চিকেন সেন্ড উইচ রেসিপি

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম


1000133472.png

আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি । আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম চিকেন সেন্ড উইচ রেসিপি নিয়ে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক । আমি এখানে আমার পরিমাণ মতো লিখে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে এভারেজ হিসাব করে আপনাদের পরিমাণ মতো কমাতে এবং বাড়াতে পারবেন ।

1000131275.jpg

1000131287.jpg

1000131291.jpg

উপাদান সমূহ

মুরগীর মাংস২৫০ গ্রাম
ধইন্যা গুঁড়া১ চামচ
জিরা গুড়া১/২ চামচ
গুড়া দুধহাফ কাপ
পেঁয়াজমাজারি সাইজের ৩ টি

1000131286.jpg

ধাপ ১

প্রথমে মুরগির মাংসটাকে সিদ্ধ করতে হবে এবং সিদ্ধ করার পর মাংস কে কাটা চামচ দিয়ে ছিঁড়ে নিতে হবে ।

1000131294.jpg

1000131296.jpg

ধাপ ২

এখন মাংস ছিঁড়া সয়াবিন তেল দিয়ে ফ্রাইপ্যানে হালকা করে ভাজতে হবে এবং ভাজার সময় যখন হালকা হালকা লেগে উঠবে তখন পানি দিতে হবে । পানি দেওয়ার পর গুঁড়া দুধ, ধইন্যা গুড়া, জিরা গুড়া, পরিমাণ মতো লবণ দিতে হবে (আমি এখানে গাজর দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন), এরপর পানি শুকানো পর্যন্ত সিদ্ধ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মাংস লেগে না যায় ।

1000131298.jpg

ধাপ ৩

এরপর পাউরুটি নিতে হবে এবং পাউরুটির মধ্যে মাংস ছিঁড়া দিয়ে প্রস্তুত করতে হবে ।

1000131299.jpg

1000131300.jpg

1000131303.jpg

ধাপ ৪

এরপর পাউরুটি গুলোকে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিতে হবে এবং কয়েক মিনিট অপেক্ষা করলেই স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে ।

1000131306.jpg

সবশেষে

এখন আপনি এটি আপনার রুচি অনুযায়ী যে কোন কিছু দিয়ে পরিবেশন করতে পারেন । এই স্যান্ডউইচ আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এর ক্রাঞ্চি ভাবটা অনেক বেশি মজার ছিল । আজকের মতো এই পর্যন্ত আশা করি আগামীতে অন্য কোন পোস্টে আপনাদের সাথে দেখা হবে । আল্লাহ হাফেজ ।

ক্যামেরা আর কিবোর্ড এর পেছনে আমি

আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিপ্টো, মুভি রিভিউ, ফটোগ্রাফি, গল্প লেখালেখি আর ব্লগ । এখন সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় শুরু করেছি নতুন এক অধ্যায় — গেমিং ! 🎮 । 🎥 আমার ইউটিউব চ্যানেল Bokhtiar The Survivor-এ আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেখানে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার গেম খেলার বাস্তব অনুভূতি আর সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো ।

ধন্যবাদ

1000130766.png