চীনা বাঁশগুলো কিন্তু একেবারেই বড় হয়ে যায় নি । কারন মূল শক্ত না হলে ৯০ ফুটি একটা বাঁশ দাঁড়াতেই পারবে না, এইজন্যে পাক্কা ৫ বছর ধরে এটি শুধুমাত্র মাটির তলে নিজের মুল-শেকড় ঠিক করেছে । আর ঠিক এই কারনেই যত ঝড়-ঝাপটা সুক, যে দুর্যোগই হোক, চীনা বাঁশ টিকে থাকবে স্বমহিমায় ! অন্যদিকে অন্য সাধারণ বাঁশের মত হলে সেগুলোর মত চীনা বাঁশও সহজে ভেঙ্গে পড়ত ।
আমাদের জীবনটাও অনেকটা এরকমই । জীবনে আমরা দু ধরনের সাফল্যের পেছনে ছুটতে পারি । দ্রুত এবং ক্ষণিকের বা শর্ট টার্ম সাফল্য, আর বিলম্বিত বা লং টার্ম সাফল্য । শর্ট টার্মে তুমি বেশ সফল হয়ে যেতে পার, কিন্তু তোমরা এই সাফল্য বেশিদিন থাকবে না । অন্যদিকে লং টার্ম হতে অনেক সময় নিলেও, দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত ! তাই নিজেকে গোড়া থেকে তৈরি কর, নিজের বেসিক ভালো করে তারপর নিজেই এগিয়ে যেতে থাকো সাফল্যের দিকে ।
২. ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া ।
চীনা বাঁশগুলো কিন্ত রাতারাতি বিশাল বড় হয়ে যায়নি । তারা সময় নিয়েছে, এবং একটা সময়ে এসে এগুলো বড় হয়েছে । টানা ৫ বছর ধরে ছোট ছোট ধাপে এরা নিজেদের মুলের উন্নতি করেছে, সেগুলোকে ধারনক্ষম করেছে । তারপরই না এদের সগর্ব আত্মপ্রকাশ !
আমাদের জীবনটাও এমনই । তুমি চাইলেই হুট করে বিশাল কোনো সাফল্য পেয়ে যেতে পার না । সময় লাগবে, শ্রম আর ভাগ্যের সহায়তাও লাগবে । তাই তুমি যে কাজে ভালো, যা নিয়ে তোমার আগ্রহ আছে; সেটি তুমি তোমার মতো করে ছোট ছোট ধাপে করতে থাকো, উন্নত হও ।
৩. অধ্যবসায়, ধৈর্য, বিশ্বাস ।
চীনা বাঁশ যখন ৪ বছরেও হচ্ছিল না, তখন অনেকেই হতাশ হয়ে আর যত্ন আত্তি করেনি বাঁশের । তাদের মনে বিশ্বাস ছিল না । তারা ভেবেছিল এই গাছ মরে গেছে । কিন্তু আর একটা বছর পরে যে একটা মহীরুহ জন্মাবে সেই ছোট্ট জায়গাটিতে, সে খবর তারা জানত না । যারা কঠোর অধ্যাবসায়ের সাথে দিনের পর দিন গাছের যত্ন নিয়েছে, ধৈর্য ধরে অপেক্ষা করেছে - তারাই বিশাল বাঁশের মালিক হতে পেরেছে ।
আমাদের জীবনেও এই তিনটি গুনের খুব বেশি দরকার । তুমি জীবনে সফলতার মুখ সহজে নাও দেখতে পার, হতাশায় নিমজ্জিত হয়ে থাকতে পার । কিন্তু তাত যদি হাল ছেড়ে দাও তাহলে কোনো লাভ নেই । অধ্যবসায় দেখাও, লেগে থাকো যে কাজটি ভালোবাস তার পেছনে । একটু ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো - সাফল্য আসবেই !
আজ এই পর্যন্ত দেখা করবো নতুন অন্য কোন শিক্ষামুলক কন্টেট নিয়ে ।
I am S.A.R.A.H. (Search Automatically High Reward Articles) Bot.
I'm an artificial intelligence that automatically looks for posts that expect high rewards. I recognize such posts, make my upvote on them and get a high Curation Reward. If you want to join in, you can hang on to my curation trail. You can follow me on Steemauto or on Streemian.
You have received an upvote from @nicestbot. I am an automated curation bot trying to make minnows happy.
Hello Dear Steemian,
I am S.A.R.A.H. (Search Automatically High Reward Articles) Bot.
I'm an artificial intelligence that automatically looks for posts that expect high rewards. I recognize such posts, make my upvote on them and get a high Curation Reward. If you want to join in, you can hang on to my curation trail. You can follow me on Steemauto or on Streemian.
If it looks like this you are doing it right:
Let's maximize our curation rewards together!
Yours,
S.A.R.A.H.
This post has received a 26.02 % upvote from @booster thanks to: @zaku.
Nice Post @zaku...
I am from Bangladesh...
thank you represent our bangladesh and bangla post 👍