যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা উচিত নয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নোংরা আবর্জনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


rubbish-143465_1280.jpg



লিংক

আমরা যে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি সেই পৃথিবীটা আমাদের কাছে স্বর্গ মনে হয়। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের পৃথিবীর মত এত সুন্দর গ্রহ আর মহাকাশে অন্য একটিও নেই। এই পৃথিবীর মধ্যে আমরা একটা সামান্য অংশ নিয়ে বসবাস করি। এছাড়াও জাতিগত ভেদে মানুষ কিন্তু আলাদা আলাদা হয়ে বিভিন্ন দেশ গঠন করেছে। আসলে পৃথিবী সৃষ্টির শুরুতে কিন্তু এরকম আলাদা আলাদা দেশ কখনোই ছিল না। আর এভাবে এখন বর্তমান সময় মানুষ যেহেতু তাদের নিজেদের কর্মকান্ডের সঙ্গে যাদের মিল থাকে তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় বসবাস করার চেষ্টা করে। আসলে প্রত্যেকে চায় যে তাদের দেশটা সব সময় সুন্দর থাকুক। আর প্রতিটা দেশ তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সবসময় করে থাকে।


কেননা বর্তমান সময়ে মানুষের ব্যক্তিগত পরিচয় নির্ভর করে তার পোশাকের উপর। অর্থাৎ কেউ যদি ভালো পোশাক পড়ে ঘুরে বেড়ায় তাহলে সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে এবং কেউ যদি খারাপ পোশাক পড়ে বেড়ায় তাহলে সবাই তাকে ঘৃণা করে। ঠিক তেমনি আমাদের চারিপাশের প্রকৃতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমাদেরকে কিন্তু বাড়ির লোক গুলো ভালো এবং খারাপ মনে করবে। আসলে এখানে এত কিছু বলার প্রধান কারণ হলো আমরা যেভাবে আমাদের চারিপাশের প্রকৃতিকে নষ্ট করছি এবং যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলছি তাতে করে কিন্তু প্রতিনিয়ত আমাদের চারিপাশের প্রকৃতি সবসময় দূষিত হচ্ছে। এছাড়াও কিছু নির্বোধ মানুষ সব সময় যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে আমাদের এই প্রকৃতিকে নষ্ট করে।


আসলে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলার ফলে সেই সব নোংরা আবর্জনা কিন্তু পচে দুর্গন্ধের সৃষ্টি হয়। আসলে এই দুর্গন্ধের ফলে কিন্তু সেই এলাকার চারিপাশে বসবাস করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায়। আর আমরা যদি আমাদের নিজেদের পরিবেশকে এবং চারিপাশের আঙ্গিনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে না পারি তাহলে কিন্তু অন্যান্য ব্যক্তিরা আমাদেরকে নোংরা বলে মনে করবে এবং আমাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এছাড়াও কোন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করতে কিন্তু সবার খুব ভালো লাগে। কিন্তু তাই বলে আমরা যদি যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলি এবং সেই নোংরা আবর্জনা কিন্তু পরবর্তীতে ড্রেনে গিয়ে সেই ড্রেনের জল প্রবাহ বন্ধ করে দেবে এবং সামান্য একটি বৃষ্টি হলে আমাদের এইসব অঞ্চলে জল জমে গিয়ে বন্যা সৃষ্টি হবে।


আসলে আমাদের সবাইকে সর্বপ্রথম সচেতন হয়ে যেখানে সেখানে যাতে আমরা নোংরা আবর্জনা না ফেলি সেদিকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কেননা আমরা যদি আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তারাও কিন্তু তাদের পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর এর ফলে আমরা এমন সুন্দর একটা পরিবেশ গঠন করতে পারব যেখানে কোন ধরনের নোংরা আবর্জনা থাকবে না। আর এই জন্য মানুষের এই খারাপ ধ্যান ধারণাকে পরিবর্তন করে যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় নোংরা আবর্জনা ফেলতে হবে। আর এর ফলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 11 days ago 

একেবারে যথার্থ বলেছেন,যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা একেবারেই উচিত নয়। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ ডাস্টবিন থাকা সত্ত্বেও, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে থাকে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সত্যি আপনার পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। প্রকৃতি ও পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং সচেতনতার অভাব আমাদের পরিবেশের ক্ষতি করছে। যেমন আপনি বলেছেন, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষিত হয়, যার ফলে আমাদের জীবনযাত্রাও বিঘ্নিত হয়।

আমরা যদি নিজেদের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করি, যেমন আবর্জনা সঠিক জায়গায় ফেলি, তাহলে আমাদের পরিবেশ সুন্দর ও সুস্থ থাকবে। এই ধরনের সচেতনতা বাড়াতে আপনার পোস্ট অনেক সহায়ক।

আশা করি, আরও বেশি মানুষ এই বিষয়টি গুরুত্ব সহকারে নিবে এবং আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পারব। ধন্যবাদ এমন একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।