আবার ঢাকা আসলাম।

in আমার বাংলা ব্লগ10 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন।আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব এই ঢাকায় আসার কিছু মুহুর্ত।আসলে বাসার সবারই মারাত্মক রকমের শরীর খারাপ। তাই এই কয়দিন শুধু ডাক্তার দেখাতে দেখাতে জীবন শেষ।

IMG_20250211_214717.jpg

চালুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

গত ডিসেম্বর এ ঢাকায় আসছিলাম বোনের ডাক্তার দেখানোর জন্য। তারপর ডাক্তার ২৫ দিন পর যেতে বললো।কিন্তু বোনের স্কুলে বই নেওয়ার কারনে আসতে দেরী হয়ে গেলো। আর অসুখ টাও কোন উন্নতি হয়নি।
তাই গত রবিবার চলে আসলাম ঢাকায় মামার বাসায়।
রবিবার সকাল ৯ টায় গাড়ি ছিলো। কিন্তু সেদিন গাড়ি ১৫ মিনিট আগে চলে আসছিলো।যদি ও কাউন্টার থেকে টিকিট কাটার সময় বলে দিয়েছিলো।কিন্তু আমি বিশ্বাস করি নি। আর কাউন্টার এ অপেক্ষা করতে আমার অনেক বিরক্ত লাগে।
তাই ১ /২ মিনিট এর জন্য গাড়ি টা মিস করিনি।
আগের রাতে সব গুছিয়ে নিয়েছিলাম , মা মামির জন্য খাসির মাংস, দুধ, আর খাসির মাথা ও লাউ শাক দিয়েছিলো।

IMG_20250209_085114.jpg
সব কিছু ফ্রিজ করা ছিলো আর আমি ৮ টার দিক গিয়ে শাক কিনে প্যাকেট করছিলাম।
এবার সব গুছিয়ে রওনা দিলাম। গাড়ি ফুড ভিলেজে থামলো। আমি আর বোন কিছু ছবি তুললাম।

IMG_20250209_103436.jpg

IMG_20250209_103420.jpg
এর পর বাসায় আস্তে।আস্তে দুইটার মতো বেজে গেলো।বোন আর আমি ফ্রেস হয়ে দীদার হাতের তৈরি গরম গরম ভাত তরকারি খেলাম।
আর আপনারা তো জানেন সৃষ্টিকর্তার ইচ্ছাই মামার বাড়ী মানেই আমার জন্য আনন্দ আর মজার জায়গা, যদি ও মা ছিলো না তাই মন টা একটু খারপ লাগছিলো। তবে ভিডিও কলে যুক্ত করে নিয়েছিলাম মাকে।
মামা আসার সময় পিংজা এনেছিলো।সেগুলো মজা করে খেলাম।

IMG_20250209_201313.jpg

এরপর অনেক অনেক মজা করে রাতের খাবার খেলাম। তারপর ঘুমিয়ে গেলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

Screenshot_2025-02-11-22-46-16-005_com.android.chrome.jpg

Screenshot_2025-02-11-22-45-27-937_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-11-22-44-58-509_com.android.chrome.jpg