স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


1000136570.png

আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের স্বেচ্ছাসেবক সংগঠনের একটি কার্যক্রম । এই কার্যক্রমটি মূলত গরিব বাচ্চাদেরকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণের জন্য করা হয়েছে । তো আজকে আমরা সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ।

1000136501.jpg

1000136502.jpg

1000136504.jpg

1000136505.jpg

1000136506.jpg

1000136509.jpg

আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় আমি সকালের হালকা পাতলা কাজে যেতে পারিনি । ঘুম থেকে ওঠার পরেই একজন উপদেষ্টাকে ফোন দেই এবং উপদেষ্টার কাছ থেকে জানতে পারি মিষ্টি প্যাকেজিং এর কাজ চলছে আর আমি যেন সেখানে গিয়ে সাহায্য করি । তো মিষ্টি প্যাকেজিং করে সেখান থেকে একটা রিক্সা নিয়ে প্রোগ্রাম যেখানে হবে সেখানে চলে যাই । সেখানে গিয়ে দেখতে পাই প্যান্ডেলের কাজ শেষ এবং আমরা আজকে জুমার নামাজের জন্য সকলেই বাড়িতে চলে আসি ।

1000136516.jpg

1000136522.jpg

1000136523.jpg

জুমার নামাজের পর আমাদের প্রোগ্রাম হওয়ায় জুমার নামাজের পর আমি বাড়িতে চলে আসি এবং কিছুক্ষণ পর প্রোগ্রামের জায়গায় সরাসরি চলে যাই । সেখান থেকে একজনের বাড়িতে যাই যার বাড়িতে সকল জিনিসপত্র রাখা ছিল, সেখান থেকে সকল জিনিসপত্র আমরা একত্রে নিয়ে প্যান্ডেলে নিয়ে আসি । সময় যত এগিয়ে যাচ্ছিল লোকসংখ্যাও তত বাড়ছিল, সকলে আসার পর আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি । আমাদের এই স্বেচ্ছাসেবক সংগঠনটি শুধুমাত্র চরপাড়া গ্রামের জন্য কাজ করে তাই এই সংগঠনের নাম হলো চরপাড়া আল-আতহার ফাউন্ডেশন । আমরা মূলত আমাদের গ্রামের সকল সমস্যাগুলো দূর করার জন্য কাজ করি, আমাদের এই সংগঠনটি গত দুই বছর ধরে এই বেশ ভালোভাবে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ । আমাদের এই সংগঠনের সদস্য সংখ্যা ৪৮ জন আর আমরা নিজেরাই নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে নেই । আমাদের এই সংগঠনটি গত বছরের ১০ জানুয়ারি ঠিক এই জায়গায় শিক্ষা উপকরণ এবং বস্ত্র বিতরণ করা হয়েছিল । এই বছরেও আমরা শিক্ষা উপকরণ এবং স্কুল ড্রেস বিতরণ করেছি আলহামদুলিল্লাহ ।

1000136538.jpg

1000136540.jpg

1000136541.jpg

1000136542.jpg

1000136543.jpg

1000136533.jpg

আজকের এই প্রোগ্রাম শুরু হওয়ার পর আমাদের মধ্যে অনেক সিনিয়ররা ছিল এলাকার, আর তাদের কাছ থেকে আমরা বেশ ভালো ভালো দিকনির্দেশনা পেয়েছি, আগামীতে আরো ভালো কি কি করতে পারি সেই সম্পর্কে তারা আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছে । আমাদের এই সংগঠনে আমরা দীর্ঘ দুই বছর ধরে কাজ করলেও এই প্রথম আমরা সিনিয়রদের সাড়া পেয়েছি যেটা আমাদের জন্য বেশ ভালো ।

1000136544.jpg

1000136546.jpg

1000136547.jpg

1000136552.jpg

1000136557.jpg

আমাদের সংগঠনের সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যার কারণে আমরা নতুনদের সাড়া পাচ্ছি, আমাদের সংগঠনের স্লোগান হলো সমাজ আমাদের দায়িত্বও আমাদের । আসলে আমরা একটা কাজ একা করতে পারবো না যার কারণে আমাদের সকলকেই মিলেমিশে কাজ করতে হবে আর সকলেই মিলেমিশে কাজ করলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো । সংগঠনের একটি নির্দিষ্ট গেঞ্জি রয়েছে আর সেই গেঞ্জিটি আমি পড়তে পারিনি কারণ আমার গেঞ্জিটি নষ্ট হয়ে গেছে । তবে আমি সকলের সাথেই বেশ ভালো করে কাজ করেছি আলহামদুলিল্লাহ ।

1000136558.jpg

1000136560.jpg

প্রোগ্রাম শেষে আমরা সকলে জায়গাটাকে পরিষ্কার করে, গুছিয়ে এবং একটা ছোট্ট মিটিং করে সন্ধ্যার দিকে আমরা সকলেই সকলের বাড়িতে চলে যাই । আজকের মত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ ।

ক্যামেরা আর কিবোর্ড এর পেছনে আমি

আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিপ্টো, মুভি রিভিউ, ফটোগ্রাফি, গল্প লেখালেখি আর ব্লগ । এখন সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শুরু করেছি নতুন এক অধ্যায় — গেমিং ! 🎮 । 🎥 আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor-এ আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেখানে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার গেম খেলার বাস্তব অনুভূতি আর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো ।

ধন্যবাদ

1000130660.png