প্রাণীর সাথে আমাদের গভীর মিতালি |@shy-fox beneficiaries 10%|

20220112_124721_0000.png


আমার বাংলা ব্লগের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ । আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার ব্লগ একটি জনপ্রিয় কমিউনিটি স্টিমিটে। আমার বাংলা ব্লগে আমি **প্রাণীর সাথে আমাদের মিতালি ** আল্লাহর সৃস্টি সেবা করার মধ্যে দিয়েই স্রষ্টাকে পাওয়া যায়।
PngItem_1500202.png

কুকুরের প্রতি ভালবাসা


pexels-photo-6530887.jpeg

Pexels


কুকুর একটি ফেইথফুল প্রাণী। কুকুর একটি মালিক প্রেমি প্রাণী। একটি কুকুর তার মানিকের জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। সারা রাত সে তার মালিকে পাহারা দেয় অথচ দিনশেষ একটি কুকুরকে লাঞ্চনা ও বঞ্চনার শিকার হতে হয়। কিছু শ্রেণির মানুষ রয়েছে তারা কুকুরকে দেখা মাতই লাঠি সোটা দিয়ে আঘাত করে। অথচ এই কুকুরি আমাদের বাস্তুসংস্থান রক্ষার বড় কবজ। কুকুর যে পরিমাণ তার মানিক এবং পরিবেশ উপকার করে তা টাকার অঙ্কে পরিমাপ করা সম্ভব নয়। আসুন আমরা কুকুরের প্রতি সদয় হই।
PngItem_1500202.png

বিড়ালের সাথে ভাব বিনিময়


pexels-photo-1634838.jpeg
Pexels


বিড়াল দেখলেই কেন যেন একটু আদর করতে ইচ্ছে করে। বিড়ালের সঙ্গে মানুষ মিতালি বহুদিনের। আমরা যখন গ্রামের বাড়িতে ভাত খেতে বসতাম দেখতাম বিড়ালগুলো মিউ মিউ করতে খাবার জন্য তখন নিজের প্লেটের মাছ বা মাংস একটু করে বিড়ালকে দিয়ে দিতাম। আজ নগরায়নের যুগে মাছ বা মাংসের অবশিষ্টাংশ বালতি ফেলে দেই ময়লার বাগাড়ে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা নিয়ে যায়। এখন বিড়ালগুলো ক্ষুধার্ত থাকে কেউ দেখায় কেউ নেই। আমাদের উচিত আমাদের মাছের কাটা বা মাংসের অবশিষ্টাংশ প্রাণীদের জন্য আলাদা করে রেখে দেওয়া।
PngItem_1500202.png

মানুষ এখন বাঘের বন্ধু


young-man-hugging-big-tiger-260nw-397947064.webp


Link

nature-3106213_1280.webp
Pixabay


আগের দিনে মানুষ বাঘের নাম গুনলে ভয়ে কাপাকাপি করত কিন্তু বর্তমান সময়ে মানুষের সাথে বাঘের সখ্যতা গড়ে উঠেছে। মানুষ এখন এমন পর্যায়ে চলেগেছে যে বাঘকেও পোষ মানিয়ে ফেলেছে। কি না পারে মানুষ যেই বাঘের সাথে শুয়ে থাকে খেলাধুলা করে। মানুষ এখন বাঘকে কুকুরের মত করে আদর করে এক সাথে নিয়ে ঘুমিয়ে থাকে নিয়ে। এর বিপরীত দিক ও রয়েছে বাঘ শিকার করার জন্য এক শ্রেণির লোক রয়েছে যারা বাঘকে হত্যা করে তার চামড়া বিক্রি করে। কি অমানবিক কাজ।
PngItem_1500202.png

শেষ কথা


প্রাচীন কাল থেকেই প্রাণী ও মানুষের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক বিদ্যমান ছিল এখনোও সেই সম্পর্ক রয়েছে। সত্যি কথা বলতে কি আজ কিছু অসাধু মানুষের কারণে আমাদের প্রাণী জগৎ বিলুপ্তির পথে। আসুন আমরা প্রাণীদের প্রতি সদয় হই এবং প্রাণিদেরকে ভালবাসি।