Better life||The dairy game|| Daye:26 May 2021.
আসসালামুআলাইকুম'আপনারা কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন।আমিও অনেক ভালো আছ। আমি তুষার ইমরান, আমার steemitএর নাম@tusharimran।সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির আমগাছটা।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
কিছুদিন তীব্র খরার পর দুদিনের হালকা বৃষ্টিতে অবশেষে গাছটিকে দেখে মনে হচ্ছে নতুন জীবন পেয়েছে।গাছটিতে আবার নতুন পাতা গজিয়েছে।এরপর আমি আমার বাড়ির ছোটখাটো কিছু কাজ করতে গিয়ে দেখি আমার বাড়ির মেন্দি গাছটাতে একটা পাখি বাসা বানিয়েছে।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
এই বাসাটি দেখতে অনেক সুন্দর ছিল।আমি কাছে যেতেই পাখিটি ভেতর থেকে উড়ে গেল।এরপর আমি একপা দুপা করতে করতে আমার বাসার ছাদের উপরে গেলাম এবং দেখলাম আমার বাড়ির বড় আম গাছটাতে চারটি আম ধরেছে এটি দেখতে অনেক সু দর্শন ছিল।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
তো প্রতিদিনের মতোই আমি সকালের নাস্তা করছিলাম হঠাৎ দেখি আমার এক বন্ধু আমার বাড়িতে এলো এবং বলল স্কুলে যেতে হবে।স্যার।আমাদের জরুরী ডেকেছে।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
তো আমি আর কিছু না ভেবে ওর সাথে হাঁটছিলাম কিছুদূর যেতেই দেখি একটা পুকুরে দুটি রাজহাঁস খাচ্ছিল।রাজহাঁস দুটি দেখতে অনেক চমৎকার ছিল।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
এরপর হাঁটতে-হাঁটতে অবশেষে স্কুলে পৌঁছে গেলাম।এরপর স্কুলের কাজ শেষে আমি আর আমার বন্ধু আরেকটি বন্ধুর বাড়িতে বেড়াতে গেলাম সেখানে গিয়ে দেখি কিছু ছেলে।এখনকার জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম ফিরিফায়ার খেলছে।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
তো কিছু সময় ওখানে আড্ডা দিলাম।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
পাশেই দেখি কিছু জোনাকি পোকা পাতা ফুটো করে খাবার খাচ্ছিল।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
আমরা সেখানে কিছু সময় অবস্থান করার পরে হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল এবং মাঠ দিয়ে আমি আর আমার বন্ধু বাড়ির দিকে রওনা দিলাম।কিছু সময় পরে দেখি পশ্চিম দিকে বজ্রপাত হচ্ছে।বজ্রপাতর্টি মনমুগ্ধকর ছিল।
তখন অবশ্য কোন বৃষ্টিপাত হয়নি।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
এরপর বাড়িতে এসে বিকেলের খাবার খেলাম এবং একটা ঘুম দিলাম।ঘুম থেকে উঠে গোসল শেষ করলাম এবং ধীরে ধীরে সন্ধ্যাও হয়ে এলো।আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে এবং চারদিকে আলোর আবড়ন সৃষ্টি করেছে আমি ছাদে বসে steemit post লিখছি।চারিদিকে সুন্দর বাতাশ বইছে,আজ এ পর্যন্তই।
w3w:https://w3w.co/neglecting.honks.snowballed
এ ছিলো আমার আজকের dairy game।আপনারা সবাই ভালো থাকুন আসসালামুআলাইকুম।
JOIN WITH US ON DISCORD SERVER:
আপনার ছবি গুলোর মধ্যে কিছু সংখ্যক ছবি স্ক্রিনশট দেখা যাচ্ছে। দয়া করে নিজের তোলা ছবি ব্যাবহার করুন।
ধন্যবাদ