ফটোগ্রাফি : গোলাপ ফুলের ফটোগ্রাফি
26.3.25
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।গোলাপ ফুলের সৌন্দর্য ও বরাবরই আমাকে মুগ্ধ করে। আজ আমি যে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি করেছি এটির দিকে তাকিয়ে থাকবেনা এমন মানুষ পাওয়া যাবে না। আমি যখন এই ফটোগ্রাফিটি করেছি এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম ফটোগ্রাফি গুলো থেকে। ফুলটার সৌন্দর্য যে কেউই দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। বরাবরে আমি ছোটবেলা থেকে গোলাপ ফুলের জন্য মুগ্ধ। আসলে এধরনের চমৎকার গোলাপ ফুলগুলো সবসময় নার্সারিতে পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে আমি অবশ্যই শীতের মৌসুমে বাড়িতে লাগানোর জন্য নিয়ে আসতাম। আসলে বর্তমানে আমাদের দেশের প্রায় 300 প্রজাতির গোলাপ ফুলের গাছের সন্ধান রয়েছে। যা google এ সার্চ দিলে বলা হয়। আজকের এই ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
device : Redme note 9
লোকেশন পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






https://x.com/TASonya5/status/1904821182408646727?t=CVHuVU5QlDUihsIEa7R62A&s=19
I am really happy to see this photograph you have taken. Because you have done great professional photography from all angles.