মৎস্য খামার ভ্রমণ
আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার মৎস্য খামারে ভ্রমণ । আমি গত কয়েকদিন আগে আমি আর আমার বন্ধু @yousha4 এর সাথে মৎস্য খামারে গিয়েছিলাম ভ্রমন করার জন্য, এই মৎস্য খামারটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় । আমি মাঝে মধ্যেই বিকালবেলা হাঁটতে বের হই, তো আমি আর আমার বন্ধু প্রতিদিনের মতোই হাঁটতে হাঁটতে দেখতে পাই আমাদের বনের মধ্য থেকে আস্তে আস্তে করে পানি শুকিয়ে যাচ্ছে আর পানি শুকানোর কারণে রাস্তাঘাটও আস্তে আস্তে শুকিয়ে গেছে । তো আমরা দুজনে ঠিক করলাম একটু দূর পর্যন্ত হাঁটাহাঁটি করব তারপর আমরা আমাদের বনের একদম মাঝখানে একটা মৎস্য খামার দেখতে পাই, মৎস্য খামারটি কে দেখার পর আমরা দুজনে সিদ্ধান্ত নেই খামারটাকে পরিদর্শন করে আসার ।
খামারে প্রবেশ করার আগে বেশ সুন্দর সূর্যাস্ত দেখতে পাই, তাই আমি খামারে প্রবেশ এর আগে সূর্যাস্তের কিছু ফটোগ্রাফি করে নেই । খামারটিতে প্রবেশের আগেই আমরা একটি ছোট্ট সুন্দর গেইট দেখতে পাই এবং গেইট এর সরাসরি একটি ছোট্ট থাকার ঘর রয়েছে । খামারটিতে প্রবেশ করার সময় দেখতে পাই সারি সারি পেঁপে গাছ এবং লাউ গাছ এর জন্য বানানো মাচা আর গাছে লাউও বেশ ভালো মতোই হচ্ছে ।
তো আমরা এই জায়গাটা পরিদর্শন করার পর আমরা আর একটু এগিয়ে যাই তখন আমরা দেখতে পাই একটি সুন্দর মাচা বানানো যেটা মাচা হলেও এখানে এটা একটি ঘাট এর কাজ করতেছে অর্থাৎ এখানে একটি নৌকা রয়েছে আর এই নৌকাটা খামারটাকে ভালো করে পরিদর্শন করার জন্য ব্যবহৃত হয় । আমরা দুজন যখন গিয়েছিলাম তখন নৌকায় ওটার জন্য আমাদের দুজনের মধ্যে কারোও ইচ্ছা হয়নি তাই আমরা নৌকার মধ্যে উঠিনি । আসলে আমি সচরাচর এত কাছ থেকে মৎস খামার আগে কখনো দেখিনি যার কারণে আমার কাছে বেশ ভালো লাগছিল নতুন অভিজ্ঞতার অনুভূতিটা অনুভব করা । খামারের মালিক যিনি, তিনি আমাদের দূর সম্পর্কের দাদা হয় আর তার সাথে আমরা কুশল বিনিময় করছিলাম এবং আমাদের সময়টা বেশ ভালোভাবেই কাটছিল ।
এখানে আরো অনেক কিছুর বাগান ছিলো যেমন বেগুন, কলাবাগান ইত্যাদি তবে আমরা আর সামনে এগোইনি কেননা প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছিল আর এই রাস্তাগুলো হালকা কাদাযুক্ত এবং এখানে পর্যাপ্ত কৃত্রিম আলো না থাকার কারণে আমরা এখানে বেশি দেরি করিনি । খামার থেকে চলে আসার আগে আমরা দুজন আবারো আমাদের দাদার সাথে কুশল বিনিময় করি এবং আমরা তার কাছ থেকে বিদায় নেই ।
খামার থেকে চলে আসার আগ মুহূর্তে আমি আরো কিছু ছবি ক্লিক করেছিলাম, যে ছবিগুলো বেশ সুন্দর হয়েছে এবং আমার কাছে বেশ ভালো লেগেছে । আমার এই খামারের ভ্রমণটি আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে এবং আমি এইরকম অভিজ্ঞতার জন্য সবসময়ই প্রস্তুত থাকি । আসলে এইরকম পরিবেশের মধ্যে সময় কাটালে নিজের কাছে বেশ ভালো লাগে এবং নতুন কিছু শিখাও যায় এবং নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া যায় । আজকের মত এ পর্যন্তই আশা করি আমার এই অভিজ্ঞতাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন । আল্লাহ হাফেজ ।
আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিপ্টো, মুভি রিভিউ, ফটোগ্রাফি, গল্প লেখালেখি আর ব্লগ । এখন সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শুরু করেছি নতুন এক অধ্যায় — গেমিং ! 🎮 । 🎥 আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor-এ আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেখানে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার গেম খেলার বাস্তব অনুভূতি আর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো ।




















Twitter
https://x.com/i/status/2002055811984744650
https://x.com/i/status/2001931033307213977
https://x.com/i/status/2002056572382662822
https://coinmarketcap.com/community/post/372113374