ব্যবসায় লাভ লচ থাকবেইsteemCreated with Sketch.

in Steem Bangladeshlast year

আমি খেলা পাগল মানুষ৷ আমি পশু পাখী প্রাণী মানুষ৷ আমি ফুটবল ক্রীকেট খেলার ভক্ত৷ আমি দুটি খেলাই অনেক পছন্দ করি৷ এখন আমি খেলা দেখে সময় পার করছি৷ আমার পোষা প্রাণী আছে৷ আমার একটি সাদা কিউট বিড়াল আছে। আমার অনেক গুলো পাখি আছে। আমি ব্যবসা করার জন্য পাখি পালি।

আমার অনেক গুলো কবুতর ছিলো। এখন কবুতর গুলো আর নেই৷ কবুতর বিক্রি করে পাখি কিনছি৷ পাখি পালা লাভজনক বর্তমানে। আমার একটি কোকাটিয়াল পাখি ছিলো। কিছুদিন আগে উড়ে পালিয়ে গেছে৷ ঐটাকে আমি ছেড়ে দিয়ে পুষতাম৷ তবুও আমার পোষ মানে নাই৷ পাখিটি চলে যাওয়াতে কষ্ট পাইছি৷ অনেক টাকা লচ হয়েছে। ব্যবসার লাভ লচ থাকবে। এই নিয়েই চলতে হবে।


Pixabay

ধন্যবাদ