টার্গেট ডিসেম্বর সিজন -৫ ( ২০০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধি )
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০-১২-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ২০০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধ। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা চালু রাখার জন্য। আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে হাতমুখ ধুয়ে সকালের নাস্তা শেষ করে ভাবলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি। কয়েকদিন আমাদের এলাকায় আবহাওয়া খুবই খারাপ নিম্নচাপ দেখা দিয়েছে। রুম থেকে বের হওয়া যাচ্ছে না বললেই চলে রুমের মধ্যে হিটার চালিয়ে সব সময় বসে থাকতে হচ্ছে। তাই রুমের মধ্যে বসেই চলে আসলাম পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক.........
টার্গেট ডিসেম্বর সিজন- ৫ সামনে রেখে প্রত্যেক সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ পোস্ট শেয়ার করার চেষ্টা করব। আসলে চলতি বছরে আমার একটা পরিকল্পনা রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করব। কিন্তু আজকে ২০০ স্টিম পাওয়ার আপ করছি। ২০২৫ সালে আমি আমার টার্গেট অনুযায়ী আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সত্যি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং অনেক বড় একটা আনন্দদায়ক মুহূর্ত। আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরে সত্যি বেশ আনন্দিত । সকলে যদি আমার পাশে থাকেন আশা করি আমি আরো বড় বড় টার্গেট পূরণ করতে পারব। সব সময় চেষ্টা করবো এই প্লাটফর্মের সুন্দর একজন ব্লগার হিসেবে নিজেকে গড়ে তোলা জন্য ।
পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট শেয়ার করার আগে আমি আমার স্টিমিট ওয়ালেট এর স্ক্রিনশট অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার স্টিমিট ওয়ালেটে স্টিম রয়েছে ২৯৪। আমি সেখান থেকে ২০০ স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।
পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে যখন ২০০ স্টিম পাওয়ার আপ করছিলাম তখন একটি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে চেষ্টা করছি প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারি।
পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাওয়ার আপ করার পরে আমি আমার স্টিমিট ওয়ালেট অনেক সুন্দরভাবে স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। ২০০ স্টিম পাওয়ার আপ করার পরে এখন আমার আর মাত্র লিকুইড স্টিম আছে ৯৪। আশাকরি আজকের পাওয়ার আপ পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR











X-promotion https://x.com/i/status/2005893989090927000
https://x.com/i/status/2005884868727849330
https://x.com/i/status/2005885367107367253
https://x.com/i/status/2005885564311003451
বেশ ভালোই পাওয়ার আপ করেছেন আপনি ।পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০০ এ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। কিভাবে এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ২০০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।