THE DIARY GAME : 13/10/2020steemCreated with Sketch.

in Steem Bangladeshlast year

আচ্ছালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করি আল্লাহ তায়ালা সবার উপর রহমতে সবাই ভালো আছেন।


Pixabay

আমি ঘুম থেকে ৯ টায় উঠেছি। এর পর নিজে ফ্রেশ হলাম৷ তার পর আমার পোষা প্রাণী গুলোকে খাবার দিলাম৷ আমার কবুতর, পাখি ও একটি কিউট বিড়াল আছে৷। এদের খাবার দিতে হয় সময় করে৷ আমার সারাটা দিন কাজে মধ্যেই কেটে যায়৷ কাজ করতে ভালোই লাগে৷ পাখি নিয়ে সময় কাটাতে ভালো লাগে। আমাদের ছাদে পাখির ঘর। আমি সকালে নাস্তা শেষে পাখির সাথে সময় কাটাই৷ এর পর মাকে পরিবারে কাজে সহযোগীতা করি৷ কখনও ঘর ঝাড়ু দেই৷ আমি ঘুরতে পছন্দ করি৷ মাঝে মাঝে বন্ধুদোর সাথে ঘুরতে চলে যাই৷ কখনও বই পড়ি।

বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে৷ আজকে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলা দেখার জন্য বসে ছিলাম৷ খেলা দেখে মন খারাপ হয়ে যায়৷ জানি নিউজিল্যান্ড ভালো টিম বাংলাদেশ তাদের সাথে পারবে না৷ তবুও বুকে হাজারো আশা নিয়ে খেলা দেখি৷ যদি জিতে যায়৷


Pixabay

রাতে ভাত খেয়ে নেই৷ এরপর পড়াশোনা করি। মোবাইলে গেমস খেলি। তার পর নিজকে পরিচর্যা করে শুয়ে পরি। আর পরের দিনের কাজের শুরু নিয়ে ভেবে নেই। তারপর আল্লাহর কাছে প্রাথোনা করে ঘুমিয়ে পরি।