গাছের গুঁড়িsteemCreated with Sketch.

in Steem Bangladeshlast year

গাছের গুড়ি আমাদের অনেক কাজে লাগে৷ গাছ দিয়ে কাঠ তৈরি হয়৷ সেই কাঠ দিয়ে আসবাবপত্র। কাঠের তৈরি আসবাবপত্রের এখন সেই ডিমান্ড৷ একটি খাটের দাম বর্তমানে ৪০-৫০০০০ টাকা। গাছের গুঁড়ি সংগ্রহ করে সোয়ামিলে নিয়ে যাওয়া হয়৷ সেইখানে গাছ কাটা হয়৷ তারপর সেখান থেকে পারফেক্ট মত সাইজ করা হয়৷

বাংলাদেশের প্রায় সব জায়গায় সোয়ামিল দেখতে পাওয়া যায়৷ সোয়ামিলে অনেক গাছের গুঁড়ি সারিবদ্ধ ভাবে রাখা থাকে৷ প্রতিদিন গাছ কাটা হয়। প্রতিদিনই মানুষ নানান ধরনের আসবাবপত্র বানিয়ে থাকেন৷ গাছ আমাদের বন্ধু। কারণ গাছ বিভিন্ন ভাবে আমাদের সহযোগীতা করে৷

মাঠে কয়েকটি গাছের গুঁড়ি রাখা ছিলো৷

1000000412.jpg