পরিচিতি মূলক পোস্ট

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । আমি মোঃ সোহাগ মিয়া আমি ঢাকা খিলক্ষেত বসবাস করি । এই খিলক্ষেত আমার জন্মস্থান , আমার জন্মস্থানকে আমি অনেক ভালোবাসি আমারদের এই খিলক্ষেতের মানুষ পরিবেশ আশেপাশে যা কিছু আছে আমার কাছে খুব ভালো লাগে,যা লেখে প্রকাশ করা যাবে না , বিশ্বাস করেন খিলক্ষেতর বাহিরে যখন আমি কোনো ভিন্ন জায়গায় আমি যখন ঘুরে যাই বেশ কয়েক দিন পর আমার কাছে আর ভালো লাগে না । I love my Birthplace . আমি কয়েক মাস আগে মাস্টার ক্রস টা সম্পূর্ণ করি আমার মেজর বিষয় হলো মার্কেটিং।


শিক্ষাগত যোগ্যতা

b159f10b-6c62-4023-abe6-5194fc9cd73c.jpg


মাস্টার সম্পূর্ণ করি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার মেজর বিষয় হলো - মার্কেটিং এই বিষয় নিয়ে অনার্স চার বছর পড়াশুনা করেছি আর মাস্টার দুই বছর পড়াশুনা করেছি। আমার কাছে মনে হয় মার্কেটিং একটা মজার subject তাই

২১শ শতাব্দী গ্রেগরীয় পুঞ্জিকা অনুসারে ২০০১ থেকে ২১০০ সাল পর্যন্ত সময়কাল বলে

তাই এই মার্কেটিং করাটাও একটু ভিন্ন রকম হয়েছে এখন অনলাইনে মার্কেটিং বেশির ভাগই করে থাকে মানুষ তাই এই ভার্চুয়াল জগতে মার্কেটিং কাজ করার আমার আগ্রহই অনেক পরিমাণ বেড়ে যায় এই জন্য অনলাইনে আমি মার্কেটিং কাজ করে থাকি আর আমি ডিজিটাল মার্কেটিং ক্রাস্টটি করেছি। আর সবচাইতে আমার ডিজিটাল মার্কেটিং মধ্যে seo কাজটা আমার অনেক পছন্দ হয় এবং আমি seo কাজ করে থাকি ।


আমার পরিবার

আমার বাবা এক জন সরকারি চাকরিজীবী ছিলেন এখন সে অবসরপ্রাপ্ত । আমার মা হলেন এক জন গৃহিণী। আমার পাঁচ ভাই বোন এই পাঁচ ভাই বোনদের মধ্যে আমি হলাম সবার ছোট ।


আমার পছন্দ

আমি সব চাইতে ভালোবাসি কবুতর পালন করতে আর নতুন মানুষের সাথে কথা বলতে আর গেমস খেলতে নতুন জায়গায় ঘুরে পছন্দ করি আর ছায়াছবি দেখতে পছন্দ করি ইত্যাদি
7596440d-4c1b-4cdf-96da-d4fafd4a94bf.jpg


কিছু বিষয়বস্তু না বললে হবে না

IMG_20190622_181404.jpg


আসলে আমাদের জীবন ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আমরা চিরকাল বাঁচবো না। তাই এই প্লাটফর্ম এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যদি আমার কোন প্রকার ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিটে দেখবেন । সবাই আমার জন্য ও আমার পরিবার জন্য দোয়া করবেন। আর আমারে এই সুন্দর প্লাটফর্মে সাথে পরিচয় করিয়ে দেয় @sajjadsohan ধন্যবাদ মামা


Sort:  
 last year 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন।আর আপনার পরিচিতি মূলক পোস্ট টি পড়ে বেশ ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন।

 last year 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ইনশাল্লাহ আমার বাংলা ব্লগ সব নিয়ম কানুন মেনে চলবো।

Loading...
 last year 

@sajjadsohan উনি কি আপনার পরিচিত? যদি পরিচিত হন তাহলে আমাদের Discord সার্ভারে ওনাকে জয়েন করিয়ে লিংক আপেসহায়তা করে দেবেন।

@mdsuhagmia নিজের সম্পর্কে আরো কিছুটা বিস্তারিত লিখুন।

 last year 

ধন্যবাদ আপনাকে আমারে এতো সুন্দর মন্তব্য করার জন্য, আমার ভুল গুলো আমি অতি শীঘ্রই সংশোধন করে নিব।

 last year 

জি দাদা তিনি আমার পরিচিত, আমি তাকে অবশ্যই পরবর্তী ধাপগুলোতে সহায়তা করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ দাদা।

 last year 

আমাদের এই কমিউনিটিতে আপনাকে স্বাগতম, আশা করি আমাদের সাথে আপনার চমৎকার একটা সময় কাটবে, এবং আপনার কাছ থেকে আমরা চমৎকার চমৎকার কিছু পোস্ট পাব। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 last year 

Thank you mama 💕