#Abb-powerup: টার্গেট ডিসেম্বর ,সিজন-৫ : ১৫ স্টিম পাওয়ার আপ
কভার ফটো
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আমার বাংলা ব্লগ কমিউনিটি। কেমন আছেন সবাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সবসময়ই ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আমি আপনাদের মাঝে আমার বাংলা ব্লগ পাওয়ার আপ এর সিজন ৫ এ ১৫ স্টিম পাওয়ার এর একটি চমৎকার পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এটি একটি চমৎকার প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশাল্লাহ।
আর কিছুদিন পর ডিসেম্বর মাস চলে আসবে। তাই ডিসেম্বর মাস আসার পূর্বেই আমি একটি সর্বনিম্ন এমাউন্ট নির্ধারণ করেছি যেটা আমি পূরণ করতে চাই।
আগামী ডিসেম্বর মাস আসার পূর্বে আমি ১৭, ০০০ এসপি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ডিসেম্বর মাস আসার পূর্ববর্তী সময় গুলোতে আমি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করতে চাই। আমি আমার কাঙ্খিত লক্ষ্যমাত্রা পূরণ করতে চাই এবং আমি আশাবাদী ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করলে আমি আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে আমি আজকে ১৫ স্টিম পাওয়ার আপ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ১৫ স্টিম পাওয়ার আপ করলাম।
পাওয়ার আপ করার পূর্বে ;
১৫ স্টিম পাওয়ার আপ করার জন্য আমি আমার steem wallet-এ চলে গেলাম। সেখানে যাবার পর আমি স্টিম আইকনের ওপর ক্লিক করলাম। এবং আমার মোট স্টিম পাওয়ার ছিল পাওয়ার আপ করার পূর্বে , ১৫৯৮৪ এসপি।
পাওয়ার আপ চলমান ;
এবার আমি আমার স্টিম আইকন এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর, সেখানে বেশ কয়েকটি অপশন এসেছে এবং এর মধ্যে আমি powerup অপশন সিলেক্ট করলাম।
পাওয়ার আপ চলমান ;
যেহেতু আমি 15 স্টিম পাওয়ার আপ করব তাই এমাউন্ট বসিয়ে দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট করার পর, আমার অ্যাকাউন্ট এর প্রাইভেট অ্যাক্টিভ কি দিতে বলা হলো। আমি খুব সুন্দর ভাবে আমার একাউন্টের প্রাইভেট একটিভ কি দিয়ে লগইন করলাম এবং আমার ট্রানজেকশনটি তখন প্রক্রিয়াজাত অবস্থায় ছিল।
পাওয়ার আপ করার পর ;
আলহামদুলিল্লাহ। অবশেষে আমার ১৫ স্টিম পাওয়ার আপ এর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আমি সুপ্রিয়ভাবে আমার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছি এবং এটি আমাকে অনেক বেশি আনন্দিত করেছে।
| পূর্বের এসপি | ১৫৯৮৪ |
|---|---|
| পাওয়ার আপ | ১৫ স্টিভ |
| বর্তমান এসপি | ১৫৯৯৯ |
নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিটি আমার বাংলা ব্লগ মেম্বার এর আগামী দিনের সুনিশ্চিত ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত কাজ করে থাকে। ঠিক সিজন -৫ এ চমৎকার প্রতিযোগিতা অব্যাহত রেখেছে এবং যার মাধ্যমে আমি আজকে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। আমার অ্যাকাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি করতে পেরে আমি খুব বেশি আনন্দিত এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক অনেক খুশি । চাইলে আপনারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করতে পারেন
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।






.gif)

https://x.com/steemforfuture/status/1990682744427548799?t=9LwYfMS6E_Gv_tpcD-A6Ng&s=19
https://x.com/steemforfuture/status/1990683396474069123?t=E-DN95ez6OuSUL3C4cA8UA&s=19
https://x.com/steemforfuture/status/1990683776104767670?t=e9KB2YbegU2_m3S-7cPhfA&s=19
https://x.com/steemforfuture/status/1990684127243481561?t=vJtkNaLGr-wjn4uiMchpSA&s=19
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১৫ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।