পরিচিত পর্ব ।। আমার বাংলা ব্লগ কমিউনিটি ।। ১৬ / ১১/২০২৫ ।।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমিট বন্ধুরা

বাংলাদেশের নাগরিক

IMG_20251116_180050.jpg

আমার পরিচয় :-
আমি শাকিল ব্রো , স্টিমিট প্ল্যাটফর্মে আমার ইউজার আইডি @shakilbro। আমি বর্তমানে বাংলাদেশের জামালপুর জেলায় বসবাস করি। বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য হিসেবে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

যার কাছ থেকে আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জেনেছি সে আমার ছোট বেলার বন্ধু । তার নাম @alimtutorial। সে বেশ কয়েক মাস ধরে এখানে কাজ করছে। তার কাছ থেকে তথ্য পেয়ে আমি কাজ করতে আগ্রহী। এখানে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। আমি খুব সাবধানে কাজ করতে চাই। যারা এখানে কাজ করেন তারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। আমি ভালোভাবে কাজ করতে পারব। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি মনোযোগ সহকারে কাজ করতে পারি।

আমার শিক্ষাগত যোগ্যতা :-

আমি ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার পরীক্ষার ফলাফল ছিল ৪ঃ০০। আপাতত আমি কোনো কলেজে ভর্তি হইনি.. এখনো।সিদ্ধান্ত নেয় নাই যে সামনে পড়াশোনা করবে কি না তবে ইচ্ছা আছে

IMG_20251116_180108.jpg

আমার প্রিয় ফুলঃ

আমি ফুল অনেক ভালোবাসি.. ফুল আমাদের একটি পরিবেশ সৌন্দর্য বাড়াই.. ফুল এখন আমাদের প্রেম মধ্যে আদান প্রদান করে,,আমি ফুল কে অনেক ভালোবাসি। গাছে ফুল গাছে সুন্দর তাই আমরা গাছে ফুল না ছিড়ে আমরা সৌন্দর্য উপবোক করি,,,,তাই সবাই কে বলি কেউ গাছে ফুল ছিডে সৌন্দর্য নষ্ট করবেন না

কমিউনিটি:-

এখানে বিভিন্ন ধরনের কমিউনিটি আছে যেখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। এটি শুধু অর্থ উপার্জনের একটি জায়গা নয়, বরং নতুন কিছু শেখার এবং আমিও আরো নতুন কিছু শিখতে চাই অন্যদের সাথে যুক্ত হওয়ার একটি দারুণ মাধ্যম।আশা করি, আপনাদের সবার সহযোগিতা পাব।
ধন্যবাদ

ব্লগিংয়ের মাধ্যমে আমি শুধু নিজের ভাবনাগুলো লিখতে চাই না, বরং একটি পাঠকসমাজের সাথে যুক্ত হতে চাই, যেখানে আমরা একে অপরের থেকে শিখবো, নতুন কিছু জানবো এবং জীবনকে একটু ভিন্নভাবে দেখতে শিখবো। আমার এই যাত্রা শুরু হচ্ছে খুব সাধারণ এক ইচ্ছা থেকে—শেখা এবং শেয়ার করার ইচ্ছা। কিন্তু আমি বিশ্বাস করি, এই ইচ্ছাটাই একদিন আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে

উপসংহার :-
আমি এ বাংলা ব্লগ নতুন আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম মেনে চলার চেষ্টা করব। যেহেতু আমি নতুন, তাই এখানকার অনেক বিষয় সম্পর্কে আমার এখনো পুরোপুরি ধারণা নেই। আমার প্রিয় মডারেটর ভাইদের এবং অভিজ্ঞ ইউজারদের কাছে আমার একটি অনুরোধ—যদি কোনো কারণে আমি কমিউনিটির কোনো নিয়ম লঙ্ঘন করি, দয়া করে আমাকে জানাবেন। আমি আমার ভুল শুধরে নেওয়ার এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আশা করি, আপনারা আমাকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.