শেয়ার করুন আপনার জীবনের প্রেম কাহিনী। হোক না সেটা ব্যর্থ প্রেমের গল্প / সফলতার প্রেমের গল্প
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
আমরা মানুষ৷ আমরা কখনই একা বসবাস করতে পারি না৷ একটা সময় আমরা বাবা-মা এর সাথে থাকি৷ এরপর আমাদের জীবনে এমন একজন মানুষকে আমরা খুঁজি যে আমাদের জীবনে এসে জীবনকে যেন আলোকিত করে। আসলে আমি ভালোবাসার কথা বলতে চাইতেছি৷ আজকের কন্টেস্টটি মূলত ভালোবাসা নিয়েই৷
আপনার জীবনের প্রেম কাহিনী শেয়ার করুন৷ হোক না সেটা ব্যর্থ প্রেমের গল্প বা সফলতার প্রেমের গল্প
আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষকে ইম্প্রেস করার চেষ্টা করেছিলেন?
ভালোবাসার কথাটি যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিলো?
ভালোবাসার কথাটি যখন আপনার ভালোবাসার মানুষের মুখে আপনি শুনেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিলো?
আপনার জীবনের প্রথম ভালোবাসার অনুভূতিটা আসলে কেমন ছিলো?
ভালোবাসার মানুষের সাথে কাটানো দিন গুলো কেমন কেটেছিলো?
নিজের জীবনের গল্প শেয়ার করতে হবে৷ অন্য কারো নয়।
কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।
কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না। কপিরাইট ফ্রী সাইট থেকে ছবি সংগ্রহ করতে পারবেন।
বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।
প্রতিযোগিতার পোস্টটি রিস্টিম করুন।
পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit #steem #sft @steemit
পোষ্টের লিংক আমার এই পোস্টের নিচে শেয়ার করুন৷
3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।
মোট সংখ্যা | স্টীম পরিমান |
---|---|
১ম পুরষ্কার | ৩০ স্টীম + ১৩০ স্টীম |
২য় পুরষ্কার | ২৫ স্টীম + ১০০ স্টীম |
৩য় পুরষ্কার | ১৫ স্টীম + ৮০ স্টীম |
৪র্থ পুরষ্কার | ১০ স্টীম + ৫০ স্টীম |
৫ম পুরষ্কার | ৮ স্টীম + ৪০ স্টীম |
৬ষ্ট পুরষ্কার | ৬ স্টীম |
৭ম পুরষ্কার | ৪ স্টীম |
৮ম পুরষ্কার | ২ স্টীম |
০৯-০৯-২০২৩ থেকে ২০-০৯-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।
- বিজয়ীদের পুরষ্কার ২০ সেপ্টেম্বর রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
Support us by delegating STEEM POWER.
20 sp | 50 sp | 100 sp | 250 sp | 500 sp |
---|
খুব চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই সুন্দর প্রতিযোগিতার কারণে অনেক মানুষের প্রেম কাহিনী জানতে পারবো। প্রেম ভালোবাসা সবার মধ্যেই রয়েছে তবে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই নিজের ভালোবাসার গল্পটা শেয়ার করতে হবে। যিনি এই প্রতিযোগিতার আয়োজন করেছেন তেনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ও আমার জীবনের প্রেম কাহিনীটি শেয়ার করবো ইনশাআল্লাহ।
https://twitter.com/MDToufiqurRah/status/1700246941509333255?t=PfFIn0HX_OADQXfGWGMMrA&s=19
আমারো জীবনে প্রম এসেছিল কিন্তু আজ ও সেটা স্মৃতির পাতায় রয়ে গেছে। আমি অবশ্যই আসবো আমার প্রেমের কাহিনী নিয়ে।সবার জন্য শুভ কামনা রইলো। @toufiq777 ধন্যবাদ ভাই আপনার এই প্রতিযোগিতার মাধ্যমে আমার আপনার মতো ব্যার্থ প্রেমিকের সংখ্যা জানতে পারবো।।।
সবাই ব্যর্থ নোহায় হামার মত।
দেখবেন সবাই ব্যার্থ প্রেমের কথা লিখছে আমার আপনার মতো
🙄
এবার তো সব জেনে যাবেন 🤔
সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। যেটার ভিতরে লুকিয়ে আছে অনেকজন এর ব্যর্থতা ও সফলতার কথা। প্রতিযোগিতার মাধ্যমে সবার সবকিছু জানতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,,
ধন্যবাদ ভাই
বাহ খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।প্রেম ভালোবাসা এগুলো নিয়েই তো মানুষের জীবন।জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে জীবনে কি করলাম। জীবনে ভালোবাসার অনুভূতি কেমন করে কি হয়েছিল এই সম্পর্কে অবশ্যই লেখার চেষ্টা করব। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।
তোমার ভালোবাসার গল্প শুনার অপেক্ষায় রইলাম
বেশ চমৎকার একটি কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। কার জীবনে প্রথম প্রেম কিভাবে এসেছিল তা আমরা জানতে পারব।আমরা অবিবাহিতরা তো সহজে শেয়ার করতে পারব কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা কিভাবে কি করবে বউতো পিটাবে।আশা করি আমরা সবাই আমাদের প্রথম প্রেম এর কথা শেয়ার করব।
😀😀, তাও করবে সমস্যা নাই৷ এরা প্রেম করেই বিয়ে করছে।
অদ্ভুত এক প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। কয়জন অংশগ্রহণ করবে তা ঠিক বুঝতে পারতেছি না। তবে হয়তো অংশগ্রহণকারীদের প্রথম প্রেমের গল্পগুলো পড়তে ভালই লাগবে। আশা করি অনেকেই অংশগ্রহণ করবে। যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভকামনা রইল।
আপনি অংশগ্রহণ করেন৷ সবাই ভাবতেছে কতজন হবে৷ সবাই করলেই তো মেলা জন হবে।
দারুন ও ভিন্নধর্মী একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে আমি এই প্রতিযোগিতায় নেই। তবে মজার ব্যাপার হলো এখানে অনেকেরই ভালোবাসার গল্প শুনতে পারব।বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হল। তবে অনেকেরই সফলতার ও ব্যর্থতার গল্প শুনতে পারবো এটা জেনে খুবই ভালো লাগছে। সবার জন্যই শুভকামনা জানাচ্ছি। আর যিনি এই প্রতিযোগিতাটির আয়োজন করেছেন তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করবে।
এটা কোন কথা 🙄
সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করছেন। এইরকম প্রতিযোগিতার মাধ্যমে সবার ঘটে যাওয়া ভালোবাসার ঘটনা পড়তে পারবো।এতো সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।