টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুরবস্থা

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দুদিন আগে বাংলাদেশের সাথে শ্রীলংকার টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এটা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগের টেস্ট ম্যাচে বাংলাদেশ বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। কাজের চাপে খেলা খুব একটা বেশি দেখা হচ্ছে না। তারপরেও চেষ্টা করছি যতটুকু সম্ভব খোঁজখবর রাখতে। তবে খোঁজখবর রাখতে গিয়ে চূড়ান্ত হতাশ হয়ে পড়েছি। এতদিন পরেও আমাদের খেলায় খুব একটা উন্নতি হয়নি। বিশেষ করে সিনিয়র ক্রিকেটের গুলো ছাড়া আমাদের এখন পর্যন্ত কোনো ভালো মানের প্লেয়ার তৈরি হয়নি। অথচ একটা দেশের ক্রিকেটের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে তাদের পাইপ লাইন স্ট্রং থাকা। ভালো মানের খেলোয়ারদের সরবরাহ নিশ্চিত করা। আর এটা করার জন্য আপনার ঘরোয়া ক্রিকেটের উন্নতি ঘটানো ছাড়া কোন বিকল্প নেই। কারণ প্লেয়ার তো আপনি রেডিমেড তৈরি করতে পারবেন না।

Screenshot_20240401_115123.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে rabitholebd channel থেকে

একটা প্লেয়ারের ভালোভাবে বেড়ে ওঠার পেছনে ঘরোয়া ক্রিকেটের অবদান অনেক বেশি। কিন্তু বর্তমানে আমাদের দেশে ক্রীড়াঙ্গনে রাজনীতি ঢোকার ফলে ঘরোয়া ক্রিকেটের অবস্থা এখন ভয়াবহ। যে কটা টুর্নামেন্ট হয় সেগুলো নামে মাত্র। সেখানে প্লেয়ারদের দিকে নজর দেয়ার কারো সময় নেই। তাই এতগুলো বছর পরেও আমাদের মুশফিক, তামিম, সাকিব এদের কোন ভালো বিকল্প আসেনি। প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর মনে করেছিলাম এই টেস্টটিতে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। যদিও এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এই টেস্ট কোন দিকে গড়াবে। আর এই টেস্টে বাংলাদেশ দলের শক্তিও কিছুটা বেড়েছে। কারণ সাকিব আল হাসান দলের সাথে যোগ দিয়েছেন। যদিও তাকে নিয়েও এখন প্রচুর বিতর্ক চলছে। যাই হোক যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা থেকে কিছুটা সরে এসেছি। আমাদের বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডবের পর আর কোন বড় নাম আসেনি। বেশকিছু প্লেয়ার এসেছিলো কিন্তু তারা কয়েকটা ম্যাচ ভালো খেলার পরেই খেই হারিয়ে ফেলে। এর পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে তারা মানসিকভাবে পরিপক্ক হওয়ার আগেই তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে আসা হয়। কিন্তু ঘরোয়া ক্রিকেটের কাঠামো যদি ভালো হতো তাহলে আমাদের এই প্লেয়ার গুলো মানসিকভাবে পরিপক্ক হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আসতো।

অথচ ঘরোয়া ক্রিকেটে ভালো করতে হলে আমাদের আশেপাশের উদাহরণের অভাব নেই। ইন্ডিয়ার দিকে তাকালেই আমরা বুঝতে পারি কিভাবে ঘরোয়া ক্রিকেটের উন্নতি ঘটানো যায়। আবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের কাঠামো থেকেও শেখার অনেক কিছু রয়েছে। একটা প্লেয়ার কে তৈরি করতে হলে তাকে একেবারে অল্প বয়সে থেকে গড়ে পিটে নিতে হয়। কিন্তু আমাদের দেশে আমরা সবসময় রেডিমেড প্লেয়ার চাই। যেটা আসলেই পাওয়া খুব কঠিন। এখন পর্যন্ত আমরা একটা বিশ্বমানের স্পিনার পাইনি সাকিব আল হাসান ছাড়া। এখন পর্যন্ত আমরা সেই রকম কোন ফাস্ট বলার পাইনি যাকে বিশেষ সেরা ৫ জন ফাস্ট বোলারের একজন বলা যেতে পারে। এখন পর্যন্ত আমরা এমন কোন ব্যাটসম্যান পাইনি যাকে বিশ্বের প্রথম পাঁচজন ব্যাটসম্যানের ভেতর একজন বলা যেতে পারে। এই ঘাটতি গুলো না কাটাতে পারলে আমাদের ক্রিকেট হয়তো এক সময় মুখ থুবড়ে পড়বে। এখন দেখা যাক আমাদের ক্রিকেট বোর্ডের বোধ উদয় হয় কিনা?

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55