সাদা জবার ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি । আমার ভীষণ প্রিয় শখের মধ্যে ফটোগ্রাফি অন্যতম, আমি প্রতিনিয়তই আমার এই ফটোগ্রাফির দক্ষতাকে আরো বাড়ানোর চেষ্টা করি । আমি যখনই সুযোগ পাই তখনই ছবি তোলার চেষ্টা করি, আমি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ক্যামেরায় বন্দী হওয়া বিশেষ এক মুহূর্তের । আশা করি আমার এই তোলা ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে ।
এই গাছটার সঠিক নাম সম্পর্কে আমি জানিনা তবে এই গাছটাকে অনেকটা জবা ফুলের মত দেখতে বলে এটাকে আমি সাদা জবা বলেই ডাকছি । এই ফুলটা মূলত পাট গাছের, আর এই পাট গাছগুলো মূলত লাগানো হয় শুধুমাত্র বীজ উৎপাদনের জন্য অর্থাৎ এখান থেকে অনেক পরিমাণে বীজ উৎপাদন করে তারপর আবারও এই বীজ দিয়ে পাট চাষ করা হবে । আর এই পাটের বীজগুলো যেখানে চাষ করা হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, আর এই পাটের বীজগুলো যে ক্ষেতের মধ্যে চাষ করা হয়েছে তার পাশেই আমরা রাতে ব্যাডমিন্টন খেলি । আমি দুপুরের দিকে হালকা রোদের মধ্যে রোদ পোহাতে গিয়েছিলাম এবং আমি এই সুন্দর ফুলগুলোকে লক্ষ্য করি তারপর আমি এই ফুলের ছবি তোলার জন্য আমার ফোন বের করি এবং ছবি তোলা শুরু করি । এই ফুলগুলো যখন ছবি তুলছিলাম তখন দুপুরে প্রায় তিনটা বেজে গিয়েছিল যার কারণে রোদ প্রায় শেষের দিকে চলে যাচ্ছিল, আর রোদ শেষের দিকে চলে যাওয়ায় আমার ছবি তোলতে হালকা অসুবিধা হচ্ছিল, কেননা ছবি তোলার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ আলো পাচ্ছিলাম না । যার কারণে আমাকে একটা সুন্দর অ্যাঙ্গেল বের করতে হয়েছিল ছবিগুলো তোলার জন্য আর আমি একটা সুন্দর এঙ্গেলও পেয়ে গিয়েছিলাম ছবিগুলো তোলার জন্য । এই সমস্ত কিছু করার পর আমি ছবিগুলোকে বেশ সুন্দর করেই ক্লিক করতে পারছিলাম, আমি এই ছবিগুলো তোলার জন্য বেশি সময় নষ্ট করিনি আর আমার এই ছবিগুলো তোলার জন্য বেশি সময়েরও প্রয়োজন হয়নি । আমি ফুলগুলোর ছবিগুলো ক্লিক করার পর কয়েকটা ছবিকে দেখেছিলাম যে কিরকম হয়েছে ছবিগুলো, যেগুলো সুন্দর হয়েছে সেগুলোকে রেখেছি আর যেগুলো সুন্দর হয়নি সেগুলোকে ডিলিট করে ফেলেছিলাম সাথে সাথেই । আমি সাথে সাথেই ছবিগুলো ডিলিট দিতে পছন্দ করি কেননা পরের ছবিগুলোকে ডিলিট করতে একটু কনফিউশনের মত লাগে, যার কারণে আমি ছবি তোলার সাথে সাথেই ছবিটা কে পর্যবেক্ষণ করি এবং ছবিটা ভাল হলে রাখি আর যদি খারাপ হয় তাহলে কেটে দেই । আমার এই ছবিগুলোকে পছন্দ করার পর আমি বেশি দেরি না করে আবার বাড়িতে চলে আসি । আজকের মত এ পর্যন্তই, আশা করি আপনাদের সাথে আগামীতে অন্য কোন পোস্টে আবারো দেখা হবে ।
ছবির বিবরণ
| ডিভাইস | vivo V27e |
|---|---|
| সংস্করণ | Android-15 |
| ক্লিক | @bokhtiar1444 |
| অবস্থান | কিশোরগঞ্জ, ঢাকা |
আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ক্রিপ্টো, ফটোগ্রাফি, মুভি রিভিউ, গল্প লেখালেখি আর ব্লগিং । এখন সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শুরু করেছি নতুন এক অধ্যায় — গেমিং ! 🎮 । 🎥 আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor-এ আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, যেখানে আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আমার গেম খেলার বাস্তব অনুভূতি আর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো ।








Twitter
https://x.com/BokhtiarMr90788/status/1996804020015628716?t=SSkXCqc4QKirVI782wG6gA&s=19
https://x.com/PussFi_FNDN/status/1996504725089612121?t=SSkXCqc4QKirVI782wG6gA&s=19
https://x.com/BokhtiarMr90788/status/1996804341815300375?t=i7J-bfxytxIZz_bV9UxMlQ&s=19
https://coinmarketcap.com/community/post/371642111
জবা ফুল আমার খুব পছন্দের আর সাদা জবা ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জবা ফুল আমার অনেক পছন্দের একটি ফুল।তবে আপনার পোস্টে সাদা জবা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।