The diary game : 15/08/2020
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আজ একটা পবিত্র দিন।আজকেও অনেক সুন্দর আবহাওয়া। অনেক ঠান্ডা আর অনেক বাতাস আজকের দিনটা,আবার হালকা গরম আর হালকা রোদ। ভালো ই কাটলো দিন টা। অনেক সুন্দর আবহাওয়া অনেক কে শান্তি দেয়। এখন আশা জাগ রুটিন এ।আমি আজকে ৭.০০ টা উঠে ব্রাশ করলাম। তারপর নামাজ পরলাম ফজরের। তারপর রান্না ঘরে গিয়ে চা আর মুড়ি খাইলাম। তারপর রুটি আর ডিম ভাজি করল আপু সবাই মিলে খাইলাম। তারাও চা খাইলও।সেখানে অনেক মজা হইল রান্না ঘরে। তারপর বিছানা গোছাইলাম।তারপর ঘর ঝারু দিলাম। তারপর রান্না ঘরে গিয়ে আম্মু কে সাহায্য করলাম। আম্মু আজ শুটকি ভুনা আর মুরগির মাংস রান্না করল তা নিয়ে টেবিলে আসলাম এবং আমরা সবাই মিলে খাইলাম। তখন বাজে সকাল ১০.৩০।তারপর দাদিমার ওখানে গিয়ে গল্প করলাম অনেক টা সময় ধরে। তারপর বোনরা সহ একটু আড্ডা দিলাম।তারপর টিভি দেখলাম।তারপর দাদির হাতের পান ও সুপারি খাইলাম।তারপর চাচিও জোগ দিল এই আড্ডায়।তারপর বাড়িতে এসে দাদিকে গোসল এর পানি দিলাম। দাদি গোসল করল তার কাপড় রোদে শুকাতে দিলাম। তারপর আমি গোসলে গেলাম আমার ভাগ্নি কেও গোসল করাইলাম।ও আমি করলাম।তারপর নামাজ পরলাম জোহরের। তারপর আববু আসলো নামাজ থেকে এসে সবাই মিলে ভাত খাইলাম। তারপর আমি টিভি দেখলাম। তারপর ঘুম গেলাম।উঠে দেখি বিকেল ৫.০০ টা বাজে তারপর নামাজ পরলাম আসরের। তারপর আমি বেগুনি বানাইলাম তা আমরা সবাই মিলে খাইলাম চা ও খাইলাম। তারপর বিকেলে আবার একবার আড্ডা দিলাম আমরা সবাই মিলে বাইরের বারান্দায় বসে সবাই মিলে। গল্প ও হাসি ও মজা করলাম। আমরা অনেক জন একসাথে থাকলে অনেক মজা হয় বোনরা সহ।
তারপর হাটতে গেলাম অনেক দুর অব্দি। অনেক মজা হইল। আবার বড়আমমু র বাড়ি গিয়ে কিছু সময় ধরে আবার আড্ডা হল।ওখান থেকে এসে হাত ও মুখ ধুয়ে আজান দিল আমি মাগরিবের নামাজ পরলাম। তারপর দুধ গরম করে সবাই মিলে খাইলাম। আবার একবার চা খাইলাম। তারপর সবার বাড়ি গিয়ে অনেক টা সময় ধরে আড্ডা ও কথা ও গল্প ও মজা করলাম।ওরা সবাই আমাদের বাড়িতে আসলো সবাই মিলে গল্প করলাম। তারপর ওরা চলে গেল।তারপরে আমরা সবাই মিলে ভাত খাইলাম। তখন বাজে রাত ৯.০০ টা।খাওয়া শেষ হয়ে গেলে আমি টিভি দেখতে গেলাম। দেখে এসে।মেসেনজারে ঢুকে পরলাম আর সবার সাথে কথা ও গল্প ও মজা করলাম। ওরা অনেক হাসির কথা বলল তা নিয়ে অনেক হাসি ও হল।তারপর গ্রুপে আডডা দিলাম ও কথা ও বললাম। দাদি আসলো তার বিছানা গোছাইলাম সে ঘুমাইল।তার লাইট ও ফ্যান বন্ধ করলাম।আবার মোবাইলে ছবিও দেখলাম।তারপর আপুর সাথে গল্প করলাম অনেক টা সময় ধরে। তারপর ঘুমাই পরলাম। তখন বাজে ১১.৩০ মিনিটে।এই ছিল আমার আজকের রুটিন।পুরো দিন আর রাতের একটা সামান্য বিস্তারিত রুটিন।আজকের পুরো দিন টা অনেক শান্তি পূর্ণ ছিল। এভাবে শেষ হয়ে গেল আমার আজকের রুটিন।সবাই কে অনেক ধন্যবাদ। শুভ রাএি জানাই সবাই কে।

Great diary post, Keep posting every day.
Thank you for making such a beautiful post.
Do you watch TV every day?
Try to write your activity part by part. It will help the reader to read your post.
#onepercent
#bangladesh
greeting from @tarpan