মানসিকতা বদলালে বদলে যাবে সমাজ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সব সময় আমাদের সমাজকে দোষ দেই বিভিন্ন সমস্যার কারণে। কারণ সত্যি কথা বলতে আমরা যখন কোনো সমস্যা দেখে থাকি কিংবা আমাদের সাথে কোনো সমস্যা হয়ে থাকে। তখন আমরা এটাই ভাবি যে আমাদের সমাজের কারণে আজকে আমাদের এই দূরঅবস্থা কিংবা আমরা এই ভোগান্তি পোহাচ্ছি।

কিন্তু যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করে দেখি। তাহলে ব্যাপারটা যে কতোটা ভুল সেটা খুব ভালো করেই বুঝতে পারবেন। দোষটা সবসময় সমাজের হয়না, দোষটা হয় আমাদের। কারণ আমাদের মাধ্যমেই সমাজটা বানানো এবং আমরা মিলেই কিন্তু সমাজ।

আমরা যে সব সময় গলা ফাটিয়ে সমাজের এই নিয়ম খারাপ, ওই নিয়ম খারাপ বলে চলি। একটু খেয়াল করলে, একটু মনোযোগ দিলে ই এটাই বুঝবো যে ওই নিয়মগুলো কিন্তু আমাদেরই বানানো। এবং আমাদের বানানো কুসংস্কারেই কিন্তু সমাজ চলে। তাই শুধু সমাজ খারাপ এই বলে চিৎকার না করে যদি আমরা বদলাই। তাহলে দেখা যাবে যে সমাজটা অটোমেটিক বদলে যাচ্ছে।
Sort:  
 last month 

মূলত সমাজের কোন দোষ নেই কারণ সমাজ তো আর কোন গঠনতন্ত্র তৈরি করে না। মানুষ তৈরি করে গঠনতন্ত্র তাহলে সমাজের অযথা দোষ দিয়ে কি লাভ।আমরা নিজেরাই যদি শুধরাতে না পারি বা নিজেদেরকে বদলাতে না পারি তাহলে সমাজ কিভাবে বদলাবে।নিজেরা এবং নিজেদের গঠনতন্ত্র যদি সুন্দর সুশৃঙ্খলভাবে বদলাতে পারি তাহলে সমাজ অটোমেটিকে বদলে যাবে। ধন্যবাদ ভালো একটি বিষয়ে লেখার জন্য।।

 28 days ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন। আমরা কিন্তু এটা আসলেই বলে থাকি যে সমাজের এই নিয়মটা খারাপ, সেই নিয়মটা খারাপ। প্রকৃতপক্ষে সমাজের কোনো দোষ নেই। দোষ হচ্ছে সমাজের মানুষদের অর্থাৎ আমাদের। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তন করতে পারি,তাহলে সমাজ অবশ্যই বদলে যাবে। তবে দুঃখের বিষয় হচ্ছে, কেউ নিজেদেরকে বদলানোর ব্যাপারে ভাবে না। সবাই শুধু অকারণে সমাজের দোষ দিয়ে যায়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70771.68
ETH 3814.65
USDT 1.00
SBD 3.46