The diary game : 12/08/2020 : আজকের এক্টিভিটিস
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।আমার নাম টুনটুন। আজকের রুটিন টা একটু ভিন্ন ধরনের। কারন আজকে ও সকাল থেকে রাত অব্দি চলছে একটানা প্রচুর বৃষ্টি।ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি। আর বাতাস ও ছিল। কিছুকখন পর আর বাতাস ও ছিল না।বৃষ্টি পরছে টিপটাপ করে।বৃষ্টি দেখতে অনেক মজা লাগে আমার। গাছের পাতা কি সুন্দর ভিজা ভিজা থাকে। ভালোই লাগে দৃশ্য টা।আমি আজ সকাল ৬.৪০ মিনিট এ উঠে জানালা খুলে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা দেখে উঠে গিয়ে ব্রাশ করলাম। তারপর ফজরের নামাজ পরলাম। তারপর বুট আর মুড়ি খাইলাম। চা খাইলাম সবাই মিলে আমরা।তারপর আম্মু বলল রুটি করতে তা করলাম। আম্মু রুটি ভাজলো ডিম ভাজি করল তা আমরা সবাই মিলে খাইলাম। সেখানে অনেক মজা ও হইল।
তারপর বিছানা গোছাইলাম।তারপর ঘর ঝারু দিলাম। তারপর রাননা ঘরে গিয়ে আম্মু কে একটু সাহায্য করলাম। আমমু আজ মাছ রাননা করছে তা নিয়ে টেবিলে আসলাম এবং আমরা সবাই মিলে খাইলাম। গলপও করলাম।দাদিও খাইল।তারপর বড়আমমু আসলো তাকে আম্মু মাছ বাছতে দিল।সে মাছ বাচতে ছিল। আর আমি সবার বাড়ি গিয়ে আড্ডা দিলাম। চাচিদের বাড়িতে গিয়ে কিছু সময় ধরে আবার একবার আড্ডা দিলাম লুডু খেললাম।অনেক মজা হইল। আমরা একসাথে হইলে অনেক মজা হয় আমাদের।তারপর বাড়ি এসে দাদিকে নিয়ে টিউবওয়েল এ গিয়ে দিয়ে আসলাম। সে ওখানে গিয়ে গোসল করল। তারপর তার কাপড় বারান্দায়। শুকাতে দিলাম।তারপর আমি গোসল করলাম।আমার ভাগ্নি কেও গোসল করাইলাম।ভাত খাওয়ায় দিলাম। তারপর আমি জোহরের আজান দিল আমি জোহরের নামাজ পরলাম। তারপর রান্না ঘরে গিয়ে ডিম ভাজি করলাম।তা নিয়ে আব্বু নামাজ থেকে আসলো সবাই মিলে ভাত খাইলাম।
তারপর গল্প করলাম। টিভি দেখলাম। আড্ডা দিলাম আমরা সবাই মিলে। বোনগুলা সহ।তারপর অনেক মজা হইল একসাথে খেললাম।এভাবে করতে করতে দেখি বিকেল ৪.৩০ বাজে।আমি এসে আসরের নামাজ পরলাম। তারপরে নোনাস পিঠা ও বুটের ডাল খাইলাম।চা খাইলাম। তখন বাজে ৫.৩০ মিনিট।তখন বৃষ্টি কমে গেছিল।তাই সবাই মিলে বোনরা সহ একটু হাঁটলাম অনেক দুর অব্দি। সেখানে অনেক মজা হইল। তারপর এসে দেখি সবাই মিলে বাহিরের বারান্দায় বসে সবাই আড্ডা দিচ্ছে তাতে আমরাও জোগ হইলাম।সেখানে অনেক মজা মাসতি আর প্রচুর গলপ হইল। হাসি হল আরও কতো কী জে হইল। আমরা প্রতিদিনে এই আড্ডা দেই বাইরের বারান্দায়। ভাই ও বোনরা সহ বেলুন খেললাম,আরও অনেক কিছু খেললাম।অনেক মজা হইল। সেখানে অনেক মজা হয়।।অনেক গলপও হয়।তারপর হাসি আর আড্ডা দিতে দিতেই দেখি মাগরিবের আজান দিল হাত মুখ ধুয়ে নামাজ পরলাম মাগরিবের।
তারপর দুধ গরম করে সবাই মিলে খাইলাম। তারপর সবার বাড়ি গিয়ে কিছু সময় ধরে আবার একবার আড্ডা দিলাম। তারপর চলে এসে একটু সময় ধরে মেসেনজারে ঢুকে পরলাম আর সবার সাথে কথা ও গল্প ও হাসি ও আড্ডা দিলাম। একেকজন একেক কথা বললাম। সবাই কথা বলল তা শুনলাম। খুব মজা হইল। তারপর ৯.০০ টা বাজে ভাত খাইলাম। রাতে আবার বৃষ্টি আসলো।তারপর আবার একটু টিভি দেখতে গেলাম ঘরে। দেখে এসে আবার একবার আড্ডা দিলাম আমরা সবাই মিলে। গ্রুপ এ আড্ডা দিলাম আমরা কয়েক বান্ধবী মিলে।তারপর আপুর সাথে গল্প করলাম অনেক টা সময় ধরে। এরকম করতে করতে রাত বাজে ১১.৩০ মিনিট ঘুমাইলাম।বৃষ্টির দিনে ঘুম হয় দারুণ। অনেক সময় ধরে ঘুম হয়।রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল।এই ছিল আমার আজকের রুটিন।এভাবে শেষ হয়ে গেল আৃার আজকের রুটিন।দিন ও রাতের।এই ছিল আজকের রুটি ন।বৃষ্টির দিনগুলো অনেক মজায় মজায় কাটে।ঘুম ও হয় দারুণ। এই ছিল আমার আজকের বৃষ্টির দিনের রুটিন।শুভ রাএি।



শুভ সকাল আপু। আপনার খাবার গুলো দেখে জ্বিব এ পানি এসে গেলো। ওইটা কি কালা ভুনা নাকি? কালা ভুনা আমার খুব প্রিয়।
#onepercent
#bangladesh
Do you eat two eggs for breakfast alone? Eating more eggs will cause high blood pressure at a young age. #onepercent #bangladesh
Steem Bangladesh
JOIN US ON Discord
taking nuts and staying in windows and watching rain . is one of the most interesting moment for me .. you can also trying this. and dont remember to use your head phone and lessen some song.
Thanks for being with us and steem. check our last announcement of Steem Bangladesh Community and try to win in the contest .
#onepercent #bangladesh
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
We Love Contests
One Percent For Everyone
Also join LUCKY 10S