আমার বাংলা ব্লগ- আমার প্রথম পরিচিতি মূলক পোস্ট | @iam.riyan | 07-11-2025
আসসালামু আলাইকুম সবাইকে।
আমি ইফতেখার রিয়ান, আমার পুরো নাম ইফতেখার উদ্দিন ভূইয়া এবং ডাকনাম রিয়ান। তবে সব জায়গায় আমি ইফতেখার রিয়ান নামেই বেশী পরিচিত। আমার বর্তমানে ২১ বছর বয়স এবং আমি বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার একটি ছোট্ট গ্রামে থাকি। আমার গ্রামের নাম মরজাল। এটি আড়িয়াল খাঁ নদীর পাশে অবস্থিত। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাওয়ায় আমাদের গ্রামটি খুবই সুন্দর এবং গ্রামের পরিবেশ অনেক শান্ত।

আমি একজন বাংলাদেশি নাগরিক এবং বর্তমানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলর করছি। ছোটবেলা থেকেই আমি প্রযুক্তি, লেখালেখি এবং সৃজনশীল কাজের প্রতি অনেক বেশি আগ্রহী। গ্রাফিকস ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমি প্রফেশনাল না তবে মাঝেমধ্যেই কম্পিউটার ডেস্কে বসে পড়ি নতুন কিছু ডিজাইন করার জন্য।
আমার Hidden Gear নামের একটি ছোট স্টার্টআপ (ই-কমার্স প্ল্যাটফর্ম) ছিল, যেটা পড়াশোনার ব্যস্ততার জন্য বর্তমানে সাময়িকভাবে বন্ধ আছে। তবে খুব শীগ্রই এটা পুরোদমে শুরু করার চিন্তা আছে।
আমার সবসময়ই বই পড়তে এবং লেখালেখি করতে অনেক ভালো লাগে। ২০২৪ সালের শুরুর দিকে আমি আমার Blogger ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করতাম। সেখানে আমি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখার চেষ্টা করতাম। এমন কিছু লেখার চেষ্টা করতাম যেগুলো মানুষের উপকারে আসবে। কিন্তু খুব বেশী প্রতিযোগিতার জন্য আমার লেখাগুলো রিচ হতো না তাই ২০২৪ সালেই বন্ধ করে দিয়েছিলাম।

কিন্তু সবসময়ই এমন একটা প্লার্টফর্ম খুজছিলাম যেখানে নিজের মতো করে লেখালেখি করতে পারব। নিজের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনের কিছু অভিজ্ঞতা এসব নিয়ে ব্লগ আকারে লেখালেখি করা যায় এমন প্লার্টফর্ম খুব বেশী নেই।
কিছুদিন আগে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারি এমন একটি সাইট আছে যেখানে নিজের মতো করে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করা যায় এবং সাথে রিওয়ার্ডও পাওয়া যায় আর সেটাই হলো Steemit। আমি সাথে সাথেই Steemit এ একাউন্ট খুলে ফেলি।
যেহেতু আমি নিজে নিজেই একাউন্ট তৈরি করি, তাই আমার কোনো রেফারার নেই। তবে আমি স্টিমিটের সিনিয়র পার্সনদের ফলো করি, তারা কিভাবে ব্লগ লিখে এবং কোন বিষয় নিয়ে লেখালেখি করে সেগুলো থেকে আমি নিজের ভান্ডার পূরন করার চেষ্টা করি। আমি আমার পূর্বের বেশ কিছু ব্লগে অনেক সিনিয়র ভাই/আপুদের উৎসাহ পেয়েছি। তাই আমার সবসময় মনে হয় আমি আরও ভালো কিছু করতে পারব।
আমার তোলা সেলফি
যখন প্রথম স্টিমিটে একাউন্ট ক্রিয়েট করি, তখন সামনে কিছু কমিউনিটি আসে, যার মধ্যে "আমার বাংলা ব্লগ" নামের কমিউনিটিটি প্রথমে দেখি। স্টিমিটের শুরুর দিকের অনেক গুলো পোস্ট ছিলো আমার বাংলা ব্লগের৷ আমি যেহেতু একজন বাংলাভাষী, তাই সাথে সাথেই এই কমিউনিটিতে যোগদান করি।
স্টিমিটে আমার প্রথম কমিউনিটি হলো "আমার বাংলা ব্লগ"। শুরু থেকেই আমার ইচ্ছে ছিলো নিজের মাতৃভাষায় লেখালেখি করব। তাই প্রথম থেকেই আমার আপ্রাণ চেষ্টা ছিলো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন ভেরিফাইড মেম্বাএ হওয়ার। আমি সবসময়ই প্রত্যাশা রাখি স্টিমিট প্লার্টফর্মে আমাদের বাংলা ভাষা সবসময়ই এগিয়ে থাকবে।
আমার তোলা ছবি
আমি এখনো স্টিমিটে নতুন, তাই অনেক কিছুই এখনো জানি না তবে প্রতিনিয়তই শেখার এবং বোঝার চেষ্টা করছি। আশা করি অভিজ্ঞ সদস্যদের সহযোগিতায় আমি আরও ভালো কিছু করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থেকে উৎসাহ দিবেন।
আর আশাকরি আমার এই পরিচিতিমূলক পোস্টটি বিবেচনায় নিয়ে আমাকে এই কমিউনিটির একজন প্রাউড মেম্বার হওয়ার সূযোগ দিবেন। আমি আমার মাতৃভাষায় নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে চাই।
ধন্যবাদ সবাইকে আমার লেখা ব্লগটি সময় নিয়ে পড়ার জন্য।
| আমার নামঃ | ইফতেখার উদ্দিন ভূইয়া |
|---|---|
| সংক্ষিপ্ত নামঃ | ইফতেখার রিয়ান |
| বয়সঃ | ২১ বছর |
| স্টিমিট ইউজারনেমঃ | @iam.riyan |
| জাতীয়তাঃ | বাংলাদেশী 🇧🇩 |






🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5