Abb-powerup: টার্গেট ডিসেম্বর সিজন ৫ : ১২ স্টিম পাওয়ার আপ
কভার ফটো
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন।, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে টার্গেট ডিসেম্বর সিজন ৫ নিয়ে ১২ স্টিম পাওয়ার আপ করতে চাই। মূলত আমি প্রত্যেক সপ্তাহে ইনকামের কিছুটা এমাউন্ট পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি পাওয়ার আপ করার জন্য এবং আমি আজকে আপনাদের মাঝে ১২ স্টিম পাওয়ার আপ করে দেখাবো।
পাওয়ার আপ করার পূর্বে;
পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড বার স্টিম জমা ছিল। আমি সেখান থেকে পুরো এমাউন্ট পাওয়ার আপ করার জন্য সিদ্ধান্ত নিলাম।
আমি ওয়ালেটে চলে আসলাম। সেখানে আসার পর, পাওয়ার আপ আইকন সিলেক্ট করলাম।
পাওয়ার আপ চলমান
এবার আমার সামনে একটা নতুন ইন্টারফেজ চলে আসলো। আমি সেখানে এমাউন্ট বসিয়ে দিলাম। যেহেতু আমি ১২ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে চাই তাই আমি ১২ এমাউন্ট বসিয়ে দিলাম।
পাওয়ার আপ চলমান
অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর সাবমিট করলাম। এবার আমার একাউন্টের প্রাইভেট একটিভ কি দিতে বলা হলো। আমি খুব সুন্দর ভাবে একাউন্টের একটিভ কি দিয়ে লগইন করলাম। লগইন করার পর, আমার ট্রানজেকশনটি সম্পন্ন হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিল।
পাওয়ার আপ করার পর ;
আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ট্রানজেকশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। ১২ স্টিম লিকুইড এখন আমার স্টিম পাওয়ার এ জমা হয়েছে। বিষয়টি আমার জন্য অতীব আনন্দের।
| পূর্বের এসপি | ১৬৭৮৯ |
|---|---|
| পাওয়ার আপ | ১২ স্টিম |
| বর্তমান এসপি | ১৬৮০১ |
আমি প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ যত বেশি পাওয়ার, তত বেশি নিজের সক্ষমতা অর্জন। আমরা সকলে চাই নিজেদের সক্ষমতা অর্জন করতে। তাই স্টিম প্ল্যাটফর্মে যদি আমরা প্রকৃতপক্ষে নিজেদের অবস্থান উন্নত করতে চাই তাহলে অবশ্যই আমাদের পাওয়ার আপ করার বিকল্প আর কোন কিছুই হতে পারে না।
অবশেষে, আমার বাংলা ব্লগ কমিউনিটির ধারাবাহিক পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকের এই কার্যক্রম সম্পন্ন করতে পারলাম। পাশাপাশি আমি আমার একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হলাম। অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথে থাকার জন্য।
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।






.gif)

https://x.com/i/status/1999362169293398180
https://x.com/i/status/1999372054261563537
https://x.com/i/status/1999372508957671731
https://x.com/i/status/1999372968393068996
আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১২ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে যার যত বেশি পাওয়ার তার ততই বেশি শক্তি।আমিও চেষ্টা করি কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।