয়া হল-

# Tashik
## Tashik
### Tashik
#### Tashik
##### Tashik
###### Tashik

৭. টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

উত্তরঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি নিচে দেওয়া হল-

<div class="text-justify">Steemit</div>

৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া উচিত?

উত্তরঃ

• জ্ঞান।
• অভিজ্ঞতা।
• সৃজনশীলতা।

৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ আমরা যদি আমাদের কনটেন্টের টপিকের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন না করি অথবা যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকে তাহলে আমরা সেই কন্টেনটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারব না তাই কনটেন্টের টপিক সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা থাকা খুবই প্রয়োজন।যে বিষয়ে কারো সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা বেশি রয়েছে কনটেন্ট তৈরির ক্ষেত্রে তার উচিত হবে সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া। কারণ যে বিষয়ে কেউ ব্লগ লিখবে সে বিষয়ে যদি তার যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে সেই ব্লগটি সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। তাই পাঠকদের কাছে কোন ব্লগ আকর্ষণীয় করতে চাইলে অবশ্যই সেই ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রিওয়ার্ড পাবেন ?

উত্তরঃ আমি যদি কোন পোস্টে $7 এর ভোট দেই তাহলে আমি কিউরেশন রিওয়ার্ড পাব $3.5। আর স্টিম কয়েনের মূল্য যদি $0.50 থাকে তাহলে 7 স্টিম পাব।যেহেতু কিউরেটরদের sp দেওয়া হয় তাই আমি এই 7 স্টিম পাব sp হিসেবে।

১১. সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য কেউ পোস্ট করার সাথে সাথে ভোট দেওয়া যাবে না সঠিক সময় বুদ্ধি খাটিয়ে ভোট দিতে হবে। পোস্ট করার ৫ মিনিট পর থেকে পরবর্তী ৬ দিন ১২ ঘণ্টার মধ্যে ভোট দিতে হবে। ট্রেন্ডিং পোস্টে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। বড় কোন ভোট পড়ার আগে ভোট দিতে হবে। কোয়ালিটি পোস্ট খুঁজে প্রথমদিকে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব।

১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে,নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ অবশ্যই @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।কারণ যার স্টিম পাওয়ার কম সে ভোট দিলে ২/৩ সেন্ট এর ভোট পড়তে পারে এতে করে সে রিওয়ার্ডও কম পাবে। আর @Heroism কে ডেলিগেশন করলে কোয়ালিটি পোস্ট খুঁজে খুঁজে বড় মাপের ভোট দিতে পারবে। এতে করে রিওয়ার্ডও বেশি পাওয়া যাবে। তাই বেশি আর্ন করতে হলে অবশ্যই @Heroism কে ডেলিগেশন করা উচিত।


আমি লেভেল ৩ এর ক্লাস থেকে প্রফেসরদের মাধ্যমে যেগুলা শিখেছি সেগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।😇

আমার সংক্ষিপ্ত পরিচয়

IMG_5972 (1).JPG

আমার নাম মোহাম্মদ তাশিক। আমি বাংলাদেশের নাগরিক। আমাকে সবাই আশিক নামেই চেনে। আমি বর্তমানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আমি ফটোগ্রাফি এবং ট্রাভেলিং করতে অনেক পছন্দ করি।

ধন্যবাদ


Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ভাবে লেবেল থ্রি এর বিষয়গুলা আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে মার্ক ডাউনের ব্যাপারে সুন্দর আলোচনা করেছেন।। আপনার পোস্টটি পড়েই বুঝতে পারলাম যে আপনি মনোযোগ সহকারে ক্লাস গুলা করে সুন্দরভাবে পোস্টের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🥀 আপনাদের এমন মন্তব্য আমাকে কাজ করার জন্য অনুপ্রেরণা জোগাবে।

 2 years ago 

আমার দেখা বেশ ভাল উত্তর পত্রগুলোর মধ্যে আপনার টি একটি।আপনার ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আপনি বেশ ভালভাবে মার্ক ডাউন গুলো আয়ত্ব করছেন।আর মনে রাখবেন আগে দর্শনধারি তারপর গুণ বিচারি।তাই লেখা সুন্দর করতে হবে, আর লেখা সুন্দর করতে মার্কডাউন এর কোন বিকল্প নেই।শুভ কামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। আপনার মন্তব্যটি পড়ে বুঝতে পারলাম যে আপনি আমার পোস্টটি অনেক ভালোভাবে পড়েছেন। আপনাদের এমন মন্তব্য থেকে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায় 😇

 2 years ago 

দারুণ লিখেছেন। লেভেল ৩ এর সকল বিষয়বস্তু আপনি খুব ভালো ভাবে আয়ত্ব করেছেন যা আপনার লেখার কোয়ালিটি দেখেই বুঝা যাচ্ছে। অভিনন্দন আপনাকে। পরবর্তি লেভেল গুলোর জন্য শুভকামনা রইলো ভাই।

দোয়া করবেন যাতে সবগুলো লেভেল ভালোভাবে পাশ করে আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার হইতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো কনটেন্ট উপহার দিতে পারি। 😇

 2 years ago 

আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন, আপনার আগামী লেভেলের জন্য শুভকামনা রইল।।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥀