রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি !!🌼

in Incredible India10 months ago

IMG_20250220_100850.jpg

HELLO▶

Everyone

কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ চলে আসলাম আজকে আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য,, তাহলে চলো শুরু করা যাক ৷


সাধারনত এই ফুলের নাম হলো মৌরি ফুল যেটাকে আমরা ইংলিশে Fenel flower নামে চিনে থাকি ৷ আর সাধারনত এই ফুল গুলো আমরা আমাদের বাড়িক রোপণ করে থাকি ৷ আর এই মৌরি ফুল সাধারনত একটি মসলা জাতীয় উদ্ভিদ যেটা আমরা বিভিন্ন শাক সবজী তে মিশিয়ে খেয়ে থাকি ৷

আমি যতটা জানি এই মৌরি গাছ যখন কচি অবস্থায় থাকে তখন পেলকা বা ছেকা জাতীয় খাবারে দেওয়া হয় যাতে খাবারের স্বাদ টা বেড়ে যায় ৷ তাছাড়াও যেমন বড়ই গুলো কাচা অবস্থায় আচার তৈরি করা হয়ে থাকে তখন এই মৌরি গাছের কচি পাতা গুলো দিয়ে একসাথে ভর্তা বা আচার তৈরি করা হয় ৷ এতে করে বড়ই আচারের স্বাদ টা দ্বিগুন হয়ে উঠে ৷

IMG_20250220_100408.jpg

আমি ছোট বেলায় যখন বড়ই আচার বা ভর্তা খেয়েছি তখন এই মৌরি গাছের কচি পাতা গুলো দেওয়া হয়েছে ৷ আর এই মৌরি গাছের কচি পাতা দেওয়াতে ভর্তা বা আচারের স্বাদ অতুলনীয় হয়েছে ৷

তাছাড়াও এই ফুল গাছ থেকে এক ধরনের ছোট ফল পাওয়া যায় যেটা আমরা মসলা হিসেবে ব্যবহার করে থাকি ৷ আর এই ধরনের গাছ গুলো শুধু গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায় ৷

IMG_20250220_102942.jpg

যাই হোক এত কিছুর পরেও এই মৌরি ফুলের প্রশংসা না করতে পারছি না , কারণ মৌরি গাছের যে ফুল এত সুন্দর বা এত আকর্ষণীয় হতে পারে তা আমার কল্পনার বাইরে ৷ আমি অনেক আগে এই ফুল গুলো দেখছি কিন্তু আমি অতটা মনযোগ দেই নি তবে আজকে দেখার পর এই ফুল গুলো কিছুতেই চোখ সরাতে পারলাম না ৷

IMG_20250220_103049.jpg

এটি হলো একটি টুথ গাছের ফল যেটা আমরা প্রত্যেকে চিনে থাকি ৷ আর এই টুথ গাছ গুলো বর্তমান সময়ে খুবই কম দেখা যায় ৷ তবে এই টুথ গাছের ব্যবহার অনেক গুলো রয়েছে ৷

যেমন, টুথ গাছের পাতা থেকে পোকা তৈরি হয় আর সেই পোকা দিয়ে সুতো তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের এক দিক দিয়ে অনেক লাভবান করে তুলতে পারে ৷

তারপর টুথ গাছের বেশ কিছু উপকারিতা রয়েছে যেমন, আগেকার মানুষ সকালে উঠে এই টুথ গাছের ডাল ভেঙে ব্রাশ করতো এতে করে দাঁতের বেশ কিছু উপকারিতা দেখা যেত ৷

তাছাড়াও টুথ গাছ গ্রামের মানুষেরা জ্বালানি খড়ি হিসেবে প্রচুর ব্যবহার করতো যার ফলে বর্তমান সময়ে এখন টুথ গাছ গুলো তেমন ভাবে দেখা যায় না ৷

IMG_20250220_103515.jpg

তারপর টুথ গাছের মধ্যে এক ধরনের ফল পাওয়া যায় যেটা পাঁকলে খাওয়াও যায় ৷ আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন টিফিন সময়ে টুথ গাছের নিচে এসে টুথের ফল পেড়ে খাইতাম ৷ সেই দিন গুলো আর নেই তবে এই গাছ গুলো দেখলেই মনে পরে যায় ৷

IMG_20250220_191414.jpg

এই ফুলের নাম হলো ঘেরা ফুল দেখতে অনেক টা সুন্দর তবে মজার বিষয় হলো যখন ছোট ছোট প্রজাপতি গুলো এই ফুলের উপর বসে মধু সংগ্রহ করে থাকে ৷

আর এই ফুল গুলো শীতের শেষে এবং গ্রীস্মকালে বেশীরভাগে দেখা যায় ৷ তাছাড়াও এই ঘেরা গাছ একটি সবজী জাতীয় উদ্ভিদ যেটা গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার রেনডম কিছু ফটোগ্রাফি ৷ যা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমার ফটোগ্রাফি গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ সবাইকে🙏🙏

শুভ রাত্রি 🤍

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 10 months ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সবগুলো ছবিই যেন ধৈর্য সহকারে ক্যামেরা বন্দি করছেন। শেষের ছবিটার পোকার ছবি অনেক ভালো ভাবে ক্যাপচার করছেন। আমার অনেক ভালো লাগল আপনার ফটোগ্রাফি দেখে।
ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 10 months ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার তোলা ছবিগুলো যত দেখি ততই ভালো লাগে। ফোন দিয়েও যে এতো সুন্দর ফটোগ্রাফি করা যায় আমি আপনার ছবি গুলো না দেখলে জানতাম না। আমার কাছে আপনার তোলা প্রথম ছবিটা বেশ ভালো লেগেছে।

ভালো থাকবেন দাদা আপনি।

 10 months ago 

বরাবরের মতই বলবো আপনার ফটোগ্রাফি দেখলে চোখ আটকে যায় যতবারই আপনার পোস্ট ওপেন করি আমি আপনার লেখা পড়ার আগে আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালোভাবেই দেখার চেষ্টা করি। কেউ আপনি আবার আমাদের সাথে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।